Study

৫ম শ্রেণির বিজ্ঞান মডেল প্রশ্ন – 2022 (pec science model question 2022)

ADX Ads

৫ম শ্রেণির বিজ্ঞান মডেল প্রশ্ন – 2022 (pec science model question 2022): আপনি কি পঞ্চম শ্রেণীর ছাত্র কিংবা ছাত্রী? যদি আপনি পঞ্চম শ্রেণীর ছাত্র / ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন ক্লাস ফাইভ মডেল এর উত্তর এর জন্য. আমরা এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন উত্তর প্রদান করে থাকি। একমাত্র আমাদের ওয়েবসাইটে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা করে উত্তর সমাধান পত্র অনলাইনের মাধ্যমে প্রকাশিত করে থাকে।

ADX ads 2
৫ম শ্রেণির বিজ্ঞান মডেল প্রশ্ন - 2022 (pec science model question 2022)
৫ম শ্রেণির বিজ্ঞান মডেল প্রশ্ন – 2022 (pec science model question 2022)

৫ম শ্রেণির বিজ্ঞান মডেল প্রশ্ন – 2022 (pec science model question 2022)

আপনি যদি সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে হয়ে থাকেন যারা অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে সমস্যায় পড়েছে প্রশ্নের সমাধান করতে পারছে না তাদের জন্য আমরা এখানে অংক ইতিহাস ভূগোল বাংলা ইংলিশ প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন উত্তর প্রদান করে দিয়েছি।আপনি চাইলে বিষয় অনুযায়ী লিংকে ক্লিক করে উত্তর PDF Download করে নিতে পারেন।

প্রশ্নের ধরন ও মানবণ্টন

মডেল টেষ্ট পরিক্ষা – ২০২২

শ্রেনিঃ ৫ম  

বিষয়ঃ বিজ্ঞান

সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট                                                                         পূর্ণমানঃ ১০০

১। নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লিখ।                                                                         ২×১৫=৩০

  (ক) বীজের বিস্তরণ কাকে বলে?

  (খ) বাস্তুসংস্থান কি ?

  (গ) খাদ্যজাল কী ?

  (ঘ) ঈগল, ঘাসফড়িং, সাপ ও ব্যাঙ দিয়ে খাদশৃঙ্খলের সঠিক ক্রমটি লিখ।

  (ঙ) মাটি দূষণের দুটি কারণ লেখ ?

  (চ) পানি দূষণ কী?

  (ছ) বায়ু দূষনের দুটি কারণ লেখ।

  (জ) পরিবেশ সংরক্ষনে তোমার দুটি করণীয়

  (ঝ) শব্দ দূষণের দুটি কারণ লেখ।

  (ঞ) দুটি পানিবাহিত রাগের নাম লেখ।

  (ট) পানি দূষণের দু্টি কারণ লেখ।

  (ঠ) নিরাপদ পানি কী?

  (ড) বায়ু প্রবাহের দুটি ববহার লখ।

  (ঢ) এসিড বৃষ্টির দুটি কারণ লেখ

  (ন) বয়ু দূষণ রো্ধে তোমার দুটি করনীয় লেখ।

২। সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পুরণ কর।                                                                            ১x১২=১২

  ১। পাখি, মৌমাছি ইত্যাদি উদ্ভিদের ………… সাহায্য করে।

  ২। জীবের বেঁচে থাকার জন্য…………  প্রয়োজন ।

  ৩। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা …………  ব্যবহার করে।

  ৪। পরিবেশ দূষণের প্রধান উৎস…………… জ্বালানির ব্যবহার ।

  ৫। বায়ু দূষণের ফলে পৃথিবী…………  ক্রমশ বৃদ্ধি পাছে।

  ৬। হর্ন বাজালে…………  দূষণ হয়।

  ৭। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার  প্রক্রিয়াই হচ্ছে ……………।

  ৮। পানি দূষণের ফলে ………… খাদ্যশৃঙ্খলের ব্যাঘাত ঘটছে।

  ৯। ছাঁকনি দিয়ে ছেঁকে পানি…………  করার প্রক্রিয়াই ছাঁকন।

  ১0। উদ্ভিদ দেহের শতকরা প্রায়…………পানি।

  ১১। বায়ু প্রবাহের সাহায্যে………… ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

  ১২। গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ু…………  রাখতে পারি।

৫ম শ্রেণির বিজ্ঞান মডেল প্রশ্ন - 2022 (pec science model question 2022)

৩। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর-                                                          ১০

বাম পাশডান পাশ
(ক) পানি দূষণ(১) মেঘ সৃষ্টি করে
(খ) পানি দূষণের প্রধান কারণ(২) জলজ প্রাণী মারা যাচ্ছে
(গ) ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে(৩) বাষ্পে পরিণত হয়
(ঘ) পানি দূষণের ফলে(৪) জীবের জন্য ক্ষতিকর
(ঙ) মাটিতে শোষিত পানি(৫) পানি বিশুদ্ধ করে
 (৬) মানুষের কর্মকাণ্ড
 (৭) ভূ-গর্ভস্থ পানি হিসেবে জমা থাকে।

৪। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও।                                                                  ৬×৮=৪৮

  (ক) খাদ্য শূজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য লেখ।

  (খ) উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল, ব্যাখা কর

  (গ) উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্তপূর্ণ ।

  (ঘ) পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা কর।

  (ঙ) শব্দ দূষণ কী? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লেখ।

  (চ) পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখ।  

  (ছ) বাতাসে পানি আছে তা আমরা কিভাবে প্রমাণ করতে পারি।

  (জ) পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি ।

  (ঝ) পানিচক্র কি ? পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দাও।

  (ঞ) মানুষ কিভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে?

৫ম শ্রেণির বিজ্ঞান মডেল প্রশ্ন - 2022 (pec science model question 2022)

শিক্ষক সংস্করণ/শিক্ষক সহায়িকা- ৫ম শ্রেণি (প্রাথমিক বিজ্ঞান ) দেখতে বা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ৫ম শ্রেণির মডেল প্রশ্ন (pec science model question 2022 pdf download)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Mrsohag.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button