বাংলাদেশ রেলওয়ে শুন্য পদ সমুহে নিয়োগ-2022 (bangladesh railway job circular 2022)
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ সার্কুলার (শূন্যপদের সংখ্যা ১৫৩ টি)
আবারো বাংলাদেশ রেলওয়ে শুন্নিয পদে নিয়োগ ২০২২ সার্কুলার প্রকাশিত হয়েছে। রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.railway.gov.bd-এ। গার্ড পদের পর এবার বুকিং সহকারী পদে ১৫৩ জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন যোগ্যতা কি? কিভাবে আবেদন ফরম পূরণ করবেন? চলুন বিস্তারিত জেনে নেই রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কে বিস্তারিত।
বাংলাদেশ রেলওয়ে শুন্য পদে নিয়োগ ২০২২ সার্কুলার
প্রায় ১৫৮ বছর আগে, ১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ রেলওয়ে গঠিত হয়। প্রতিষ্ঠাকালে এটি ব্রিটিশ মালিকাধীন পরিবহণ সংস্থা ছিলো। বর্তমানে এটি বাংলাদেশ সরকার মালিকাধীন সংস্থা। সংস্থাটি বাংলাদেশের সকল রেলপথ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে থাকে।
উইকিপেডিয়া (Wikipedia) থেকে পাওয়া এক তথ্য মতে, বাংলাদেশ রেলওয়ে তে বর্তমানে ৩৪ হাজার ১ শত ৬৮ জন কর্মী কর্মরত আছেন।
আজ আমরা এই পোস্টের মাধ্যমে bangladesh railway job circular 2022-এর নিয়ে বিস্তারিত জানাবো।
বাংলাদেশ রেলওয়ে নোটিশ ২০২২ অনুসারে, চাকরির যোগ্যতা সহ অন্যান্য তথ্য নিচে তুলা ধরা হলো-
পদের নাম: বুকিং সহকারী
শূন্যপদ সংখ্যা: ১৫৩ টি
গ্রেড: ১৫ তম
বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বয়স: ১৮ থেকে ৩০ বৎসর।
উল্লেখ্য সহকারী লোকোমোটিভ মাস্টার, রেলওয়ে পোর্টার, পয়েন্টসম্যান, সিপাহী, পুলিশ, সহকারী স্টেশন মাস্টার, খালাসী কিংবা নিরাপত্তা বাহিনী পদ সমূহে এবার লোক নিয়োগ দেওয়া হবে না।
- বাংলাদেশ রেলওয়ে তে চাকরির জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলার লোক।
- চাকরিরত কোন প্রার্থী আবেদন করতে চাইলে করতে পারবেন। তবে সঠিক কর্তৃপক্ষের মাধ্যমে তা করতে হবে।
- চাকরিরত প্রার্থীগণ আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনে টিক দিবেন। তবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে না।
- বুকিং সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রদত্ত সকল বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
- যে কোন প্রয়োজনে কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারবেন। চাইলে Bangladesh railway niyog 2022 -ও বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ এই অধিকার রাখেন।
- নিয়োগ সংক্রান্ত কোন বিষয়ে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bangladesh railway job circular 2022)
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন ০৭ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০.০০ টা হতে। আবেদন প্রক্রিয়া চলবে টানা ০১ মাসের বেশী সময় যাবৎ। আবেদন করতে পারবেন ১৭ মে ২০২২ তারিখ বিকাল ০৫.০০ টা পর্যন্ত।
বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম পূরণ পদ্ধতি
বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম পূরণ করতে হবে অনলাইনে। কিভাবে অনলাইনে ফরম পূরণ করবেন চলুন তা দেখে নেওয়া যাক।
১) 1st br.teletalk.com.bd এই Link visit করুন।
২) “Booking Assistant Grade-2”-এ ক্লিক করুন।
৩) “Application Form”-এ ক্লিক করুন।
৪) “Booking Assistant Grade-2” নির্বাচন করে “Next”-এ ক্লিক করুন।
৫) “Yes” রেডিও বাটন চেক দিন যদি Alljobs এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন, যদি না হয়ে থাকেন “No” রেডিও বাটন চেক দিন। তারপর “Next” বাটনে প্রেস করুন।
৬) এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। যথাযথ তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন। সবশেষে তথ্য যাচাই করে সাবমিট করুন।
মনে রাখা প্রয়োজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দু’টি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB।
আবেদন ফি
বুকিং সহকারী পদের বিপরীতে আবেদন করতে চাইলে আবেদন ফি হিসেবে মোট ১১২/- টাকা দিতে হবে। আবেদন ফি দিতে হবে ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যেই।
আবেদন ফি জমাদান পদ্ধতি
অনলাইনে আবেদন ফরম সঠিক ভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী একটি Applicant’s Copy পাবেন। Applicant’s Copy তে থাকা User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- প্রথম SMS: টাইপ করুন BR <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।
- দ্বিতীয় SMS: পুনরায় টাইপ করুন BR <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS পাঠান।
উল্লেখ্য, প্রথম SMS পাঠানো হলে একটি PIN নম্বর আপনাকে দেওয়া হবে। দ্বিতীয় SMS এ PIN নম্বরটি ব্যবহার করতে হবে। সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে উপরুক্ত নিয়ম SMS দু’টি পাঠালে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাকে একটি কনফার্মেশন ম্যাসেজে আবেদন সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। সাথে একটি Password ও দেওয়া হবে।
রেলওয়ে প্রবেশপত্র ডাউনলোড
রেলওয়ে প্রবেশপত্র প্রকাশিত হলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাউনলোড করতে পারবেন এই br.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করে।
প্রবেশপত্র ডাউনলোডের জন্য যখন এভাইলেবল হবে, উক্ত লিঙ্কে প্রবেশ করে User ID এবং Password এন্টার করে ডাউনলোড করতে পারবেন।
তবে অযোগ্য বলে বিবেচিত প্রার্থীদের এডমিট কার্ড সংক্রান্ত কোন SMS দেওয়া হবে না।
পূর্বে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে নিয়োগ সার্কুলার
১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি
১৬ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি
০৮ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি
১৪ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান নিয়োগ বিজ্ঞপ্তি
২৮ আগস্ট ২০২১ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধিমালা
সকল সরকারি কিংবা বেসকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কিছু বিধিমালা থাকে। চলুন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধি সমূহ দেখে নেই।