সমাস বিভ্রান্তি
সমাস বিভ্রান্তি নিয়ে যত প্রশ্ন
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক-পাঠিকা বৃন্দ। আশা করি সবাই ভাল আছেন । আজকে আপনাদের মাঝে অনেক গুরুত্ত্বপূর্ণ আর্টিকেল সমাস বিভ্রান্তি নিয়ে আলোচনা করব। বর্তমানে BCS, NTRCA, BANK, PSC, JSC,SSC, HSC এবং বিসিএস সহ বিভিন্ন চাকুরী পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সমাস থেকে প্রশ্ন আসে। নিম্মে সমাস সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো। চলো তাহলে শুরু করি-
“একই পদের বিভিন্ন সমাস একনজরে”
সমাস বিভ্রান্তি পর্ব ০১
১। আমরা =সে, তুমি এবং আমি (নিত্য সমাস)
আমরা =সে,তুমি এবং আমি (একশেষ দ্বন্দ্ব)
২। ফুল কুমারী =ফুলের কুমারী (ষষ্ঠী তৎপুরুষ)
ফুল কুমারী =কুমারী ফুলের ন্যায় (উমমিত কর্মধারয়)
৩। বিদ্যাসাগর =বিদ্যার সাগর (ষষ্ঠী তৎপুরুষ)
বিদ্যাসাগর =বিদ্যা রুপ সাগর (রূপক কর্মধারয়)
৪। চতুর্ভুজ =চার ভুজের সমাহার (দ্বিগু )
চতুর্ভুজ =চার ভুজ বিশিষ্ট যার
৫। অনুতাপ =অনু (পশ্চাত) তাপ (প্রাদি সমাস)
অনুতাপ =পশ্চাত তাপ (অব্যয়ীভাব)
৬। গরমিল = মিলের অভাব (অব্যয়ীভাব)
গরমিল =মিল নেই যাতে (বহুব্রীহি)
৭। পীতাম্বর =পীত অম্বর যার (বহুব্রীহি)
পীতাম্বর = পীত যে অম্বর (কর্মধারয়)
সমাস বিভ্রান্তি পর্ব- ০২
১। মুখচন্দ = মুখ চন্দ্রের ন্যায় (উপমিত কর্মধারয়)
চন্দ্রমুখ = চন্দ্র রূপ মুখ (রুপক কর্মধারয়)
চাঁদমুখ = চাঁদ রুপ মুখ (রূপক কর্মধারয়)
২। নীলপদ্ম = নীল যে পদ্ম (কর্মধারয়)
নীলোৎপল = নীল যে উৎপল (কর্মধারয় )
নীলাকাশ= নীল যে আকাশ (কর্মধারয়)
নীলাম্বর =নীল অম্বর যার (বহুব্রীহি)
নীল বসনা =নীল বসন যার (বহুব্রীহি)
নীল কণ্ঠ =নীল কণ্ঠ যার (বহুব্রীহি)
৩। দ্বিগু ও বহুব্রীহির ভিন্নতা
নবরত্ন =নব (নয়) রত্নের সমাহার (দ্বিগু)
পসুরি =পাঁচ সেরের সমাহার (দ্বিগু)
চতুরঙ্গ = চার অঙ্গের সমাহার (দ্বিগু)
চতুরঙ্গ =
সংখাবাচক বহুব্রীহি একনজরে
চৌচালা=চৌ(চার ) চাল যে ঘরের
(সংখ্যাবাচক বহুব্রীহি)
সেতার=সে (তিন) তার যে যন্ত্রের
দশগজি=দশগজ পরিমাণ যার
তেপায়া =তিন পা বিশিষ্ট যা
চারহাতি=চার হাত পরিমাণ যা
দোনলা =দুটি নল যার
সহস্রলোচন =সহস্র লোচন যার
দশভুজা =দশ ভুজ যার
দশানন = দশ আনন(মুখ) যার
৪। অলুক বহুব্রীহি
গায়ে হলুদ =গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে
হাতে খড়ি =হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে
মাথায় পাগড়ি =মাথায় পাগড়ি যার
গলায় গামছা =গলায় গামছা যার
হাতে ছড়ি =হাতে ছড়ি যার
মুখে ভাত=মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে
কানে কলম
গায়ে পড়া
হাতে বেড়ি
মাথায় ছাতা
কানে খাটো
৫।মহানবী =মহান যে নবী (কর্মধারয়)
মহাকীর্তি =মহতি যে কীর্তি
৬।দেশভঙ্গ =দেশকে ভঙ্গ (দ্বিতীয়া তৎপুরুষ)
বিপদাপন্ন =বিপদকে আপন্ন(কর্মধারয়)
কিন্তু
দেবদত্ত =দেবকে দ্ত্ত (চতুর্থী তৎপুরুষ)
গুরুভক্তি =গরুকে ভক্তি(চতুর্থী তৎপুরুষ)
কারণ,দান সেবা,ভক্তি তথা সম্প্রদান অর্থে কে ,রে বিভক্তি যোগে চতুর্থী তৎপুরুষ হবে।
ইত্যাদি =ইতি হতে আদি (৫মী তৎপুরুষ)
৭। দম্পতি =জায়া ও পতি (দ্বন্দ্ব)
তাহলে আজ আর নয় আজকের গুরুত্বপূর্ন টপিক সমাস বিভ্রান্তি সম্পর্কে । আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবার শুভকামনা করে এখানেই শেষ করছি।