কাজী নজরুল ইসলাম থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান
নজরুল সমন্ধে সবচেয়ে বেশিবার যে সকল প্রশ্ন হয়েছে
[৩৭, ৩৬, ৩৬, ৩২, ৩১, ২৯, ২৮, ২৭, ২৬, ২৬, ২৬, ২৫, ২৪, ২৪, ২৪, ২৪, ২৪, ২২, ২২, ২১, ২০, ২০, ১৯, ১৬, ১৪, ১০ তম বিসিএস]কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমাধান দেওয়া হল। বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সবচেয়ে বেশিবার বাংলা সাহিত্যের প্রশ্ন হয়েছে যে লেখক থেকে সেই প্রশ্ন গুলো নিচে দেওয়া হল । আশা করি আপনাদের অনেক উপকার হবে।
কাজী নজরুল ইসলাম থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান
১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন?
উঃ ১৮৯৯ সালে
২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উঃ আনন্দময়ীর আগমনে
৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন?
উঃ বসন্ত।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? উঃ সঞ্চিতা।
৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যথার দান ( ১৯২২)
৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি
৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা
৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা।
ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।
১০। নজরুলের উপন্যাসগুলো কি কি?
উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।
১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি?
উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।
১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে।
১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন?
উত্তরঃ ১৩ বার।
১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে
কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্ন এবং সমাধান
০১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৯৯ সালে ।
০২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম ।
০৩। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি ।
০৪। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যাথার দান। এটি প্রকাশিত হয় ১৯২২ সালে ।
০৫। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীণা। এটি প্রকাশিত হয় ১৯২২ সালে ।
০৬। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস এর নাম কি?
উঃ বাঁধনহারা। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস।
০৭। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
উঃ ঝিলিমিলি।
০৮। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম কি?
উঃ যুগবাণী।
০৯। কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ গুলোর নাম কি কি?
উঃ
রাজবন্দীর জবানবন্দী,
দুর্দিনের যাত্রী,
রুদ্রমঙ্গল।
১০। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ গুলো কি কি?
উঃ
সন্ধ্যা,
নতুন চাঁদ,
ছায়ানট,
প্রলয় শিখা,
অগ্নিবীণা,
সাত ভাই চম্পা,
সিন্ধু-হিন্দোল,
ফনিমনসা,
চক্রবাক,
সর্বহারা,
জিঞ্জির,
সাম্যবাদী,
মরুভাস্কর,
ঝিঙ্গে ফুল,
বিষের বাঁশি,
দোলনচাঁপা।
১১। কাজী নজরুল ইসলামের উপন্যাস গুলো কি কি?
উঃ
বাঁধনহারা,
মৃত্যুক্ষুধা,
কুহেলিকা।
১২। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ গুলোর নাম কি?
উঃ
ব্যথার দান,
রিক্তের বেদন,
শিউলিমালা।
১৩। কাজী নজরুল ইসলামের নাটক গুলোর নাম কি কি?
উঃ
ঝিলিমিলি,
আলেয়া,
মধুমালা,
পুতুলের বিয়ে।
১৪। কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উঃ আনন্দময়ীর আগমনে।
১৫। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ নাম কি?
উঃ বিষের বাঁশি।
১৬। কাজী নজরুল ইসলামের রোমান্টিক কাব্যগ্রন্থ কোনটি?
উঃ দোলনচাঁপা।
১৭। কাজী নজরুল ইসলামের কিশোর নাটক বলা হয় কোনটি কে?
উঃ পুতুলের বিয়ে।
১৮। ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
উঃ প্রলয় উল্লাস।
১৯। কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন?
উঃ সঞ্চিতা।
২০। কাজী নজরুল ইসলামের ‘চোখের চাতক’ কোন ধরনের গ্রন্থ?
উঃ নজরুল সংগীত বিষয়ক গ্রন্থ।
২১। কাজী নজরুল ইসলামের কোন চলচ্চিত্রে অভিনয় করেন?
উঃ ধ্রুব ।
২২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে ।
২৩। কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে ঢাকা আনা হয়-
উঃ ১৯৭২ সালে ।
২৪। কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি দেয় কবে?
উঃ ১৯৭৪ সালে ।
২৫। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়-
উঃ ১৯৭৬ সালে ।
২৬। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?
উঃ ১৯৭৬ সালে ।