বিজ্ঞান জগতের আবিষ্কার ও আবিষ্কারক এবং সাল ও দেশ
আমরা এখন বর্তমানে আধুনিক যুগে বাস করি । বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার আমাদের জীবন অনেক বদলে দিয়েছে । এখন হাতের মুঠোয় আমদের পৃথিবী । কিন্তু, একদিনে এতকিছু আমদের জীবনে আসেনি । বহু বিজ্ঞানীর অনেক দিন নিরলস প্রচেষ্টার ফলে আমরা আজ সেই সুবিধা ঘরে বসে উপভোগ করছি ও উন্নত জীবন যাপন করছি । এখন আমরা জানবো এরকম পৃথিবীর বিভিন্ন আবিষ্কার, আবিষ্কারক, সাল ও দেশের নাম ।
বিজ্ঞান জগতের আবিষ্কার ও আবিষ্কারক এবং সাল ও দেশ
এখন পর্যন্ত মানব সভ্যতা অসংখ্য বৈজ্ঞানিক আবিষ্কার পেয়েছে। অগনিত বিজ্ঞানীর অক্লান্ত প্ররিশ্রম এবং ক্ষুরধার মেধা হাজারও অসম্ভব কে করেছে সম্ভব। আজ আমরা এমনি কিছু বৈজ্ঞানিক আবিষ্কারের আবিষ্কারক, আবিষ্কারের সাল এবং দেশ সম্পর্কে জানব।
ইন্টারনেট ঘেটে এমন অনেক তালিকা দেখতে পাবেন যার অধিকাংশই ভুল তথ্যে ভরা। এখানে চেষ্টা করা হয়েছে প্রতিটি তথ্য সর্বাধিক প্রচেষ্টার মাধ্যমে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করার। একাধিক গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য উৎস থেকে প্রাপ্ত এসকল তথ্য বিশ্লেষণ করে আমরা সর্বাধিক সঠিক তথ্যের তালিকা তৈরি করেছি।
এরপরও কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে। যদি কোন তথ্যে কারও দ্বিধা থাকে, অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানান। আমরা বিষয়টি সর্বাধিক গুরুত্ব নিয়ে দেখব।
বিজ্ঞান জগতের আবিষ্কার ও আবিষ্কারক এবং সাল ও দেশ
১। অটোমেটিক ক্যালকুলেটর আবিষ্কার করেন কে?
উইলহেলম সিকার্ড (Wilhelm Schickard – Germany)
অটোমেটিক ক্যালকুলেটর কত সালে আবিষ্কৃত হয়?
1623
২। অ্যানিমোমিটার আবিষ্কার করেন কে?
লিওন বাতিস্তা অ্যালবার্টি (Leon Battista Alberti – Italy)
অ্যানিমোমিটার কত সালে আবিষ্কৃত হয়?
1450
৩। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে?
লুই পাস্তুর (Louis Pasteur – France)
অ্যান্টিবায়োটিক কত সালে আবিষ্কৃত হয়?
১৮৮৭ সালে
৪। অ্যারোসোল আবিষ্কার করেন কে?
এরিক রুথেইম (Erik Rotheim – Norway)
অ্যারোসোল কত সালে আবিষ্কৃত হয়?
১৯২৬ সালে
৫। অ্যালুমিনিয়াম উৎপাদন পদ্ধতি আবিষ্কার করেন কে?
চার্লস মার্টিন হল (Charles M. Hall – USA)
অ্যালুমিনিয়াম উৎপাদন পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়?
১৮৬৬ সালে
৬। অ্যাসপিরিন আবিষ্কার করেন কে?
ফেলিক্স হফম্যান (Dr. Felix Hoffman – Germany)
অ্যাসপিরিন কত সালে আবিষ্কৃত হয়?
1899
৭। অক্সিজেন আবিষ্কার করেন কে?
জোসেফ প্রিস্টলি (Joseph Priestley – England)
অক্সিজেন কত সালে আবিষ্কৃত হয়?
১৭৭৪ সালে।
৮। অ্যানিমেশন আবিষ্কার করেন কে?
জে. স্টুয়ার্ট ব্ল্যাকটোন (J. Stuart Blackton – England)
৯। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে?
হ্যান্স লিপারশে এবং জ্যাচারিয়াস জনসেন (Hans Lippershey and Zacharias Janssen – The Netherlands)
অণুবীক্ষণ যন্ত্র কত সালে আবিষ্কৃত হয়?
1590
১০। অ্যাড্রিনালিন আবিষ্কার করেন কে?
জন জ্যাকব আবেল (John Jacob Abel – USA)
অ্যাড্রিনালিন কত সালে আবিষ্কৃত হয়?
1897
১১। অ্যানেসথেসিয়ার প্ররোচক হিসেবে ইথার ব্যাবহার আবিষ্কার করেন কে?
ক্রফোর্ড ডব্লিউ. লং (Crawford W. Long – USA)
অ্যানেসথেসিয়ার প্ররোচক হিসেবে ইথার ব্যাবহৃত হয় কত সালে?
1842
১২। অটোমোবাইল আবিষ্কার করেন কে?
গটিলিয়েব ডেলমার (Gottlieb Daimler – Germany)
অটোমোবাইল কত সালে আবিষ্কৃত হয়?
1885
১৩। অ্যাক্রোম্যাটিক লেন্স আবিষ্কার করেন কে?
জন ডোলন্ড (John Dollond – England)
অ্যাক্রোম্যাটিক লেন্স কত সালে আবিষ্কৃত হয়?
1758
১৪। আইসোটোপ আবিষ্কার করেন কে?
ফ্রেডরিক সডি (Frederick Soddy – England)
আইসোটোপ কত সালে আবিষ্কৃত হয়?
১৯১২ সালে।
১৫। আপেক্ষিক তত্ত্ব কে প্রদান করেন?
আলবার্ট আইনস্টাইন (Albert Einstein – Jermany)
আইনস্টাইন কত সালে আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন?
১৯০৫ সালে।
১৬। আলোর গতি সর্বপ্রথম ণির্ণয় করেন কে?
ওলে রোয়েমার (Olaus Roemer – Denmark)
আলোর গতি সর্বপ্রথম কত সালে ণির্ণয় করা হয়?
1676
১৭। আয়োডিন আবিষ্কার করেন কে?
বার্নার্ড কোর্টয়েজ (Bernard Courtois – France)
আয়োডিন কত সালে আবিষ্কৃত হয়?
1811
১৮। ইউরিয়া আবিষ্কার করেন কে?
ফ্রেড্ররিখ উহলার (Friedrich Wöhler – Germany)
ইউরিয়া কত সালে আবিষ্কৃত হয়?
1828
১৯। ইউরেনিয়াম আবিষ্কার করেন কে?
মার্টিন হাইনরিখ ক্ল্যাপরথ (Martin Heinrich Klaproth – Germany)
ইউরেনিয়াম কত সালে আবিষ্কৃত হয়?
1789
২০। ইলেকট্রন আবিষ্কার করেন কে?
স্যার জোসেফ জে. থমসন (Sir Joseph J. Thompson – England)
ইলেকট্রন কত সালে আবিষ্কৃত হয়?
1857
বিজ্ঞান জগতের আবিষ্কার ও আবিষ্কারক এবং সাল ও দেশ
২১। ইলেকট্রনিক মেইল আবিষ্কার করেন কে?
রে টমলিনসন (Ray Tomlinson – USA)
ইলেকট্রনিক মেইল কত সালে আবিষ্কৃত হয়?
1972
২২। ইলেকট্রোমেগনেট আবিষ্কার করেন কে?
উইলিয়াম স্টারজেন (William Sturgeon – England)
ইলেকট্রোমেগনেট কত সালে আবিষ্কৃত হয়?
1823
২৩। ইন্ডাকশন (Induction) মোটর কে আবিষ্কার করেন?
নিকোলা টেসলা
ইন্ডাকশন (Induction) মোটর কত সালে আবিষ্কৃত হয়?
১৮৮৭ সালে।
২৪। ইনসুলিন কে আবিষ্কার করেন?
স্যার ফ্রেডরিখ ব্যানটিং (Sir Frederick Banting – Canada)
ইনসুলিন কত সালে আবিষ্কৃত হয়?
1923
২৫। উড়োজাহাজ আবিষ্কার করেন কে?
রাইট ব্রাদারস (Wright Brothers – USA)
উড়োজাহাজ কত সালে আবিষ্কৃত হয়?
১৯০৩
২৬। উইন্ডশিল্ড ওয়াইপার্স আবিষ্কার করেন কে?
মেরি এন্ডারসন (Mary Anderson – USA)
উইন্ডশিল্ড ওয়াইপার্স কত সালে আবিষ্কৃত হয়?
1903
২৭। এক্সরে আবিষ্কার করেন কে?
উইলহেম রেন্টজেন (Wilhelm Roentgen – Germany)
এক্সরে কত সালে আবিষ্কৃত হয়?
১৮৯৫
২৮। এন্টিসেপটিক আবিষ্কার করেন কে?
জোসেফ লিস্টার (Joseph Lister – England)
এন্টিসেপটিক কত সালে আবিষ্কৃত হয়?
1867
২৯। এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন কে?
উইলিস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার (Willis Haviland Carrier – USA)
এয়ার কন্ডিশনার কত সালে আবিষ্কৃত হয়?
1902
৩০। এটম বোমা কে আবিষ্কার করেন?
জুলিয়াস রবার্ট ওপেনহেইমার (Julius Robert Oppenheimer – USA)
এটম বোমা কত সালে আবিষ্কৃত হয়?
১৯৪৫
৩১। ওজোন গ্যাস আবিষ্কার করেন কে?
খ্রিষ্টিয়ান ফ্রেডরিখ শোনবাইন (Christian Friedrich Schönbein – Germany)
ওজোন গ্যাস কত সালে আবিষ্কৃত হয়?
1839
৩২। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) কে আবিষ্কার করেন?
টিম বারনারস লি (Tim Berners Lee – England)
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) কত সালে আবিষ্কৃত হয়?
1989
৩৩। ওহমের সূত্র আবিষ্কার করেন কে?
জর্জ এস ওহম (Georg S. Ohm – Germany)
ওহমের সূত্র কত সালে আবিষ্কৃত হয়?
1827
৩৪। কম্পিউটার আবিষ্কার করেন কে?
চার্লস ব্যাবেজ (Charles Babbage – England)
কম্পিউটার কত সালে আবিষ্কৃত হয়?
১৮৩৬
৩৫। কলেরা জীবাণু আবিষ্কার করেন কে?
রবার্ট কচ (Robert Koch – Germany)
কলেরা জীবাণু কত সালে আবিষ্কৃত হয়?
1883
৩৬। কোকাকোলা আবিষ্কার করেন কে?
জন পিমবার্টন (John Pemberton – USA)
কোকাকোলা কত সালে আবিষ্কৃত হয়?
Also read :ঘুমের মাঝে মানুষ নাক ডাকে কেন?
1886
৩৭। কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে?
ম্যাক্স প্লান্ক (Max Planck – Germany)
কোয়ান্টাম তত্ত্ব কত সালে আবিষ্কৃত হয়?
1900
৩৮। ক্যামেরা আবিষ্কার করেন কে?
জর্জ ইস্টম্যান (George Eastman – USA)
ক্যামেরা কত সালে আবিষ্কৃত হয়?
1888
৩৯। ক্যালকুলাস আবিষ্কার করেন কে?
আইজ্যাক নিউটন (Isaac Newton – England)
ক্যালকুলাস কত সালে আবিষ্কৃত হয়?
1669
৪০। ক্যালকুলেটিং মেশিন আবিষ্কার করেন কে?
চার্লস ব্যাবেজ (Charles Babbage – England)
ক্যালকুলেটিং মেশিন কত সালে আবিষ্কৃত হয়?
1835
৪১। কৃত্তিম তেজস্ক্রিয় পরমাণু প্রথম তৈরি করেন কে?
জুলিও কুড়ি (Joliot-Curie – France)
কৃত্তিম তেজস্ক্রিয় পরমাণু প্রথম কত সালে আবিষ্কৃত হয়?
1933
৪২। ক্লোরোফর্ম আবিষ্কার করেন কে?
স্যার জেমস ইয়ং সিম্পসন (Sir James Young Simpson – USA)
ক্লোরোফর্ম কত সালে আবিষ্কৃত হয়?
1847
৪৩। ক্লোরিন আবিষ্কার করেন কে?
কার্ল উইলহেলম শিলি (Carl Wilhelm Scheele – Germany)
ক্লোরিন কত সালে আবিষ্কৃত হয়?
1774
৪৪। ক্যান্সার প্রতিরোধে টিউমার এঞ্জিওজেনেসিস আবিষ্কার করেন কে?
জুডাহ ফোকম্যান (Judah Folkman – USA)
ক্যান্সার প্রতিরোধে টিউমার এঞ্জিওজেনেসিস আবিষ্কৃত হয় কত সালে?
1971
৪৫। ক্যালকুলেটর সর্বপ্রথম আবিষ্কার করেন কে?
ব্লেইজ প্যাসকেল (Blaise Pascal – France)
ক্যালকুলেটর সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়?
1642
৪৫। ক্রোনোমিটার আবিষ্কার করেন কে?
জন হ্যারিসন (John Harrison – England)
ক্রোনোমিটার কত সালে আবিষ্কৃত হয়?
1735
৪৬। গ্যাসটারবাইন আবিষ্কার করেন কে?
চার্লস গর্ডন কার্টিস (Charles Gordon Curtis – USA)
গ্যাসটারবাইন কত সালে আবিষ্কৃত হয়?
1899
৪৭। গ্রামোফোন কে সর্বপ্রথম আবিষ্কার করেন?
এমিল বার্লিনার (Emil Berliner – German American)
গ্রামোফোন কত সালে আবিষ্কৃত হয়?
1887
৪৮। গ্র্যাভিটেশন আবিষ্কার করেন কে?
স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton – England)
গ্র্যাভিটেশন কত সালে আবিষ্কৃত হয়?
1665
৪৯। গাড়ী (বাস্পীয়) আবিষ্কার করেন কে?
নিকোলাস ক্যানট (Nicolas Cugnot – France)
গাড়ী (বাস্পীয়) আবিষ্কৃত হয় কত সালে?
১৭৬৯
৫০। গতির সূত্র প্রদান করেন কে?
স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton – England)
গতির সূত্র কত সালে প্রদান করা হয়?
1687
৫১। গ্যালভানোমিটার কে আবিষ্কার করেন কে?
আন্দ্রে মেরি অ্যাম্পিয়ার (Andre Marie Ampere – France)
গ্যালভানোমিটার কত সালে আবিষ্কৃত হয়?
1824
৫২। ঘড়ি আবিষ্কার করেন কে?
হসিং এবং লিং-সান (চীন)
ঘড়ি আবিষ্কৃত কত সালে?
1725
৫৩। ঘাস কাটার (লন মোয়ার) যন্ত্র কে আবিষ্কার করেন?
এডওয়ার্ড বাডিং (Edward Budding – England)
ঘাস কাটার (লন মোয়ার) যন্ত্র কত সালে আবিষ্কৃত হয়?
1830
৫৪। ঘণ্টা (তড়িৎ-চুম্বক) আবিষ্কার করেন কে?
জোসেফ হেনরি (Joseph Henry – USA)
ঘণ্টা (তড়িৎ-চুম্বক) কত সালে আবিষ্কৃত হয়?
1831
৫৫। চলচ্চিত্র যন্ত্র কে আবিষ্কার করেন?
টমাস আলভা এডিশন (Thomas Alva Edison – USA)
চলচ্চিত্র যন্ত্র কত সালে আবিষ্কৃত হয়?
১৮৯৩ সালে
৫৬। চশমা আবিষ্কার করেন কে?
স্যালভিনো ডি’আরমেইট (Salvino D’Armate – Italy)
চশমা কত সালে আবিষ্কৃত হয়?
1285
৫৭। জলাতঙ্ক প্রতিষেধক আবিষ্কার করেন কে?
লুই পাস্তুর এবং এমিল রুক্স (Louis Pasteur and Emile Roux – France)
জলাতঙ্ক প্রতিষেধক কত সালে আবিষ্কৃত হয়?
1885
৫৮। জীবকোষ আবিষ্কার করেন কে?
রবার্ট হুক (Robert Hooke – England)
কত সালে আবিষ্কৃত হয়?
1665
৫৯। জ্যামিতি আবিষ্কার করেন কে?
ইউক্লিড (Euclid – Greece)
জ্যামিতি কত সালে আবিষ্কৃত হয়?
খৃ: পূ: ৩০০ অব্দ
৬০। জেট ইঞ্জিন আবিষ্কার করেন কে?
হ্যান্স ভন ওহাইন (Hans von Ohain – Germany)
জেট ইঞ্জিন কত সালে আবিষ্কৃত হয়?
1937
৬১। টায়ার (নিউমেটিক) আবিষ্কার করেন কে?
রবার্ট ডব্লিউ থমসন (Robert W. Thompson – England)
টায়ার (নিউমেটিক) কত সালে আবিষ্কৃত হয়?
1845
∎∎>>>টায়ার আবিস্কারে আরেকটি পরিচিত নাম হল জন বয়েড ডানলপ। মজার ব্যাপার হল, তিনি ১৮৮৮ সালে একই নিউমেটিক টায়ার আবিষ্কার করেন। কিন্তু পেটেন্ট করতে গিয়ে দেখেন, রবার্ট ডব্লিউ থমসন নামের একজন ব্যাক্তি ১৮৪৫ সালে এটি আবিষ্কার করে পেটেন্ট করে রেখেছেন।
৬২। টেলিগ্রাফ আবিষ্কার করেন কে?
স্যাম্যুয়েল এফ.বি. মোর্স (Samuel F. B. Morse – USA)
টেলিগ্রাফ কত সালে আবিষ্কৃত হয়?
1837
৬৩। টেলিফোন আবিষ্কার করেন কে?
আলেকজেন্ডার গ্রাহামবেল (Alexander Graham Bell)
টেলিফোন কত সালে আবিষ্কৃত হয়?
১৮৭৭
৬৪। টেলিভিশন আবিষ্কার করেন কে?
জে. এল. বেয়ার্ড (J.L. Baird – Scotland)
টেলিভিশন কত সালে আবিষ্কৃত হয়?
1926
৬৫। টেলিস্কোপ আবিষ্কার করেন কে?
গ্যালিলিও গ্যালিলি (Galileo Galilei – Italy)
টেলিস্কোপ কত সালে আবিষ্কৃত হয়?
1609
৬৬। ট্যাংক (সামরিক) আবিষ্কার করেন কে?
স্যার আর্নেষ্ট সুইন্টন (Sir Ernest Swinton – England)
ট্যাংক (সামরিক) কত সালে আবিষ্কৃত হয়?
1914
৬৭। ট্রাক্টর আবিষ্কার করেন কে?
বেঞ্জামিন হল্ট (Benjamin Holt – USA)
ট্রাক্টর কত সালে আবিষ্কৃত হয়?
1900
৬৮। ট্রানজিষ্টার আবিষ্কার করেন কে?
জন বার্ডিন এবং ওয়াল্টার এইচ. ব্রাটেইন (John Bardeen, Walter H. Brattain – USA)
ট্রানজিষ্টার কত সালে আবিষ্কৃত হয়?
1947
৬৯। টাইপ রাইটার আবিষ্কার করেন কে?
খ্রিস্টোফার ল্যাথাম সোলস (Christopher Latham Sholes – USA)
টাইপ রাইটার কত সালে আবিষ্কৃত হয়?
1868
৭০। ডায়নামো আবিষ্কার করেন কে?
মাইকেল ফ্যারাডে (Michael Faraday – England)
ডায়নামো কত সালে আবিষ্কৃত হয়?
1832
৭১। ডিনামাইট আবিষ্কার করেন কে?
অ্যালফ্রেড নোবেল (Alfred Nobel – Sweden)
ডিনামাইট কত সালে আবিষ্কৃত হয়?
Also read :বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, আবিষ্কারক এবং আবিষ্কারের সাল
1867
৭২। ডি এন এ (DNA) এর পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন কে?
ওয়াটসন এবং ক্রিক (Watson and Crick – USA)
ডি এন এ (DNA) এর পর্যায়ক্রম প্রক্রিয়া কত সালে আবিষ্কৃত হয়?
1953
৭১। ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
রুডলফ ডিজেল (Rudolf Diesel – Germany)
ডিজেল ইঞ্জিন কত সালে আবিষ্কৃত হয়?
1895
৭২। ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিষ্কার করেন?
এমিল ভন বেহরিং (Emil von Behring – Germany)
ডিপথেরিয়া প্রতিষেধক কত সালে আবিষ্কৃত হয়?
–
৭৩। ডিপথেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন?
এডউইন ক্লেবস (Edwin Klebs – Germany)
ডিপথেরিয়া জীবাণু কত সালে আবিষ্কৃত হয়?
1883
৭৪। ডুবোজাহাজ (সাবমেরিন) কে আবিষ্কার করেন?
কর্নেলিস ড্রেবেল (Cornelis Drebbel – Netherlands)
ডুবোজাহাজ (সাবমেরিন) কত সালে আবিষ্কৃত হয়?
1620
৭৫। ড্রাই সেল ব্যাটারি আবিষ্কার করেন কে?
জর্জ ল্যাকলেন্স (Georges Leclanché – France)
ড্রাই সেল ব্যাটারি আবিষ্কৃত হয় কত সালে?
১৮৬৪
মধ্যে
৭৬। তাঁতের ফ্লাইং শাটল যন্ত্র বা উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন?
জন কে (John Kay – England)
তাঁতের ফ্লাইং শাটল যন্ত্র বা উড়ন্ত মাকু কত সালে আবিষ্কৃত হয়?
১৭৩৩ সালে
৭৭। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
হেনরি বেকরেল (Henri Becquerel – France)
তেজস্ক্রিয়তা কত সালে আবিষ্কৃত হয়?
1896
৭৮। নাইট্টোজেন আবিষ্কার করেন কে?
ড্যানিয়েল রাদারফোর্ড (Daniel Rutherford – England)
নাইট্টোজেন কত সালে আবিষ্কৃত হয়?
1772
৭৯। নিউট্রন আবিষ্কার করেন কে?
জেমস চ্যাডউইক (James Chadwick – England)
নিউট্রন কত সালে আবিষ্কৃত হয়?
1932
৮০। নেপচুন গ্রহ আবিষ্কার করেন কে?
জোহান গ্যালে (Johann Galle – Germany)
নেপচুন গ্রহ কত সালে আবিষ্কৃত হয়?
1846
৮১। পলোনিয়াম আবিষ্কার করেন কে?
মেরি কুরি (Marie & Pierre Curie – Polish French)
পলোনিয়াম কত সালে আবিষ্কৃত হয়?
১৮৯৮
৮২। পারমানবিক তত্ত্ব প্রদান করেন কে?
জন ডাল্টন (John Dalton – England)
পারমানবিক তত্ত্ব কত সালে প্রদান করা হয়?
1808
৮৩। পুষ্পায়নে ফাইটোক্রোম-এর কার্যকারিতা সর্বপ্রথম আবিষ্কার করেন কে ?
বোর্থউইক এবং হেনড্রিক্স
৮৪। পাইরোমিটার কে আবিষ্কার করেন?
জোসিয়াহ ওয়েজউড (Josiah Wedgwood – England)
পাইরোমিটার কত সালে আবিষ্কৃত হয়?
1780
৮৫। পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
নিকোলাস অটো (Nicholas Otto – Germany)
পেট্রোল ইঞ্জিন কত সালে আবিষ্কৃত হয়?
1876
৮৬। প্রথম উচ্চগতির চার চাকার পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
গটলিব ডেমলার – জার্মানি
প্রথম উচ্চগতির চার চাকার পেট্রোল ইঞ্জিন কত সালে আবিষ্কৃত হয়?
১৮৮৫ সালে।
৮৭। পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন কে?
খ্রিষ্টিয়ান হিউগেন্স (Christian Huygens – The Netherlands)
পেন্ডুলাম ঘড়ি কত সালে আবিষ্কৃত হয়?
1656
৮৮। পেনিসিলিন আবিষ্কার করেন কে?
আলেক্স্যান্ডার ফ্লেমিং (Alexander Fleming – England)
পেনিসিলিন কত সালে আবিষ্কৃত হয়?
1928
৮৯। প্রোটন আবিষ্কার করেন কে?
আর্নেস্ট রাদারফোর্ড (Ernest Rutherford – England)
প্রোটন কত সালে আবিষ্কৃত হয়?
1919
৯০। ফনোগ্রাম বা গ্রামোফোন কে আবিষ্কার করেন?
টমাস আলভা এডিশন (Thomas Alva Edison – USA)
ফনোগ্রাম বা গ্রামোফোন কত সালে আবিষ্কৃত হয়?
1877
৯১। বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে?
এডওয়ার্ড জেনার – ইংল্যান্ড
বসন্ত রোগের টিকা কত সালে আবিষ্কৃত হয়?
1796
৯২। বাই সাইকেল কে আবিষ্কার করেন?
কার্ল ভল ড্রেইস (Karl von Drais – Germany)
বাই সাইকেল কত সালে আবিষ্কৃত হয়?
1817
৯৩। বাষ্পচালিত ইঞ্জিন (ষ্টীম ইঞ্জিন) আবিষ্কার করেন কে?
জেমস ওয়াট (James Watt – England)
বাষ্পীয় ইঞ্জিন কোন সালে আবিষ্কৃত হয়?
1782
৯৪। বিগ ব্যাং তত্ত্ব প্রদান করেন কে?
জর্জ ল্যামেটার (Georges Lemaître – USA)
বিগ ব্যাং তত্ত্ব কত সালে প্রদান করা হয়?
1931
৯৫। বিবর্তনবাদ তত্ত্ব প্রদান করেন কে?
চার্লস ডারউইন (Charles Darwin – England)
বিবর্তনবাদ তত্ত্ব কত সালে প্রদান করা হয়?
1859
৯৬। বুদ্ধির পরীক্ষা (আই কিউ টেস্ট) আবিষ্কার করেন কে?
অ্যালফ্রেড বিনেট (Alfred Binet – France)
বুদ্ধির পরীক্ষা (আই কিউ টেস্ট) কত সালে আবিষ্কৃত হয়?
1905
৯৭। বেতার যন্ত্র বা রেডিও আবিষ্কার করেন কে?
মার্কনি (Guglielmo Marconi – Italy)
বেতার যন্ত্র বা রেডিও কত সালে আবিষ্কৃত হয়?
১৮৯৪
৯৮। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে?
থমাস আলভা এডিসন (Thomas A. Edison – USA)
বৈদ্যুতিক বাতি কত সালে আবিষ্কৃত হয়?
1879
৯৯। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
ভ্যান লিউয়েনহুক (Anton van Leeuwenhoek – Netherlands)
ব্যাকটেরিয়া কত সালে আবিষ্কৃত হয়?
1683
১০০। ব্যারোমিটার আবিষ্কার করেন কে?
এভানজেলিস্টা টরিসেলি (Evangelista Torricelli – Italy)
ব্যারোমিটার কত সালে আবিষ্কৃত হয়?
1643
১০১। মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার করেন কে?
পার্সি স্পেনসার (Percy Spencer – USA)
মাইক্রোওয়েভ ওভেন কত সালে আবিষ্কৃত হয়?
1947
১০২। মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন কে?
আইজ্যাক নিউটন (Sir Isaac Newton – England)
মাধ্যাকর্ষণ সূত্র কত সালে আবিষ্কৃত হয়?
1687
১০৩। মোটর সাইকেল আবিষ্কার করেন কে?
গটিলিয়েব ডেলমার (Gottlieb Daimler – Germany)
মোটর সাইকেল কত সালে আবিষ্কৃত হয়?
1885
১০৪। ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেন কে?
স্যার রোনাল্ড রস (Sir Ronald Ross – England)
ম্যালেরিয়া জীবাণু কত সালে আবিষ্কৃত হয়?
1897
১০৫। মাইক্রোফোন আবিষ্কার করেন কে?
আলেক্স্যান্ডার গ্রাহাম বেল (Alexander Graham Bell – USA)
মাইক্রোফোন কত সালে আবিষ্কৃত হয়?
1876
১০৬। মেশিন গান আবিষ্কার করেন কে?
রিচার্ড গ্যাটলিং (Richard Gatling – USA)
মেশিন গান কত সালে আবিষ্কৃত হয়?
১৮৬১
১০৭। মাইক্রোস্কোপ আবিষ্কার করেন কে?
জাখারিয়াস জানসেন (Zacharias Janssen – Netherlands)
মাইক্রোস্কোপ কত সালে আবিষ্কৃত হয়?
১৫৯০
j
১০৮। যক্ষা জীবাণু আবিষ্কার করেন কে?
রবার্ট কচ (Robert Koch – Germany)
যক্ষা জীবাণু কত সালে আবিষ্কৃত হয়?
1882
১০৯। যান্ত্রিক ক্যালকু্লেটর আবিষ্কার করেন কে?
ব্লেইজ প্যাসকেল (Blaise Pascal – Franch)
যান্ত্রিক ক্যালকু্লেটর কত সালে আবিষ্কৃত হয়?
1642
১১০। রকেট ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ড. রবার্ট হাচিংস গোডার্ড (Dr. Robert Hutchings Goddard – USA)
রকেট ইঞ্জিন কত সালে আবিষ্কৃত হয়?
1926
১১১। রঙ (কৃত্রিম) তৈরির পদ্ধতি কে আবিষ্কার করেন?
উইলিয়াম হেনরি পারকিন (William Henry Perkin – England)
রঙ (কৃত্রিম) তৈরির পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়?
১৮৫৬
১১২। রিখটার স্কেল আবিষ্কার করেন কে?
চার্লস এফ. রিখটার (Charles F. Richter – USA)
রিখটার স্কেল কত সালে আবিষ্কৃত হয়?
1935
১১৩। রিভলভার আবিষ্কার করেন কে?
স্যাম্যুয়েল কোল্ট (Samuel Colt – USA)
রিভলভার কত সালে আবিষ্কৃত হয়?
1835
১১৪। রেডিয়াম আবিষ্কার করেন কে?
মেরি ও পিয়েরি কুরি (Marie & Pierre Curie – Polish French)
রেডিয়াম কত সালে আবিষ্কৃত হয়?
১৮৯৮
১১৫। রেফ্রিজারেটর আবিষ্কার করেন কে?
উইলিয়াম কুলেন (William Cullen – Scotland)
রেফ্রিজারেটর কত সালে আবিষ্কৃত হয়?
1740
১১৬। রেফ্রিজারেশন পদ্ধতি আবিষ্কার করেন কে?
জেমস হ্যারিসন (James Harrison – Australia)
রেফ্রিজারেশন পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়
১৮৬০
১১৭। রেলওয়ে ইঞ্জিন কে আবিষ্কার করেন?
জর্জ স্টিফেনসন (George Stephenson – England)
রেলওয়ে ইঞ্জিন কত সালে আবিষ্কৃত হয়?
1814
১১৮। রোবট শব্দটি কে প্রথম ব্যাবহার করেছেন?
কারেল কাপেক (Karel Capek – Czech Republic)
রোবট শব্দটি কত সালে আবিষ্কৃত হয়?
1921
১১৯। রোবট (প্রোগ্রামেবল) সর্বপ্রথম আবিষ্কার করেন কে?
জর্জ সি. ডেভল (George C. Devol – USA)
রোবট (প্রোগ্রামেবল) সর্বপ্রথম আবিষ্কার হয় কত সালে?
১৯৫০
১২০। রেডিও আবিষ্কার করেন কে?
মার্কনি (Guglielmo Marconi – Italy)
রেডিও আবিষ্কার হয় কত সালে?
১৮৪৯
১২১। রাবার আবিষ্কার করেন কে?
চার্লস গুডইয়ার (Charles Goodyear – USA)
রাবার আবিষ্কৃত হয় কত সালে?
১৮৪১
১২২। রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন কে?
উইলিয়াম হার্ভে (William Harvey – England)
রক্ত সঞ্চালন প্রক্রিয়া কত সালে আবিষ্কৃত হয়?
1628
১২৩। রঙিন টেলিভিশন আবিষ্কার করেন কে?
গুইলের্মো গঞ্জালেজ ক্যামারেনা (Guillermo González Camarena – Mexico)
রঙিন টেলিভিশন কখন আবিষ্কৃত হয়?
1946
১২৪। র্যা ম আবিষ্কার করেন কে?
রবার্ট হিথ ডেনার্ড (Robert Heath Dennard – USA)
র্যা ম আবিষ্কৃত হয় কত সালে?
১৯৬৭
l
১২৫। লেজার আবিষ্কার করেন কে?
থিয়েডর এইচ. মাইম্যান (Theodore H. Maiman – USA)
লেজার কত সালে আবিষ্কৃত হয়?
১৯৬০
১২৬। লোকোমোটিভ আবিষ্কার করেন কে?
জর্জ স্টিফেনসন (George Stephenson – England)
লোকোমোটিভ কত সালে আবিষ্কৃত হয়?
1829
১২৭। ল্যাপটপ কে আবিষ্কার করে ?
এডাম অসবর্ন (Adam Osborne – British American)
ল্যাপটপ কত সালে আবিষ্কৃত হয়?
১৯৮১ সালে ল্যাপটপ আবিষ্কার করেন।
১২৮। শিতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আবিষ্কার করেন কে?
উইলিস কেরিয়ার (Willis Carrier – USA)
কত সালে আবিষ্কৃত হয়?
1911
১২৯। সিডি (CD) আবিস্কার করেন কে?
জেমস রাসেল (James Russel – USA)
সিডি (CD) কত সালে আবিষ্কৃত হয়?
1960
১৩০। সাবমেরিন আবিষ্কার করেছেন কে ?
কর্নেলিস ড্রেবেল (Cornelis Drebbel – Netherlands)
সাবমেরিন কত সালে আবিষ্কৃত হয়?
1620
১৩১। সিমেন্ট (পোর্টল্যান্ড) আবিষ্কার করেন কে?
জোসেফ এসপদিন- ইংল্যান্ড
সিমেন্ট (পোর্টল্যান্ড) কত সালে আবিষ্কৃত হয়?
1824
১৩২। সেলাই মেশিন আবিষ্কার করেন কে?
ইলিয়াস হাও (Elias Howe – USA)
সেলাই মেশিন কত সালে আবিষ্কৃত হয়?
1846
১৩৩। সৌরজগৎ আবিষ্কার করেন কে?
নিকোলাস কোপার্নিকাস (Nicolaus Copernicus – Poland)
সৌরজগৎ কত সালে আবিষ্কৃত হয়?
1543
১৩৪। সেফটিপিন আবিস্কার করেন কে?
ওয়াল্টার হান্ট (Walter Hunt – USA)
সেফটিপিন কত সালে আবিষ্কৃত হয়?
১৮৪৯
১৩৫। স্টেথোস্কোপ আবিষ্কার করেন কে?
রেন ল্যায়নেক (René Laennec – France)
স্টেথোস্কোপ কত সালে আবিষ্কৃত হয়?
1816
হ্যাঁ, এটা
১৩৬। হেমিওপ্যাথি আবিষ্কার করেন কে?
স্যাম্যুয়েল হ্যানিম্যান (Samuel Hahnemann – Germany)
হেমিওপ্যাথি কত সালে আবিষ্কৃত হয়?
1796
১৩৭। হেলিকপ্টার আবিষ্কার করেন কে?
ইগোর সিকোর্সকি (Igor Sikorsky – USA)
হেলিকপ্টার কত সালে আবিষ্কৃত হয়?
1939
১৩৮। হাইড্রোজেন আবিষ্কার করেন কে?
হেনরি ক্যাভেন্ডিস (Henry Cavendish – England)
হাইড্রোজেন কত সালে আবিষ্কৃত হয়?
1776
১৩৯। হামের টিকা আবিষ্কার করেন কে?
জন এনডার্স এবং থমাস পিবলস (John F. Enders and Dr. Thomas C. Peebles)
হামের টিকা কত সালে আবিষ্কৃত হয়?
১৯৬৩
১৪০। হৃদপিণ্ড সংযোজন আবিষ্কার করেন কে?
ক্রিশ্চিয়ান বার্নাড (Christiaan Barnard – South Africa)
হৃদপিণ্ড সংযোজন কত সালে আবিষ্কৃত হয়?
1967
১৪১। হিলিয়াম আবিষ্কার করেন কে?
জুলস জানসেন (Jules Janssen – France)
হিলিয়াম কত সালে আবিষ্কৃত হয়?
1868
১৪২। হোভারক্রাফট আবিষ্কার করেন কে?
ক্রিস্টোফার ককেরেল (Christopher Cockerell – England)
হিলিয়াম কত সালে আবিষ্কৃত হয়?
১৯৫৯
বিজ্ঞানের আবিষ্কার ও ব্যবহার মানুষের জন্য কল্যাণকর
প্রযুক্তি বিজ্ঞানের আবিষ্কার। প্রযুক্তির যথাযথ ব্যবহার নির্ভর করে তার পরিচালকের ওপর। পৃথিবীর যত সৃষ্টি রয়েছে তার সব কিছুকে যেমন ভালো কাজে ব্যবহার করা যায় তেমনি তা মন্দ কাজেও ব্যবহার করা যায়। ভালো ও মন্দ কাজে ব্যবহার ব্যক্তির পরিচালনার ওপরই নির্ভর করে।
জ্ঞান-বিজ্ঞান নিয়ে চিন্তা ও গবেষণা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন-
‘নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে জ্ঞানসম্পন্ন লোকদের জন্যে। যাঁরা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৯০-১৯১)
কুরআনুল কারিম জ্ঞান-বিজ্ঞানে আলোচনায় ভরপুর। যার আবিষ্কার মুসলিমরা না করলেও অনেকেই কুরআনের গবেষণায় নিয়োজিত। বিশ্বনবির মেরাজ ও ওহি নাজিলের বিষয়টি গবেষণা করেই বর্তমান সময়ের উচ্চ যোগাযোগ ব্যবস্থার সব প্রযুক্তি আবিষ্কৃত।
প্রযুক্তির কল্যাণেই সারা পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। হাতের মুঠোয় পুরো বিশ্ব। প্রযুক্তির কল্যাণে নিমিষেই সারা বিশ্বের যে কোনো খবর পৌছে যায় মানুষের কাছে। হাজার হাজার মাইল দূরে অবস্থানকারী মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়।
বিজ্ঞানের সব আবিষ্কারগুলোর মধ্যে প্রযুক্তি মানুষের জন্য মহান আল্লাহ তাআলা বিশেষ নেয়ামত। জ্ঞান-বিজ্ঞানের এসব আবিষ্কার মানুষের জন্য হারাম বা অভিশাপ নয়। এগুলোর মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে তা সবার জন্য হয়ে ওঠবে কল্যাণকর। সে কারণে আল্লাহর কৃতজ্ঞতাজ্ঞাপন করা মানুষের জন্য খুবই জরুরি। আল্লাহ তাআলা বান্দাকে কৃতজ্ঞতাজ্ঞাপন করতেও শিখিয়েছেন-
‘যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে (নেয়ামত) আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।’ (সুরা ইবরাহিম : আয়াত ৭)
আল্লাহর শুকরিয়া আদায় করার সর্বনিম্ন স্তর হলো-
বিজ্ঞানের কল্যাণে আবিষ্কৃত সব জিনিসকে আল্লাহর নেয়ামত মনে করে তা সঠিক স্থানে, সঠিকভাবে ব্যবহার করা। আল্লাহর অবাধ্যতায় এবং মানবতার ক্ষতিকর কাজে তা ব্যবহার করা থেকে বিরত থাকা।
বিজ্ঞানের যত আবিষ্কার তা ব্যবহার করা হারাম বলে তা থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই বরং এগুলো আল্লাহর নেয়ামত মনে করে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করাই বুদ্ধিমানের কাজ। আর তাতে প্রযুক্তিসহ বিজ্ঞানের সব আবিষ্কারের কল্যাণ থেকে মানবজাতি বঞ্চিত হবে না।
যুগে যুগে সব নবি-রাসুলরাও তাদের সময়ে সেরা সেরা প্রযুক্তির সঠিক ব্যবহার করেছেন। তাদের দাওয়াতি কাজ থেকে শুরু করে দুনিয়ার সব কাজেই তারা পারদর্শিতার পরিচয় দিয়েছেন। সুতরাং এ কথা বলা চলে যে, প্রযুক্তি ইসলাম ও মুসলমানসহ সমগ্র মানবজাতির জন্য কল্যাণকর।
কুরআনুল কারিমের এ আয়াতের দিকে একটু গভীর মনোযোগী হলেই সব মানুষের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলেন-
‘তিনিই সেই মহান সত্ত্বা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে। অতপর শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর তোমাদেরকে (দুনিয়াতে) বের করে আনেন শিশুরূপে। অতপর (এক সময়) তোমরা যৌবনে পৌঁছে যাও, অতপর (সময়ের ব্যবধানে) বার্ধক্যে উপনীত হও। (আবার) তোমাদের কারও কারও এর আগেই মৃত্যু ঘটে যায় এবং তোমরা (কেউ কেউ) নির্ধারিত আয়ুষ্কাল পর্যন্ত বেঁচে থাকো। যাতে তোমরা অনুধাবন করতে পার।’ (সুরা মুমিন : আয়াত ৬৭)
এ আয়াত নিয়ে চিন্তা করলেই মানুষ বুঝতে পারবে মহান আল্লাহ কত বড় বিজ্ঞানী। তার জ্ঞানের পরিধি কথা সীমাহীন। যিনি এক ফোঁটা পানি থেকে বিভিন্ন পর্যায় অতিক্রম করে মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে ধারাবাহিকভাবে শিশু, কিশোর, যৌবন ও বার্ধক্য দান করেন এবং সবশেষ মৃত্যু দান করেন।
জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কুরআনুল কারিমের অসংখ্য আয়াত রয়েছে। আর তা প্রমাণ করে যে ইসলাম কখনো জ্ঞান-বিজ্ঞান বিষয়ে মানুষকে নিরুৎসাহিত করে না। বরং এর সঠিক ও সুন্দর ব্যবহারে উৎসাহিত করে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিভিন্ন বিষয়ে উন্নত জ্ঞান-বিজ্ঞানের ব্যবহার করছেন। ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ গাজওয়ায়ে আহজাব তথা খন্দকের যুদ্ধে তিনি পারসিক কৌশল ব্যবহার করেছেন। যা আরবদের কাছে ছিল অপ্রচলিত প্রযুক্তি। আরবরা এ কৌশল কখনো চিন্তাই করেনি।
এ ছাড়া যুগে যুগে মুসলিম মনিষীরাও বিজ্ঞানের নানান আবিষ্কার মানুষকে উপহার দিয়েছেন। জ্ঞান-বিজ্ঞানের আলো ছড়িয়েছেন বিশ্বব্যাপী। মুসলিম রাজা-বাদশাহদের পরিচালিত স্পেন ছিল জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের শীর্ষে।
মুসলিম মনিষীদের আবিষ্কার থেকে বাদ যায়নি- রসায়ন, চিকিৎসা, ফলিত পদার্থ বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্য-বিচার ব্যবস্থা ও সমাজ বিজ্ঞান। মুসলিমদের কিছু আবিষ্কার-
রসায়নের আবিষ্কারক : জাবের বিন হাইয়ান।
চিকিৎসা বিজ্ঞানে : আল-রাজি, জাহরাভি ও ইবনে সিনা।
ফলিত পদার্থ বিজ্ঞানে : আল-ফারগানি।
সমাজ বিজ্ঞানে : ইবনে খালদুন।
ইতিহাস-ঐতিহ্য ও বিচার ব্যবস্থাপনায় : ইবনে বতুতা। এবং
গণিত, ভূগোল ও জ্যোতির্ময় বিজ্ঞানে : আল-খোয়ারিজমি।
মনে রাখা জরুরি
জ্ঞান-বিজ্ঞানের যে কোনো আবিষ্কার তথা প্রযুক্তি কোনোটিই খারাপ নয়। তবে এটি নিশ্চিত করতে হবে যে চাইলে যে কেউ এসব আবিষ্কার বা প্রযুক্তি সঠিক কাজে লাগাতে সক্ষম। আবার চাইলে মন্দ কাজেও ব্যবহার করতে সক্ষম।
জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে চিন্তা ও গবেষণা সবার জন্যই অত্যাধিক গুরুত্বপূর্ণ। এ বিষয়ে চিন্তা-ভাবনা করতে অন্য আয়াতে আল্লাহ বলেন-
তারা নিজেরা কি ভেবে দেখে না যে, আল্লাহ নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথরূপে এবং নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সাক্ষাতে অবিশ্বাসী।’ (সুরা রূম : আয়াত ৮)
কেননা আল্লাহ তাআলা বিশ্ব জগত এমনি এমনি সৃষ্টি করেননি। সৃষ্টি গুরুত্ব উপলব্ধি করতেই আল্লাহ তাআলা তার সৃষ্টি জগত ঘুরে দেখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-
‘বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুর্নবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম।’ (সুরা আনকাবুত : আয়াত ২০)
সুতরাং জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জন্য কল্যাণকর। এর চিন্তা-ভাবনা-গবেষণাও কল্যাণকর। এর সঠিক ব্যবহারও কল্যাণকর। প্রযুক্তিকে মানুষ যখনই কল্যাণমূলক কাজ তথা সঠিক কাজে ব্যবহার করবে তখনই এটি মানুষের জন কল্যাণকর হবে। ধর্মের দোহাই দিয়ে প্রযুক্তি থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জ্ঞান-বিজ্ঞানের সব প্রযুক্তি ইসলামের কল্যাণমূলক কাজে ব্যবহার করার পাশাপাশি এগুলোকে খারাপ কাজে ব্যবহার থেকে বিরত থাকার তাওফিক দান করুন।