সমবায় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । samabaya bank limited job circular 2022
সমবায় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । samabaya bank limited job circular 2022: গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দেবে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড: গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দেবে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দেবে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড ,গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দেবে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, বিস্তারিত সংযুক্ত বিজ্ঞপ্তিতে দেখুন-
samabaya bank limited job circular 2022
সমবায় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Bangladesh Samabaya Bank Limited সমবায় সমিতি আইন ও বিধিমালা মােতাবেক পরিচালিত সমবায় সেক্টরের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ এ চুক্তিভিত্তিক মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ােগের জন্য দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহবান জানিয়ে সমবায় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে । আগ্রহ ও যোগ্যতা থাকলে আজই আবেদন করুন।
Samabaya Bank Limited Job Circular 2022
প্রয়োজনীয় তথ্যাদি: আবেদনপত্রে নাম, সাক্ষর (তারিখসহ), পিতা/য়ামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, বয়স (০১-০৭-২০১২ তারিখে), শিক্ষাগত যােগাতা, অভিজ্ঞতা, জাতীয়তা, নিজ জেলা, মােবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে; শিক্ষাগত যােগ্যতাসহ অন্যান্য সনদপত্রের ছায়ালিপি; জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এর সত্যায়িত কপি; সম্প্রতি তােলা ০২(দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
সকল পদের বিস্তারিত তথ্য দেখতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন-
আবেদন প্রক্রিয়া শুরু হবেঃ চলমান
আবেদনের শেষ তারিখঃ ১৭-০৭-২০২২
সমবায় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । samabaya bank limited job circular 2022 -অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন-
আবেদন যেভাবে: আবেদনপত্র আগামী ১৭ জুলাই ২০২২ তারিখের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পেীছাতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন কোম্পানির চেয়ারম্যান/পরিচালক/কর্মকর্তা থাকাকালীন পদ হতে বরখাস্তকৃত ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য হবে না। কোন কারণ দর্শানাে তিরেকে পক্ষ যে কোন আবেদনপত্র বাতিল কিংবা নিয়ােগ কার্যক্রমে পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আপনি যদি আরও বেসরকারী ব্যাংকের চাকরির সার্কুলার যেমন বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড চাকরির সার্কুলার চান তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের হোম পেজে যান, এখানে আমরা থাই কোম্পানির চাকরি, নতুন চাকরি, সর্বশেষ চাকরির খবর, আজকের চাকরির মতো সর্বশেষ চাকরির সার্কুলার তথ্য শেয়ার করছি। জিএসবি চাকরি, মাল্টি-ন্যাশনাল কোম্পানির চাকরি, বিএসবিএল চাকরির বিজ্ঞপ্তি, কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি, সাম্প্রতিক ব্যাংক চাকরি, ডেইলি স্টার সংবাদপত্রের চাকরি, কোম্পানির চাকরি, সরকারি চাকরির বিজ্ঞপ্তি, প্রাথমিক বিদ্যালয়ের চাকরি, ই-সংবাদপত্রের চাকরি, প্রতিদিনের চাকরির খবর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরি, এইচএসসি পাস চাকরি এবং আরও অনেক কিছু। তাত্ক্ষণিকভাবে, আপডেটটি পেতে https://mrsohag.com/ সাথেই থাকুন। ধন্যবাদ
আড়ও পড়ুন
সকল স্কুল ও কলেজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । All School and College Job Circular 2022
চলমান সকল সরকারি-বেসরকারি চাকরির খবর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (all government job circular 2022)
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Railway Job Circular 2022 – railway.gov.bd apply
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Dhaka mas transit company job circular 2022)
বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । bari job circular 2022 apply online
সিটি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (city bank job circular 2022 apply online)
পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । palli bidyut job circular 2022
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২ । duet job circular 2022
বাংলাদেশ হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । High Tech Park Job Circular 2022
সেভ দ্য চিলড্রেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Save the Children Job Circular)
সমবায় ব্যাংক প্রতিষ্ঠার প্রেক্ষাপট
অবিভক্ত বাংলায় সমবায় সমিতি ও কৃষক পর্যায়ে ঋণ প্রদানের লক্ষ্যে সরকারী উদ্যোগে ১৯২২ সালে প্রতিষ্ঠিত বেঙ্গল প্রভিন্সিয়াল কো-অপারেটিভ ব্যাংকের সদর দপ্তর কোলকাতায় থাকায় ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পূর্ব পাকিসত্মানে সমবায় প্রতিষ্ঠান ও কৃষক পর্যায়ে কৃষি ঋণ প্রবাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় । এ সমস্যা হতে উত্তরণের জন্য ১৯৪৭ সালের শেষ দিকে ইষ্ট বেঙ্গলের রেজিষ্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটিজ জনাব ইকবাল আতাহার আলী পি.এ.এস এর আহবানে পূর্ব পাকিসত্মানের সমবায় নের্তৃবৃন্দের একটি সভা মাননীয় প্রাদেশিক সমবায় মন্ত্রী সৈয়দ মোঃ আফজালের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত হয় ।
সভায় পূর্ব পাকিসত্মানে নতুনভাবে একটি প্রাদেশিক সমবায় ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় । তারই প্রেক্ষাপটে কতিপয় উদ্যোগী ব্যক্তির সক্রিয় অংশগ্রহনে ৩১-০৩-১৯৪৮ খ্রিঃ তারিখে পূর্ব পাকিসত্মান প্রাদেশিক সমবায় ব্যাংক লিঃ নামে নিবন্ধন লাভের পর সদরঘাট এলাকায় অবস্থিত ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন জনশন রোডের একটি ভাড়া বাড়িতে ০১-০৪-১৯৪৮ খ্রিঃ হতে এর কার্যক্রম শুরু করা হয় ।
পরবর্তীতে ২৫-১১- ১৯৪৯খ্রীঃ সালে একই এলাকায় ৩/১০ জনশন রোডে অবস্থিত ইম্পিরিয়াল ব্যাংক অব ইন্ডিয়ার মালিকানাধীন ভবনটি ১.৩৮ লক্ষ টাকায় ক্রয় করে পুরোদমে কার্যক্রম চালু করা হয় । ১৯৫৯ সালে ৯-ডি, মতিঝিলস্থ ৮.৭৬ কাঠা জমি পূর্ব পাকিসত্মান সরকার হতে ৩৮৯৩৮.০০ টাকায় ৯৯ বছরের জন্য স্থায়ী লীজ গ্রহণ করে ৯ তলা বিশিষ্ট বর্তমান ভবন তৈরী করা হয়। প্রতিষ্ঠাকালীন ব্যাংকের নিবন্ধন নং ছিল ৩, তারিখ ৩১-০৩-১৯৪৮খ্রীঃ। পরবর্তীতে সমবায় সমিতি আইন ও বিধিমালা নতুনভাবে জারী হওয়ার পর ২০০৫ সালে উপ-আইন সংশোধিতভাবে নিবন্ধন করা হয়। সংশোধিত নিবন্ধন নং ০১ বি, তারিখ ০৯-০৩-২০০৫ খ্রীঃ।