BCS Preparation
গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
ADX Ads
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতো অত্যান্ত সাধরণ একটি বিষয় নিয়ে লিখতে বসলাম। এই যুগে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ. পারে না এমন কেই বা আছে। তবুও যাদের মধ্যে সামান্যতমও এই বিষয়ে জানার আগ্রহ শুধু তাদের জন্য আজকের পোষ্ট। চলো তাহলে শুরু করি-
ADX ads 2
মূল শব্দ | বিপরীত শব্দ | অর্থ / তথ্য |
অন্ত্য | আদ্য | অন্ত্য – শেষ; আদ্য – শুরু |
অধমর্ণ | উত্তমর্ণ | অধমর্ণ – ঋণী, দেনাদার; উত্তমর্ণ – যে ঋণ দেয়, মহাজন |
অনির্বাণ | নির্বাণ | অনির্বাণ – যা নিভে যায় না; নির্বাণ – যা নিভে যায়, নিভে যাওয়া। |
অনুগ্রহ | নিগ্রহ | অনুগ্রহ – কৃপা, দয়া; নিগ্রহ – শাসন, দমন; পীড়ন; |
অনুরক্ত | বিরক্ত | অনুরক্ত – অনুরাগবিশিষ্ট (কারো/কিছুর প্রতি);বিরক্ত – অসন্তুষ্ট (কারো/কিছুর ওপর) |
অধিত্যকা | উপত্যকা | অধিত্যকা – পর্বতের উপরিস্থিত সমভূমি,উপত্যকা – পর্বতের নিম্নদেশস্থ ভূ-ভাগ বা দুই পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমি |
অলীক | সত্যবাস্তব | অলীক – মিথ্যা, কাল্পনিক |
অপচয় | সঞ্চয় | |
অর্বাচীন | প্রাচীন | অর্বাচীন (অর্বচ + ঈন) অর্থ অপক্কবুদ্ধি, নবীন, মূর্খ |
অমৃত | গরল | অমৃত – যা পান করলে (কখনও) মৃত্যু হয় নাগরল – যা পান করলে মৃত্যু হয়, বিষ |
অশন | অনশন | অশন – আহার (করা); অনশন – উপবাস বা খাদ্য না খেয়ে থাকা |
আকুঞ্চন | বিকুঞ্চন | আকুঞ্চন – সঙ্কোচন; বিকুঞ্চন – প্রসারণ |
আশ্লেষ | বিশ্লেষ | আশ্লেষ – মিলন; বিশ্লেষ – আলাদা করা |
আসক্ত | বিরক্ত | |
আগমন | নির্গমনপ্রত্যাগমন | |
আবির্ভাব | তিরোভাব | আবির্ভাব – উদয়, উপস্থিত হওয়া; তিরোভাব- অদৃশ্য হওয়া; |
আবিল | অনাবিল | আবিল – ঘোলা, মলিন, কলুষিত;অনাবিল – যাহা ঘোলা নহে, নির্মল, অকলুষিত |
আরোহণ | অবতরণ | আরোহণ – ওঠা (উপরে), অবতরণ – নামা (নিচে) |
আগ্রহ | উপেক্ষা | |
আদিষ্ট | নিষিদ্ধ | আদিষ্ট – (কোন বিষয়ে) আদেশ বা উপদেশ প্রাপ্ত;নিষিদ্ধ – (কোন বিষয়) নিষেধ করা হয়েছে এমন |
আকস্মিক | চিরন্তন | |
আসামিবিবাদি | বাদি | |
ইহ | পরত্র | |
ঈদৃশ | তাদৃশ | ঈদৃশ – এইরূপ, এ রকম; তাদৃশ – সে রকম, তদ্রুপ |
ঈর্ষা | প্রীতি | |
উন্মীলন | নিমীলন | উন্মীলন – চোখ খোলা, প্রকাশ; নিমীলন – চোখ বোজা, বন্ধকরণ |
উপরোধ | অনুরোধ | উপরোধ – সনির্বন্ধ অনুরোধ, সুপারিশ; অনুরোধ – মিনতিপূর্ণ যাচঞা |
উগ্র | মৃদুসৌম্য | |
উপচয় | অপচয় | উপচয় – উন্নতি, সংগ্রহ; অপচয় – ব্যয় (বৃথা), ক্ষয় |
উৎকৃষ্ট | অপকৃষ্ট | |
উপগত | অপগত | উপগত- উপস্থিত, সন্নিহিত, আসক্ত, কৃতমৈথুন, লব্ধ; অপগত – বিগত, দূরীভূত, মৃত। |
ঊষর | উর্বর | ঊষর – অনুর্বর, মরুময় |
ঋজু | বক্রবঙ্কিম | ঋজু – সরল, সোজা; |
ঊর্ধ্ব | অধঃ | অধঃ – নিম্নে |
ঐহিক | পারত্রিক | ঐহিক – ইহলোক সম্পর্কিত; পারত্রিক – পরলোক সংক্রান্ত |
এঁড়ে | বকনা | |
ঐশ্বর্য | দারিদ্র্য | |
ঔদ্ধত্য | বিনয় | |
কৃপণ | বদান্য | বদান্য – উদার, দানশীল; |
করাল | সৌম্য | করাল – ভীষণ, তুঙ্গ, দন্তুর; ভয়ানক দন্তবিশিষ্ট; সৌম্য – শান্ত |
কপট | অকপট | কপট – প্রতারণা; সরল, অকপট – কপটতাশূন্য |
কৃশ | স্থুল | কৃশ – রোগা |
ক্ষীণ | পুষ্ট | ক্ষীণ – শীর্ণ, ক্ষয়িত |
ক্ষীয়মাণ | বর্ধমান | ক্ষীয়মাণ – ক্ষয় হইতেছে এমন; বর্ধমান – বর্ধিত হচ্ছে এমন |
খাতক | মহাজন | খাতক – দেনাদার, ঋণী; |
গাম্ভীর্য | চাপল্য | |
গৌরব | লাঘব | |
গ্রাম্য | নাগরিকশহুরে | |
গঞ্জনা | প্রশংসা | গঞ্জনা – তিরস্কার |
ঘাত | প্রতিঘাত | ঘাত – আঘাত, প্রহার; প্রতিঘাত – আঘাতের বদলে আঘাত |
ঘন | তরল | ঘন – কঠিন |
চেতন | জড় | |
চক্ষুষ্মান | অন্ধ | |
জঙ্গম | স্থাবর | জঙ্গম – গতিশীল, অস্থাবর; |
জরা | যৌবন | জরা – বার্ধক্য |
ডাগর | ম্লান | |
ঢেংগা | খাটো | ঢেংগা – লম্বা |
ঢোসা | হালকা | ঢোসা – বিষন মোটা, অন্তঃসারশূন্য |
ত্বরা | বিলম্ব | ত্বরা – দ্রুততা |
তরল | কঠিন | |
তাপ | শৈত্য | |
তস্কর | সাধু | তস্কর – চোর |
তমসিক | রাজসিক | |
দ্বীন | ধনী | |
দ্রুত | হ্রাস্ব | |
দিবস | শর্বরী | শর্বরী – রাত্রি |
দুর্বার | নির্বার | দুর্বার – সহজে যার প্রতিরোধ করা যায় না এমন;নির্বার – নিবারণ করা যায় না এমন |
দুষ্কৃতী | সুকৃতী | |
দ্যুলোক | ভূলোক | |
ধূত | সাধু | ধূত – চালাক |
নিত্য | নৈমিত্তিক | |
নিন্দুক | স্তাবক | |
নশ্বর | শাশ্বত | নশ্বর – অস্থায়ী, ভঙ্গুর; শাশ্বত – চিরকালীন, অবিনশ্বর |
নিরত | বিরত | নিরত – নিযুক্ত, নিবিষ্ট; বিরত – নিবৃত |
নিমগ্ন | উদাসীন | |
নশ্বর | অবিনশ্বর | নশ্বর – অস্থায়ী, ভঙ্গুর; অবিনশ্বর – চিরকালীন |
পাশ্চাত্য | প্রাচ্য | আবার: প্রাচ্য – প্রতীচ্য |
পারত্রিক | ঐহিক | |
প্রত্যাদেশ | আদেশ | প্রত্যাদেশ – পুনরাদেশ; |
বৈরাগ্য | আসক্তি | বৈরাগ্য – বিষয়ভোগে বা সংসারে অনাসক্তি, ঔদাসীন্য |
ব্যষ্টি | সমষ্টি | ব্যষ্টি – পৃথক পৃথক ভাব, সমষ্টির বিপরীত |
বিদিত | অজ্ঞাত | বিদিত – যা জানা গিয়েছে এমন; জ্ঞাত; |
বিশেষ | সামান্য | |
বিনীত | গর্বিত | |
বিজেতা | বিজিত | |
ভর্তি | ঊন/খালি | |
ভূত | ভবিষ্যৎ | |
মনীষা | নির্বোধ | মনীষা – প্রতিভা, প্রজ্ঞা, তীক্ষ্ণবুদ্ধি |
মৌন | মুখর | মৌন – কথা না বলে চুপ করে থাকা, নীরবতা |
মনোনীত | অমনোনীত | |
মিলন | বিরহ | |
যশ | নিন্দা, অপযশ | |
যতি | সংযতী | যতি – তপস্বী, মুনি, ঋষি |
যোজক | প্রণালি | যোজক – দুই বৃহৎ ভূ-ভাগের মধ্যে সংযোগকারী স্থলভাগ, সংযোগকারী;প্রণালি: দুই বৃহৎ জলভাগের মধ্যবর্তী সংযোগ রক্ষাকারী জলভাগ |
রোষ | প্রসাদ | |
রোগী | নীরোগ | |
রিক্ত | পূর্ণ | রিক্ত – শূন্য, খালি রিক্ত হস্ত |
রম্য | কূৎসিত | |
রাগ | বিরাগ | |
লাল | কাল | |
লয় | সৃষ্টি | লয়- বিনাশ, প্রলয়, বিলীন, সঙ্গীতের লয়, তালের বা বাদ্যের নির্দিষ্ট কাল-পরিমাণ |
শুক্ল | কৃষ্ণ | শুক্ল – সাদা |
শোক | হর্ষ | |
শুখো | হাজা | শুখো – অনাবৃষ্টি, হাজা – অতিবৃষ্টি |
শীর্ণ | স্থুল | |
শঠ | সাধু | শঠ –প্রতারক, খল, ধূর্ত |
সন্ধি | বিগ্রহ | |
সম্পদ | বিপদ | |
সৃষ্টি | সংহার | সংহার – বিনাশ, বধ; প্রলয়; ধ্বংস; প্রত্যাহার; সংকোচন, সংগ্রহ |
সিত | কৃষ্ণ | সিত – সাদা |
স্মরণ | বিস্মরণ | |
স্বকীয় | পরকীয় | |
স্বতন্ত্র | পরতন্ত্র | |
সার | অসার | |
সুরভী | পুতি | |
সমক্ষ | পরোক্ষ | |
হর্তা | ভর্তা | |
হরদম | কদাচিৎ | |
হাল | সাবেক | |
হৃদ্যতা | কপটতা | |
হত | জীবিত | হত – হত্যা বা বধ করা হয়েছে এমন; নষ্ট বা নাশপ্রাপ্ত; |
হিত | অহিত | হিত – উপকার, মঙ্গল, কল্যাণ, কল্যাণকর বাক্য, সৎপরামর্শঅহিত – অমঙ্গল, ক্ষতি |
হক | নাহক | |
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
প্রিয় পাঠক আগমী পোষ্টে থাকবে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিয়ে বিস্তারিত। আমাদে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আমাদের ফেইজবুক পেইজে লাইক দিতে নিচের বাটনে ক্লিক করুন।