BCS PreparationNTRCA Preparation

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)

ADX Ads

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer): আপনি নিশ্চয়ই পরিক্ষা দিয়ে আসার পর থেকেই আপনার প্রশ্ন পত্রের উত্তর গুলো নিয়ে ভাবছেন। কোনটা সঠিক উত্তর দিয়েছেন এবং কোনটা ভুল হয়েছে এই নিয়ে দুশ্চিন্তায় আছেন। আপনাদের দুশ্চিন্তার অবসান ঘটনোর উদ্দেশ্যেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ ৩য় ধাপ যা ১০০% নির্ভুল।

ADX ads 2

আপনি যদি প্রাথমিক শিক্ষক বিজ্ঞপ্তি ২০২২ দেখে অনলাইনে আবেদন করে প্রাথমিক শিক্ষক পরীক্ষা ২০২২ এ অংশ নিয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই নিবন্ধটি আপনার জন্য। আপনি নিশ্চিন্তে এই প্রশ্নপত্র সমাধান আপনার দেওয়া উত্তরগুলো সাথে মিলিয়ে নিতে পারেন।

প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ ৩য় ধাপ

আপনি কি প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ ৩য় ধাপ খুঁজতে খুঁজতে এখানে এসেছেন? তাহলে আপনার জন্য সুখবর। আপনি সঠিক জায়গাতে এসেছে কারণ এখানে আপনি পেয়ে যাবেন প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ ৩য় ধাপ যা নিশ্চিতভাবে শতভাগ নির্ভুল।

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)

প্রথমে আপনার দেওয়া প্রশ্নের উত্তর গুলো মনে করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় তাহলে একটি কাগজে তা লিখে রাখুন। তারপর আমাদের প্রশ্নপত্রটি সামনে নিন এবং সেইসাথে উত্তরপত্রটি নিয়ে নিন। এবার একটা একটা করে আপনার দেওয়া উত্তর গেলে আমাদের সমাধানকৃত প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নিন এবং একটি লাল কলম নিয়ে ভুল ও সঠিক চিহ্নগুলি দিতে থাকুন এবং প্রশ্নের মানবন্টন দেখে মান বসান উত্তরপত্রে। তারপর সর্বশেষ আপনার পাওয়া ঠিক উত্তরের নাম্বার গুলি যোগ করে নিন। তাহলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবে যে আপনি পরীক্ষায় কত পেয়েছেন।

প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ ৩য় ধাপ বিস্তারিত

প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ ৩য় ধাপ বিস্তারিতভাবে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করছি আমাদের দেওয়া প্রশ্ন সমাধান গুলি দেখে আপনি আপনার উত্তরপত্র মিলিয়ে নেবেন। যদি পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে দুশ্চিন্তায় ভোগেন তাহলে এটাই আপনার জন্য সুযোগ। আমাদের নিবন্ধটি পড়ুন এবং প্রশ্ন সমাধান গুলি সংগ্রহ করুন এবং মিলিয়ে নিন আপনার উত্তরপত্র সাথে তাহলে আপনার দুশ্চিন্তার অবসান হয়ে যাবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ (৩য় ধাপ) এখানে তুলে ধরা হলো। ২য় ধাপের এই পরীক্ষা ৩ জুন ২০২২ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
Primary school teacher exam question solution 2022 3rd phase
• পদের নাম : সহকারী শিক্ষক (সরকারি প্রাথমিক বিদ্যালয়)
• পরীক্ষার ধরন : এমসিকিউ (লিখিত)
• পূর্ণমান : ৮০
• ধাপ : ৩য়
• পরীক্ষার তারিখ : ৩-৬-২০২২
• প্রশ্ন সেট : ২৫৯৪
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদের নাম : সহকারী শিক্ষক
পরীক্ষার তারিখ : ৩-০৬-২২ (৩য় ধাপের পরীক্ষা)
সময় : ৬০ মিনিট, পূর্নমান : ৮০


১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?
ক. ১২৫ খ. ১২৬ গ. ১২৩ ঘ. ১২৪
উ. গ
২। He is jealous — my prosperity.
ক. for খ. of গ. with ঘ. over উ. খ
৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
ক. ২৪ খ. ২৫ গ. ২১ ঘ. ২০
উ. ক
৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-
ক. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে
গ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে
ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে
উ. খ
৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?
ক. ৫:৩ খ. ৪:৩ গ. ৩:৪ ঘ. ৫:২
উ.গ
৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?
ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০
উ. ক
৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?
ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক
উ. গ
৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
ক. ৫৫ খ. ৬৫ গ. ৭৫ ঘ. ৪৫
উ. গ
৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?
ক. ২৫ খ. ৪৯ গ. ১৩ ঘ. ৩৭
উ. গ
১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ
গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট
উ. খ
১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?
ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬
উ. ঘ
১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?
ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২
উ. ক
১৩। Which one is the correct passive form of “Who will do the work?”
ক. Who will be done the work?
খ. By whom will the work be done?
গ. By whom the work will be done?
ঘ. Who will done the work?
উ: খ
১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ
উ. ক
১৫। What is the adjective form of the word `People’?
ক. Popularity খ. Popularize গ. Populous ঘ. Popular
উ. গ
১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭
উ. ক
১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব
গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল
উ. গ
১৮। A person who was before another person refers to—-.
ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor
উ: ঘ
১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬
উ. ঘ
২০। The study of plants—-
ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany
উ. ঘ
২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮ উ. ঘ
২২। ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা
গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
উ. ঘ
২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য
উ. ক
২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার
উ. খ
২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–
ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন
গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান
উ. গ
২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—
ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২
উ. ঘ
২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম
গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম
উ. খ
২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?
ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০
উ. খ
২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-
ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত
গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার
উ. ক
৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা
উ. ক
৩১। What is the synonym of ‘Competent’?
ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet
উ: ক
৩২। কোন শব্দটির বানান সঠিক?
ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয়
উ. খ
৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ
গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
উ. গ
৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —
ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন
উ. ঘ
৩৫। The Antonym of the word ‘awesome’ —
ক. majestic খ. disgusting গ. grand ঘ. উ: খ
৩৬। উ. ঘ
৩৭। উ. ক
৩৮। উ: ঘ
৩৯। উ.ক
৪০। উ: ঘ
৪১। উ. ক
৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার
গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার
উ. ঘ
৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
উ. খ
৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-
ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব
গ. বিষাক্ত তামা ঘ. অহংকার উ. খ
৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?
ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ
উ.
৪৬। Which one is similar to Adult:Child
ক. Horse:Mare খ. Cat:Kitten
গ. Swine:Saw ঘ. Human:Animal
উ: খ
৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক
গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম
উ. ঘ
৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১
উ. খ
৪৯।
উ: গ
৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?
ক.এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ.এইচডিএল
উ. ঘ
৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-
ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ
উ: ক

সংক্ষিপ্ত আকারে প্রশ্ন সমাধান
আজকে অনুষ্ঠিত হওয়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় ধাপ) প্রশ্নপত্র

  1. বঙ্গ বন্ধু উপাধি-১৯৬৯
  2. Pound-foolish
  3. শীত+ঋত
  4. শেখ রাসেলকে নিয়ে লেখা বই- আমাদের ছোট
    রাসেল সোনা
  5. পদ্মাসেতু উদ্বোধন- ২৫ জুন
  6. জিন্ক সমৃদ্ধ ধান-ব্রি১০০
  7. প্রধান ধান উৎপাদন কারী দেশ- চীন
  8. ৪. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম- মা
  9. খণ্ড প্রলয়- তুমুল কাণ্ড
  10. সবার উপরে মানুষ সত্য- চন্ডি দাস
  11. ২১শে পদক-১৯৭৬
  12. তামার বিষ- অর্থের কুপ্রভাব
  13. অর্ধ মাত্রা-৮টি
  14. Ability-enable
  15. Sin is to confess, fault is to—- admit
  16. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি- ৮ টি
  17. The study of plants- Botany
  18. একটি তিনটি কোনের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমান কত? ৭৫ ডিগ্রী
  19. একটি ঘরের দৈর্ঘ্যের প্রস্থের ৩ গুন। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে ঢাকাতে মোট ১৮২৪ টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার? ২৪ মিটার
  20. পৃথিবীর “প্রাকৃতিক সৌরপর্দা” হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে? স্ট্রাটোমন্ডল
  21. কোন শব্দটির বানান সঠিক? – দূষণীয়
  22. নিচের কোন ভগ্নাংশটি ছোট- ১/৩
  23. Penny wise ——pound- foolish
  24. এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য
  25. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছিল ৫ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? – ২/৭
  26. সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মুলত- মিথেন
  27. বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তিঃ- কর্মে শূন্য
  28. What is the adjective form of the word “People”- populous
  29. স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্র মূল বিষয়- মুক্তিযুদ্ধ
  30. এক নটিক্যাল সমান কত ফুট- ৫০৮৬
  31. পদ্মা সেতুর উদবোধন কত তারিখে- ২৫ জুন ২০২২
  32. Which one is similar to Adult:Child–cat:kitten
  33. দ্বীপ” এর ব্যাসবাক্য- দু দিকে অপ যার
  34. একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি?” পঙক্তির রচয়িতা- নির্মলেন্দু গুণ
  35. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে- সমকোণে সমদ্বিখণ্ডিত করে
  36. ব্যাকরণের কাজ ?- ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
  37. পণ্ডিতমূর্খ শব্দটির ব্যাসবাক্য নিচের কোনটি?- পন্ডিত হয়েও যিনি মূর্খ
  38. একাত্তরের দিনগুলি কার লেখা- জাহানারা ইমাম
  39. ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির টেলার উদ্বোধন করা হয়- মুজিব একটি জাতির রুপকার
  40. Which is the meaning of “White Elephant”-A very costly or troublesome possession
  41. মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল? কনসার্ট ফর বাংলাদেশ
  42. What is the synonym of ‘Competent- Capable
  43. কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক? কনফিউজড উত্তর
  44. সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন।- শেখ হাসিনা
  45. কোন সালের প্রভাতফেরীতে সর্বপ্রথম একুশের গান আমার ভাইয়ের রক্ত গানটি গাওয়া হয়- ১৯৫৪
  46. A Myth is- an mysterious story
  47. Out and out means- thoroughly
  48. ‘Felicitation’ means- Expression of good wish
  49. Which spelling is correct- Secretariat
  50. “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই- রচয়িতা- চণ্ডীদাস
  51. “ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? মৃণাল হক
  52. শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?১৯৬৯ সালে
  53. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট- ৮ ফুট

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)

  1. এক ঝুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত- ৪০ টাকা
  2. If a substance is cohesive, it tends to stick together
  3. আপনি গ্রীষ্মের বিকেলে হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। আপনি কিছুক্ষণ পরে বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে? পশ্চিম
  4. He insisted —–my going there. On
  5. He is jealous—-my prosperity. Of
  6. (6x-y, 13) (1, 3x+2y) হয় তাহলে (x, y)= 1, 5
  7. The Antonym of the word awesome- disgusting
  8. Which one is the correct passive form of “Who will do the work?- By whom will the work be done?
  9. কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে? রিসোর্স
  10. What is the adjective of the word Heart- Heartening
  11. “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে- ইউনেস্কো
  12. ভালো কোলেস্টোরেল নিচের কোনটিকে বলা হয়- এইচডিএল
  13. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৮ হলে ছোট সংখ্যাটি- ৪
  14. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?- ২০.১০ কি.মি.।
  15. ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তাহলে কঃখ= কত? – ৪ঃ৩
  16. He is Jealous—- (of) my Prosperity.
  17. Correct Passive form — By whom Will the Work be done?
  18. Adjective form of word “People” – Populous
  19. A person who was before another Person – Predecessor
  20. The Study of plants is Botany
  21. Synonym “Competent” – Capable
  22. Antonym ” Awesome” disgusting
  23. Sins is to confess as fault is to Admit
  24. Penny Wise Pound – foolish
  25. Adult: child Cat: Kitten
  26. White Elephant meaning – A very costly or troublesome….
    12 A Myth is a mysterious story.
  27. out and out means thoroughly
  28. Felicitation means Expression of good wish.
  29. Correct spelling Secretariat
  30. If a substance is cohesive, it tends to stick together.
  31. He insisted on my going there.
  32. Adjective of “Heart”- Heartening
  33. The reading of history is interesting. Reading is a Verbal Noun
  34. verb of the word “Ability” Enable
    প্রাইমারি শিক্ষক নিয়োগ ৩য় ধাপ ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান বাংলা
    প্রাইমারি শিক্ষক নিয়োগের ৩য় ধাপ ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান বাংলার জন্য আমার এই ব্লগে প্রাথমিক পরীক্ষার প্রস্তুতির জন্য পোস্ট করা আছে, দেখে আসতে পারেন। আজকে অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগের ৩য় ধাপ ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান বাংলা এর জন্য এখানে বিস্তারিত আলোচনা করা হলো।
    ০১. নিচের কোনটি তৎসম শব্দ?
    ক. গেরাম
    খ. চামার ঘ. নারিকেল
    গ. মাটি
    উ. ঘ
    ০২. ব্যাকরণের কাজ কী?
    ক. নতুন ভাষা তৈরি করা
    খ. দ্রুত পড়া ও লেখা শেখানো গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
    ঘ. ভালো বক্তা তৈরি করা
    উঃ গ
    ০৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
    ক. ভয়হীনতা
    খ. সংকোচ
    গ. পরোপকারিতা ঘ. সাহসিকতা
    উ, খ
    ০৪. ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু ক. ভাষা আন্দোলন
    খ. মুক্তিযুদ্ধ
    গ. গণঅভ্যুত্থান
    ঘ. আগরতলা মামলা
    উ. খ
    ০৫. ‘দ্বীপ’ এর ব্যাসবাক্য?
    ক. চার দিকে জল যার খ. দুদিকে আবদ্ধ জল যার
    গ. দুদিকে অপ যার
    ঘ. দ্বীপের মত
    উ.গ
    ০৬. ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
    ক. সৈয়দ শামসুল হক খ. হুমায়ুন আজাদ
    গ. জাহানারা ইমাম
    ঘ. হাসান আজিজুল হক
    উ, গ
    ০৭. ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?
    ক. ১২৩
    খ. ১২৪
    গ. ১২৫
    ঘ. ১২৬
    উ. ক
    ০৮. ‘পণ্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
    ক. পণ্ডিত হয়েও যিনি মূর্খ
    খ. পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
    গ. জ্ঞান থাকতেও যিনি মূর্খ ঘ. পাণ্ডিত্যে যিনি মূৰ্খ
    উ. ক
    ০৯. ‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ
    ক. তুমুল কাণ্ড
    গ. ভয়ংকর ঘটনা
    খ. কথা কাটাকাটি
    ঘ. মহা ঝড়-ঝাপটা
    উঃ ক
    ১০. কোন সালের প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে ….. গানটি পাওয়া হয়?
    ক. ১৯৫৯
    খ. ১৯৬২
    গ. ১৯৫২ ঘ. ১৯৫৪
    উ. ঘ
    ১১. কোন শব্দটির বানান সঠিক?
    ক. দোষনীয়
    খ. দোষণীয় ঘ. দুষনীয়
    গ. দূষণীয়
    উ.গ
    ১২. ‘সবার উপরে মানুষে সত্য তাহার উপরে নাই’- চরণটির রচয়িতা
    ক. চণ্ডীদাস
    খ. গোবিন্দ দাস
    গ. মুকুন্দ দাস
    ঘ. বৃন্দাবন দাস
    উ. ক
    ১৩. ‘ভাজা মাছ’ কোন বিশেষণ
    ক. অবস্থাবাচক
    খ. গুণবাচক
    ঘ. অংশবাচক
    গ. রূপবাচক
    উ. ক
    ১৪. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
    ক. ৯
    খ. ৬
    গ. ৭
    ঘ. ৮
    উঃ ঘ
    ১৫. ‘তামার বিষ’ কথাটির অর্থ
    ক. অহংকার
    খ. বিষের কষ্ট
    গ. অর্থের কুপ্রভাব
    ঘ. বিষাক্ত তামা
    উ.গ
    ১৬. শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি
    কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্মে শূন্য
    খ. কর্তায় শূন্য
    গ. অপাদানে শূন্য
    ঘ. অধিকরণে শূন্য
    উঃ ক

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer)

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ২০২২ ৩য় ধাপ (primary exam question 2022 answer) pdf আকারে দেওয়া হলঃ

আমাদের ওয়েবসাইটে চাকরি বিষয়ক শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রকারের নিবন্ধ আমরা প্রকাশ করে থাকি। এর বাইরে অস্বীকারও অবস্থা নিয়ে আমাদের নিবন্ধ প্রকাশিত হয়ে থাকে। চাইলে আপনি এক নজরে এগুলো দেখে নিতে পারেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও তথ্য বহুল নিবন্ধ পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

সুতরাং আপনি যেহেতু আমাদের mrsohag.com ওয়েবসাইটটি ভিজিট করেছেন, তাই আপনি আজ 2020 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দেখতে পারেন এবং আপনি যদি এই প্রশ্নের সমাধান আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তবে তারাও নিশ্চিত হবেন। যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো পরীক্ষা দিয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button