BCS Preparation

গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

ADX Ads

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতো অত্যান্ত সাধরণ একটি বিষয় নিয়ে লিখতে বসলাম। এই যুগে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ. পারে না এমন কেই বা আছে। তবুও যাদের মধ্যে সামান্যতমও এই বিষয়ে জানার আগ্রহ শুধু তাদের জন্য আজকের পোষ্ট। চলো তাহলে শুরু করি- 

ADX ads 2
মূল শব্দবিপরীত শব্দঅর্থ / তথ্য
অন্ত্যআদ্যঅন্ত্য – শেষ; আদ্য – শুরু
অধমর্ণউত্তমর্ণঅধমর্ণ – ঋণী, দেনাদার; উত্তমর্ণ – যে ঋণ দেয়, মহাজন
অনির্বাণনির্বাণঅনির্বাণ – যা নিভে যায় না; নির্বাণ – যা নিভে যায়, নিভে যাওয়া
অনুগ্রহনিগ্রহঅনুগ্রহ – কৃপা, দয়া; নিগ্রহ – শাসন, দমন; পীড়ন;
অনুরক্তবিরক্তঅনুরক্ত – অনুরাগবিশিষ্ট (কারো/কিছুর প্রতি);বিরক্ত – অসন্তুষ্ট (কারো/কিছুর ওপর)
অধিত্যকাউপত্যকাঅধিত্যকা – পর্বতের উপরিস্থিত সমভূমি,উপত্যকা – পর্বতের নিম্নদেশস্থ ভূ-ভাগ বা দুই পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমি
অলীকসত্যবাস্তবঅলীক – মিথ্যা, কাল্পনিক
অপচয়সঞ্চয়
অর্বাচীনপ্রাচীনঅর্বাচীন (অর্বচ + ঈন) অর্থ অপক্কবুদ্ধি, নবীন, মূর্খ
অমৃতগরলঅমৃত – যা পান করলে (কখনও) মৃত্যু হয় নাগরল – যা পান করলে মৃত্যু হয়, বিষ
অশনঅনশনঅশন – আহার (করা); অনশন – উপবাস বা খাদ্য না খেয়ে থাকা
আকুঞ্চনবিকুঞ্চনআকুঞ্চন – সঙ্কোচন; বিকুঞ্চন – প্রসারণ
আশ্লেষবিশ্লেষআশ্লেষ – মিলন; বিশ্লেষ – আলাদা করা
আসক্তবিরক্ত
আগমননির্গমনপ্রত্যাগমন
আবির্ভাবতিরোভাবআবির্ভাব – উদয়, উপস্থিত হওয়া; তিরোভাব- অদৃশ্য হওয়া;
আবিলঅনাবিলআবিল – ঘোলা, মলিন, কলুষিত;অনাবিল – যাহা ঘোলা নহে, নির্মল, অকলুষিত
আরোহণঅবতরণআরোহণ – ওঠা (উপরে), অবতরণ – নামা (নিচে)
আগ্রহউপেক্ষা
আদিষ্টনিষিদ্ধআদিষ্ট – (কোন বিষয়ে) আদেশ বা উপদেশ প্রাপ্ত;নিষিদ্ধ – (কোন বিষয়) নিষেধ করা হয়েছে এমন
আকস্মিকচিরন্তন
আসামিবিবাদিবাদি
ইহপরত্র
ঈদৃশতাদৃশঈদৃশ – এইরূপ, এ রকম; তাদৃশ – সে রকম, তদ্রুপ
ঈর্ষাপ্রীতি
উন্মীলননিমীলনউন্মীলন – চোখ খোলা, প্রকাশ; নিমীলন – চোখ বোজা, বন্ধকরণ
উপরোধঅনুরোধউপরোধ – সনির্বন্ধ অনুরোধ, সুপারিশ; অনুরোধ – মিনতিপূর্ণ যাচঞা
উগ্রমৃদুসৌম্য
উপচয়অপচয়উপচয় – উন্নতি, সংগ্রহ; অপচয় – ব্যয় (বৃথা), ক্ষয়
উৎকৃষ্টঅপকৃষ্ট
উপগতঅপগতউপগত- উপস্থিত, সন্নিহিত, আসক্ত, কৃতমৈথুন, লব্ধ; অপগত – বিগত, দূরীভূত, মৃত
ঊষরউর্বরঊষর – অনুর্বর, মরুময়
ঋজুবক্রবঙ্কিমঋজু – সরল, সোজা;
ঊর্ধ্বঅধঃঅধঃ – নিম্নে
ঐহিকপারত্রিকঐহিক – ইহলোক সম্পর্কিত; পারত্রিক – পরলোক সংক্রান্ত
এঁড়েবকনা
ঐশ্বর্যদারিদ্র্য
ঔদ্ধত্যবিনয়
কৃপণবদান্যবদান্য – উদার, দানশীল;
করালসৌম্যকরাল – ভীষণ, তুঙ্গ, দন্তুর; ভয়ানক দন্তবিশিষ্ট; সৌম্য – শান্ত 
কপটঅকপটকপট – প্রতারণা; সরল, অকপট – কপটতাশূন্য
কৃশস্থুলকৃশ – রোগা
ক্ষীণপুষ্টক্ষীণ – শীর্ণ, ক্ষয়িত
ক্ষীয়মাণবর্ধমানক্ষীয়মাণ – ক্ষয় হইতেছে এমন; বর্ধমান – বর্ধিত হচ্ছে এমন
খাতকমহাজনখাতক – দেনাদার, ঋণী;
গাম্ভীর্যচাপল্য
গৌরবলাঘব
গ্রাম্যনাগরিকশহুরে
গঞ্জনাপ্রশংসাগঞ্জনা – তিরস্কার
ঘাতপ্রতিঘাতঘাত – আঘাত, প্রহার; প্রতিঘাত – আঘাতের বদলে আঘাত
ঘনতরলঘন – কঠিন
চেতনজড়
চক্ষুষ্মানঅন্ধ
জঙ্গমস্থাবরজঙ্গম – গতিশীল, অস্থাবর;
জরাযৌবনজরা – বার্ধক্য
ডাগরম্লান
ঢেংগাখাটোঢেংগা – লম্বা
ঢোসাহালকাঢোসা – বিষন মোটা, অন্তঃসারশূন্য
ত্বরাবিলম্বত্বরা – দ্রুততা
তরলকঠিন
তাপশৈত্য
তস্করসাধুতস্কর – চোর
তমসিকরাজসিক
দ্বীনধনী
দ্রুতহ্রাস্ব
দিবসশর্বরীশর্বরী – রাত্রি
দুর্বারনির্বারদুর্বার – সহজে যার প্রতিরোধ করা যায় না এমন;নির্বার – নিবারণ করা যায় না এমন
দুষ্কৃতীসুকৃতী
দ্যুলোকভূলোক
ধূতসাধুধূত – চালাক
নিত্যনৈমিত্তিক
নিন্দুকস্তাবক
নশ্বরশাশ্বতনশ্বর – অস্থায়ী, ভঙ্গুর; শাশ্বত – চিরকালীন, অবিনশ্বর
নিরতবিরতনিরত – নিযুক্ত, নিবিষ্ট; বিরত – নিবৃত
নিমগ্নউদাসীন
নশ্বরঅবিনশ্বরনশ্বর – অস্থায়ী, ভঙ্গুর; অবিনশ্বর – চিরকালীন
পাশ্চাত্যপ্রাচ্যআবার: প্রাচ্য – প্রতীচ্য
পারত্রিকঐহিক
প্রত্যাদেশআদেশপ্রত্যাদেশ – পুনরাদেশ;
বৈরাগ্যআসক্তিবৈরাগ্য – বিষয়ভোগে বা সংসারে অনাসক্তি, ঔদাসীন্য
ব্যষ্টিসমষ্টিব্যষ্টি – পৃথক‌ পৃথক‌ ভাব, সমষ্টির বিপরীত
বিদিতঅজ্ঞাতবিদিত – যা জানা গিয়েছে এমন; জ্ঞাত;
বিশেষসামান্য
বিনীতগর্বিত
বিজেতাবিজিত
ভর্তিঊন/খালি
ভূতভবিষ্যৎ
মনীষানির্বোধমনীষা – প্রতিভা, প্রজ্ঞা, তীক্ষ্ণবুদ্ধি
মৌনমুখরমৌন – কথা না বলে চুপ করে থাকা, নীরবতা
মনোনীতঅমনোনীত
মিলনবিরহ
যশনিন্দা, অপযশ
যতিসংযতীযতি – তপস্বী, মুনি, ঋষি
যোজকপ্রণালিযোজক – দুই বৃহৎ ভূ-ভাগের মধ্যে সংযোগকারী স্থলভাগ, সংযোগকারী;প্রণালি: দুই বৃহৎ জলভাগের মধ্যবর্তী সংযোগ রক্ষাকারী জলভাগ
রোষপ্রসাদ
রোগীনীরোগ
রিক্তপূর্ণরিক্ত – শূন্য, খালি রিক্ত হস্ত
রম্যকূৎসিত
রাগবিরাগ
লালকাল
লয়সৃষ্টিলয়- বিনাশ, প্রলয়, বিলীন, সঙ্গীতের লয়, তালের বা বাদ্যের নির্দিষ্ট কাল-পরিমাণ
শুক্লকৃষ্ণশুক্ল – সাদা
শোকহর্ষ
শুখোহাজাশুখো – অনাবৃষ্টি, হাজা – অতিবৃষ্টি
শীর্ণস্থুল
শঠসাধুশঠ –প্রতারক, খল, ধূর্ত
সন্ধিবিগ্রহ
সম্পদবিপদ
সৃষ্টিসংহারসংহার – বিনাশ, বধ; প্রলয়; ধ্বংস; প্রত্যাহার; সংকোচন, সংগ্রহ
সিতকৃষ্ণসিত – সাদা
স্মরণবিস্মরণ
স্বকীয়পরকীয়
স্বতন্ত্রপরতন্ত্র
সারঅসার
সুরভীপুতি
সমক্ষপরোক্ষ
হর্তাভর্তা
হরদমকদাচিৎ
হালসাবেক
হৃদ্যতাকপটতা
হতজীবিতহত – হত্যা বা বধ করা হয়েছে এমন; নষ্ট বা নাশপ্রাপ্ত;
হিতঅহিতহিত – উপকার, মঙ্গল, কল্যাণ, কল্যাণকর বাক্য, সৎপরামর্শঅহিত – অমঙ্গল, ক্ষতি
হকনাহক
গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

প্রিয় পাঠক আগমী পোষ্টে থাকবে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিয়ে বিস্তারিত। আমাদে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আমাদের ফেইজবুক পেইজে লাইক দিতে নিচের বাটনে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button