National University

Tense Bangla and tense structure

ADX Ads

Table of Contents

ADX ads 2

Tense rules of Formula

আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক-পাঠিকা বৃন্দ। আশা করি সবাই ভাল আছেন ।আজকে আপনাদের মাজে অনেক গুরুত্ত্বপূর্ণ আর্টিকেল Tense নিয়ে আলোচনা করব। আজকে আমরা Tense kake bole? What is tense rules and tense structure? এবং Tense Chart ,tense structure Bangla নিয়ে বিস্তারিত আলোচোনা করবো।

বর্তমানে BCS, NTRCA, BANK, PSC, JSC,SSC, HSC এবং বিসিএস  সহ বিভিন্ন চাকুরী পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় Tense বাংলা  থেকে প্রশ্ন কমন আসা খুবই সাধারণ ব্যাপার। তাই জানার জন্য কিংবা পরীক্ষায়  ভালো করার জন্য নিয়মিত  অনুশীলন করার বিকল্প নেই। সেজন্যই আজকে Tense Bangla  নিয়ে আপনাদের কাছে আরও সহজ ও সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য এই আর্টিকেলটি নিয়ে আমরা হাজির হয়েছি। চলো তাহলে শুরু করি-

Q. Tense কাকে বলে এবং কত প্রকার কী কী?

tense kake bole and tense structure bangla?

Answer : কোন কাজ সম্পাদনের সময়কে Tense বলে। 

Tense meaning in bengali:

Tense (কাল): Tense অর্থ কাল বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে। ল্যাটিন শব্দ ‘tempus’ থেকে tense শব্দটি এসেছে। tempus অর্থ সময়।ইহা প্রধানত তিন প্রকার। যেমন:

1. Present Tense         (প্রেজেন্ট টেনস – বর্তমান কাল)

2. Past Tense              (পাস্ট টেনস অতীত কাল) 

3. Future Tense           (ফিউচার টেনস ভবিষ্যৎ কাল)

Tense Bangla and tense structure
Tense Bangla and tense structure
  • Present Tense

Q. Present Tense (প্রেজেন্ট টেনস) কাকে বলে এবং কত প্রকার কী কী?

 Present tense structure bangla?

Answer : যে সকল কাজ বর্তমানে হয়, হচ্ছে, হয়েছে বা কোন সময় ধরে/ থেকে হচ্ছে, এরূপ বুঝায় তাকে Present tense বলে। ইহা ৪প্রকার। যেমন:

1. Present Indefinite Tense                 (প্রেজেন্ট ইনডেফিনিট টেনস)

2. Present Continuous Tense             (প্রেজেন্ট কনটি’নিউয়াস টেনস)

3. Present Perfect Tense                    (প্রেজেন্ট পারফেক্ট টেনস)

4. Present Perfect Continuous Tense (প্রেজেন্ট পারফেক্ট কনটিনিউয়াস টেনস)

Q. Present Indefinite Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী? বুঝিয়ে লিখ।

Present tense structure bangla?

Answer : কোন কাজ বর্তমানে সচারাচর হয় এরূপ কোন কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সভ্য, নিকট ভবিষ্যত এ সকল ধরনের বাক্যকে Present Indefinite tense বুঝায়।

সহজে বুঝার উপায় :

বাংলা বাক্যের শেষের মূল শব্দের সাথে , , (অর্থাৎ বাংলা অক্ষর ৫০টির মধ্যে , , ) ছাড়া বাকি ৪৭ টি অক্ষর যুক্ত বাক্যকে-ই Present Indefinite Tense বুঝাবে।

Example:

১. আমি কাজটি করি    অর্থাৎ বাক্যের শেষে র

২. সে কলেজে যায়       অর্থাৎ বাক্যের শেষে য়

৩. তারা বই পড়ে          অর্থাৎ বাক্যের শেষে ড়

৪. আমার নাম করিম    অর্থাৎ বাক্যের শেষে ম

৫. কলমটির দাম ১০ টাকা        অর্থাৎ বাক্যের শেষে ক

Note: শুধু মনে রাখতে হবে যে মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর  হিসাবে যদি ‘ছ’ যুক্ত থাকলে Present Continuous, Present Perfect, Present Perfect Continuous বুঝবে। ” যুক্ত থাকলে Past tense এবং ‘ব’ যুক্ত থাকলে Future tense বুঝবে।

Formation:

1. S+ verb-এর present form + O 

2. S+am/is/are +noun/ adjective / v(pp).

3. S+have/has + noun.

Note: Subject third person singular number হলে verb এর সাথে s/es বসে।

 Example:: 1. 

১. আমি ইংরেজি পড়ি 

     I read English.

২. সে কাজটি করে

     He does the work. 

৩. ভারা কলেজে যায় 

     They go to college.

৪. আপনি আমাদেরকে পছন্দ করেন 

     You like us.

Example:: 2

১. আমি একজন ছাত্র

    I Am a student.

২. সে ধনী

     He is rich.

৩. তিনি একজন ইংরেজি লেখক 

     He is an English writer.

৪. তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত 

    You are invited to the function.

৫. আমাদের বাড়িতে একটি গাড়ি আছে 

     There is a car in our house.

Example- 3

১. আমার একটি গাড়ি আছে

   I have a car,

২. তার একটি স্বপ্ন আছে 

    He has a dream. 

৩. তাদের দুটি গাড়ি আছে 

    They have two cars.

Note: উপরের বাক্যের গঠন আলোকে ২০টি Sentence তৈরি কর।

Q. Present Continuous Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী? বুঝিয়ে লিখ

Answer : বর্তমানে কোন কাজ চলছে এ ধরনের বাক্যকে Present Continuous tense বুঝায়। সহজে বুঝার উপায় : বাক্যের শেষের মূল শব্দের সাথে তে+ছি, , ছে, ছেন যুক্ত থাকলেই Present Continuous tense বুঝবে।

Example

১. আমি কাজটি করতেছি।        অর্থাৎ তেছি

২. সে ইংরেজি পড়তেছে।         অর্থাৎ তেছে 

৩. তুমি কলেজে যাইতেছ।        অর্থাৎ তেছ

৪. আপনি ইংরেজি পড়াইতেছেন।  অর্থাৎ তেছেন

Note: মনে রাখতে হবে যেভাবেই বাকা লেখা কিংবা বলা হউক না কেন তে+ছি, ছছে, ছেন ছাড়া অন্য কোন অক্ষর দিয়ে Continuous হয় না।

গঠন

1. S + am/is/are + verb (ing) + 0.

2. S+am/is/are +being+ বিশেষ্য/বিশেষণ

যেমন:

Example::1

1. আমি ইংরেজি পড়িতেছি 

   I am reading English.

২. সে কাজটি করিতেছে 

    He is doing the work.

৩. তারা বল খেলতেছে 

    They are playing football

Example:: 2

1 আমি একজন ভালো ছাত্র হচ্ছি

   I am being a good student.

২. সে ধনী হচ্ছে

     He is being rich,

৩. চিঠিটা লেখা হচ্ছে 

     The letter is being written

 Note: উপরের বাক্যের গঠন আলোকে ২০টি Sentence তৈরি কর।

Q. Present Perfect Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী? বুঝিয়ে লিখ।

Answer : বর্তমানে কোন কাজ সম্পন্ন হয়েছে এ ধরনের বাক্যকে Present Perfect tense বুঝায়।

সহজে বুঝার উপায়

বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়াছি, , ছে, ছেন যুক্ত থাকলেই Present Perfect tense বুঝতে হবে।

Example:: 

১. আমি কাজটি করেছি/ করিয়াছি।       অর্থাৎ ইয়াছি

২. সে ঢাকায় গিয়েছে/ গিয়াছে।             অর্থাৎ ইয়াছে

৩. আপনি বেশ সুন্দর হয়েছেন।                        অর্থাৎ ইয়াছেন

Formation :

1. S + have / has + verb (p.p) +0.

2. S+have/has + been + noun / adjective/v(pp).

Example:: 1. 

১. আমি কাজটি করেছি/ করিয়াছি –

    I have done the work.

২. সে ঢাকায় গিয়েছে/ গিয়াছে –

    He has gone to Dhaka. 

৩. তারা বল খেলেছে/ খেলিয়াছে 

     They have played football.

Example: 2.

১. সে অনেক ধনী হয়েছে – 

    He has been very rich.

২. আপনি বেশ সুন্দর হয়েছেন 

     You have been handsome / beautiful enough.

৩. চিঠিটা লেখা হয়েছে 

     The letter has been written

Q. Present Perfect Continuous Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী

Answer : কোন কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলছে কিংবা কোন সময় ধরে বা থেকে হচ্ছে এ সকল ধরনের বাক্যকে Present Perfect Continuous tense বুঝায়।

সহজে বুঝার উপায়

বাক্যের মধ্যে যাবৎ / ধরে, হতে/ থেকে উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে তে+ছি, , ছে, ছেন যুক্ত থাকলেই Present Perfect Continuous Tense বুঝতে হবে।

Example:: 

১. আমি দুই দিন ধরে / যাবৎ কাজটি করিতেছি।                        অর্থাৎ যাবৎ / ধরে + তেছি

২. তারা কিছুদিন ধরে / যাবৎ ইংরেজি পড়িতেছে।         অর্থাৎ যাবৎ / ধরে + ভেছে

৩. সকাল থেকে বৃষ্টি হচ্ছে।                   অর্থাৎ হইতে/ থেকে + তেছে

৪. আমরা ২০০৪ সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছি। অর্থাৎ হইতে/ থেকে + তেছি

Formation : 

S+ have been / has been + verb (ing) + O.

 Example:: 

১. আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing the work for two days.

২. তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছে-They have been reading English for few days.

৩. সকাল থেকে বৃষ্টি হচ্ছে- It has been raining since morning.

৪. আমরা বিকাল ৪টা হইতে বল খেলতেছি-We have been playing football since 4 o’clock

Note : ‘যাবৎ, ধরে’ অর্থে for বসে এবং হতে, থেকে অর্থে since বসে।

  • Past Tense

Q. Past Tense (পাস্ট টেনস) কাকে বলে এবং কত প্রকার কী কী

Past perfect tense structure Bangla:

Answer : যে সকল কাজ অতীতে হয়েছিল, হচ্ছিল, হইয়াছিল বা কোন সময় ধরে/থেকে হচ্ছিল এরূপ

বুঝায় তাকে Past tense বলে। ইহা ৪প্রকার। যেমন :

1. Past Indefinite Tense          (পাস্ট ইনডেফিনিট টেনস)

2. Past Continuous Tense       (পাস্ট কনটিনিউয়াস টেনস)

3. Past Perfect Tense             (পাস্ট পারফেক্ট টেনস)

4. Past Perfect Continuous Tense (পাস্ট পারফেক্ট কনটিনিউয়াস টেনস)

Tense Bangla and tense structure

Q. Past Indefinite Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী? বুঝিয়ে লিখ

 Answer : অতীতকালে কোন কাজ ঘটেছিল বা হয়েছিল এ ধরনের বাক্যকে Past Indefinite tense বুঝায়।

সহজে বুঝার উপায়

বাক্যের শেষের মূল শব্দের সাথে + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম, কিংবা noun / adjective এর সাথে ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past Indefinite tense বুঝতে হবে।

Example:: 

১. আমি কাজটি করেছিলাম।    অর্থাৎ এ + ছিলাম

২. সে ধনী লোক ছিল।              অর্থাৎ noun + ছিল

৩. তাদের একটি গাড়ি ছিল।     অর্থাৎ noun + ছিল

৪. তাদের বাড়িতে একটি গাড়ি ছিল।     অর্থাৎ noun + ছিল

৫. আমার বাবা একজন শিক্ষক ছিলেন।                অর্থাৎ noun + ছিলেন

Formation: 

1. S + verb-এর past form + O

2. S+was/were +noun / adjective/v(pp).

3. S+had + noun.

Example:: 1.

১. আমি কাজটি করেছিলাম I did the work. 

২. সে আমাকে টাকা দিয়েছিল He gave me money.

৩. তারা স্কুলে গিয়েছিল They went to school. – 

৪. আপনি আমাদেরকে পছন্দ করেছিলেন You liked us.

Example:: 2.

১. আমি একজন ছাত্রছিলাম I was a student.

২. সে ধনী ছিল He was rich. 

৩. তিনি একজন ইংরেজি লেখক ছিলেন He was an English writer.

৪. তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেYou were invited in the function. 

৫. আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল There was a car in our house,

Example:: 3.

১. আমার একটি গাড়ি ছিল I have a car. 

২. তার একটি স্বপ্ন ছিল He has a dream.

৩. তাদের দুটি গাড়ি ছিল They have two ears.

Note: উপরের বাক্যের গঠন আলোকে ২০টি Sentence তৈরি কর।

Q. Past Continuous Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী? বুঝিয়ে লিখ

Answer : অতীতকালে কোন কাজ চলতেছিল বা হইতেছিল এ ধরনের বাক্যকে Past Continuous tense বুঝায়। সহজে বুঝার উপায় : বাক্যের শেষের মূল শব্দের সাথে তে + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past Continuous tense বুঝবে।

Example:: 

১. আমি কাজটি করিতেছিলাম।                        অর্থাৎ তে + ছিলাম

২. তারা মাঠে বল খেলতেছিল।             অর্থাৎ তে + ছিল অর্থাৎ হইতেছিল

৩. চিঠিটা লেখা হচ্ছিল অর্থাৎ হইতেছিল।

Formation: 

1. S + was/ were + verb (ing) + 0.

2. S+was/ were +being+ noun / adjective/v(pp).

Example:: 1.

১. আমি ইংরেজি পড়তেছিলাম/ পড়িতেছিলাম I was reading English.

২. সে কাজটি করতেছিল/ করিতেছিল He was doing the work. 

৩. তারা বল খেলতেছিল/ খেলিতেছিল They were playing football.

Example:: 2. 

১. আমি একজন ভালো ছাত্র হচ্ছিলাম – I was being a good student.

২. সে ধনী হচ্ছিল He was being rich.

৩. চিঠিটা লেখা হচ্ছিল The letter was being written

Note: উপরের বাক্যের গঠন আলোকে ২০টি Sentence তৈরি কর।

Q. Past Perfect Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী? বুঝিয়ে লিখ।

Answer : অতীতকালে কোন কাজ অধিকতর আগে সম্পন্ন হইয়াছিল এ ধরনের বাক্যকে Past Perfect tense বুঝায়

সহজে বুঝার উপায়

বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past perfect tense বুঝতে হবে।

Example:: 

১. আমি কাজটি করিয়াছিলাম।             অর্থাৎ ইয়াছিল

২. সে ঢাকায় গিয়াছিল।                                    অর্থাৎ ইয়াছিল

৩. আপনি বেশ সুন্দর হয়েছিলেন।        অর্থাৎ ইয়াছিলেন

Formation:

1. S+had + verb (p.p) + 0.

2. S+had + been + noun / adjective / v(pp).

Example:: 1. 

১. আমি কাজটি করেছিলাম I had done the work.

২. সে ঢাকায় গিয়াছিল He had gone to Dhaka. 

৩. তারা বল খেলিয়াছিল They had played football.

Example:: 2. 

1 সে অনেক ধনী হয়েছিল – He had been very rich.

২. আপনি বেশ সুন্দর হয়েছিলেন- You had been handsome / beautiful enough.

৩. চিঠিটা লেখা হয়েছিল The letter had been written.

Q. Past Perfect Continuous Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী?

Answer : অতীতকালে কোন কাজ দীর্ঘ সময় ধরে বা যাবৎ কিংবা কোন নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতেছিল এ ধরনের বাক্যকে Past Perfect Continuous tense বুঝায়।

সহজে বুঝার উপায়

বাক্যে মধ্যে যাবৎ/ধরে, হতে/ থেকে উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে তে + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past perfect continuous tense বুঝতে হবে।

Example:: 

১. আমি দুই দিন ধরে /যাবৎ কাজটি করিতেছিলাম।      অর্থাৎ যাবৎ/ ধরে + তেছিলাম

২. তারা কিছুদিন ধরে /যাবৎ ইংরেজি পড়িতেছিল।        অর্থাৎ যাবৎ/ ধরে + তেছিল

৩. সকাল থেকে বৃষ্টি হচ্ছিল।     অর্থাৎ হইতে/ থেকে + তেছিল

৪. আমরা ২০০৪ সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছিলাম। অর্থাৎ হইতে/ থেকে + তেছিলাম

গঠন

S+had been + verb (ing) + 0।

Example:: 

১. আমি দুই দিন ধরে কাজটি করিতেছিলাম I had been doing the work for two days. 

২. তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছিল-They had been reading English for few days.

৩. সকাল থেকে বৃষ্টি হচ্ছিল- It had been raining since morning. 

৪. ‘আমরা বিকাল ৪টা হইতে বল খেলতেছিলাম-We had been playing football since 4 o’clock.

  • Future Tense

Q. Future Tense (ফিউচার টেনস) কাকে বলে এবং কত প্রকার কী কী?

Answer : যে সকল কাজ ভবিষ্যতে হইবে, হইতেথাকবে, হইয়াথাকবে বা কোন সময় ধরে/ থেকে হইতে

থাকবে এরূপ বুঝায় তাকে Future tense বলে। ইহা ৪ প্রকার। যেমন:

1. Future Indefinite Tense       (ফিউচার ইনডেফিনিট টেনস)

2. Future Continuous Tense   (ফিউচার কনটিনিউয়াস টেনস)

3. Future Perfect Tense          (ফিউচার পারফেক্ট টেনস)

4. Future Perfect Continuous Tense (ফিউচার পারফেক্ট কনটিনিউয়াস টেনস)

Future Continuous Tense কাকে বলে? Future Continuous Tense এর উদাহরণ

Q. Future Indefinite Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী? বুঝিয়ে লিখ।

Answer : ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন হবে এ ধরনের বাক্যকে Future Indefinite tense বুঝায়।

সহজে বুঝার উপায় বাক্যের শেষের মূল শব্দের সাথে ব, বে, বা, বেন যুক্ত থাকলেই Future Indefinite tense বুঝতে হবে।

Example:: 

১. আমি কাজটি করিব। অর্থাৎ করি + ব

২. সে কলেজে যাইবে।অর্থাৎ যাই + বে

৩. তুমি অংকটি করিবা অর্থাৎ করি + বা

 ৪. আপনি কলেজে যাইবেন।অর্থাৎ যাই + বেন

গঠন

1. S + shall/ will + verb-এর বর্তমান রূপ +0।

2. S+shall/ will + be + noun / adjective / v(pp)।

যেমন: ১।

1. আমি কাজটি করব / করিব I shall do the work. 

2. সে আমাকে টাকা দিবে He will give me money.

যেমন: 2।

১. আমি ডাক্তার হইব I shall be a 

২. সে ধনী হইবে He will be rich.

৩. তারা স্কুলে যাবে They will go to school. doctor..

৪. আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে There will be a car in our house. 

Note: উপরের বাক্যের গঠন আলোকে ২০টি Sentence তৈরি কর।

Q. Future Continuous Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী? বুঝিয়ে লিখ।

Answer : ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন হইতে থাকবে এ ধরনের বাক্যকে Future Continuous tense বুঝায়।

সহজে বুঝার উপায়

বাক্যের শেষের শব্দের সাথে তে + থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই Future Continuous tense বুঝতে হবে।

Example:: 

১. আমি কাজটি করিতেথাকব।অর্থাৎ তে + থাকব

২. সে কলেজে যাইতেথাকবে।অর্থাৎ তে + থাকবে

৩. আপনি ইংরেজি পড়াতেথাকবেন । অর্থাৎ তে + থাকবেন

গঠন

S+will be/ will be + verb (ing) + O।

যেমন:

১. আমি ইংরেজি পড়তেথাকব I shall be reading English.

২. ডারা বল খেলতেথাকবে They will be playing football.  

Note: উপরের বাক্যের গঠন আলোকে ২০টি Sentence তৈরি কর।

Q. Future Perfect Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী? বুঝিয়ে লিখ

Answer : ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন হইয়া থাকবে এ ধরনের বাক্যকে Future Perfect tense বুঝায়।

সহজে বুঝার উপায়

বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া + থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই Future Perfect tense বুঝতে হবে।

Example:: 

১. আমি কাজটি করিয়া থাকিব। অর্থাৎ ইয়া + থাকিব

২. তুমি যাওয়ার পর সে চিঠিটি লিখিয়াথাকিবে। অর্থাৎ ইয়া + থাকিবে

৩. তুমি যাওয়ার আগে আমি সেখানে পৌঁছাইয়াথাকিব । অর্থাৎ ইয়া + থাকিব

৪. তিনি দুই দিনের ভিতর কাজটি শেষ করিয়া থাকবেন। অর্থাৎ ইয়া + থাকিবেন

গঠন

S+ will have/ will have + verb (p.p) + 0।

যেমন:

১. আমি চিঠিটা লেখিয়াথাকব – I shall have written the letter.

২. সে কাজটি করিয়াথাকবে He will have done the work. 

৩. তারা বল খেলিয়াথাকবে They will have played football.

Note: উপরের বাক্যের গঠন আলোকে ২০টি Sentence তৈরি কর।

Q. Future Perfect Continuous Tense কাকে বলে এবং সহজে বুঝার উপায় কী?

Answer : ভবিষ্যতকালে কোন কাজ দীর্ঘ সময় ধরে বা যাবৎ কিংবা কোন নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতে থাকবে এ ধরনের বাক্যকে Future Perfect Continuous tense বুঝায়।

সহজে বুঝার উপায়

বাক্যের মধ্যে যাবৎ/ধরে, হতে/ থেকে উল্লেখ সহ শেষের শব্দের সাথেতে + থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই Future perfect continuous tense বুঝতে হবে।

Example:: 

১. আমি তিন দিন ধরে কাজটি করতেথাকব।

২. সে ২০১৬ সাল থেকে এই স্কুলে পড়াশুনা করতেথাকবে। 

৩. তিনি আগামী সপ্তাহ থেকে এই অফিসে চাকরি করিতেথাকবেন।

গঠন :

 S + shall have been / will have been + ক্রিয়া (ing) + 0।

Example::

1 আমি দুই দিন ধরে কাজটি করিতে থাকব – I shall have been doing the work for two days. 

২. তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতে থাকবে- They will have been reading English for few days.

৩. আমরা বিকাল ৪টা হইতে বল খেলতে থাকব We shall have been playing football since 4 o’clock.

Tense এর গঠন

*Present Tense*

1. Sub+ Verb (s/es) + obj. (3rd person Subs/es)

2. Sub +am/is/are+Verb+ing +obj.( I am, 3d person.

বাকিগুলোর ক্ষেত্রে are)

3. Sub + have/has+Verb w p.p +obj. (3 person Sub has )

4. Sub+ have been/has been+ Verb+ing+obj. (3 person Sub 20 has been )

*Past Tense*

1. Sub+Verb past form+obj.

2. Sub+was/were+Verb+ing-obj. (I was 3 personas.

বাকিগুলোর ক্ষেত্রে were)

3. Sub+had+Verb p.p+obj

4. Sub+ had been+ Verb + ing+obj.

“Future Tense*

1. Sub+shall/will+Verb present form+ obj.

2. Sub+shall be/will be+Verb+ing+obj.

3. Sub+shall have/will have+Verb p.p+obj

4. Sub+Shall have been/will have been+ Verb+ing+obj

Tense Bangla and tense structure
Tense Bangla and tense structure

Tense Bangla and tense structure pdf download

So today is not an important topic today About Tense Bangla. If you like this article, please share it with your friends. All the best… Md. Shahabuddin Mia.

Tense & Sequence of Tense:

Tense Bangla and tense structure

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button