Study

৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন – 2022 (pec bangla model question 2022)

ADX Ads

৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন – 2022 (pec bangla model question 2022): আপনি কি পঞ্চম শ্রেণীর ছাত্র কিংবা ছাত্রী? যদি আপনি পঞ্চম শ্রেণীর ছাত্র / ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন ক্লাস ফাইভ মডেল এর উত্তর এর জন্য. আমরা এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন উত্তর প্রদান করে থাকি। একমাত্র আমাদের ওয়েবসাইটে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা করে উত্তর সমাধান পত্র অনলাইনের মাধ্যমে প্রকাশিত করে থাকে।

ADX ads 2

৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন – 2022 (pec bangla model question 2022)

আপনি যদি সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে হয়ে থাকেন যারা অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে সমস্যায় পড়েছে প্রশ্নের সমাধান করতে পারছে না তাদের জন্য আমরা এখানে অংক ইতিহাস ভূগোল বাংলা ইংলিশ প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন উত্তর প্রদান করে দিয়েছি।আপনি চাইলে বিষয় অনুযায়ী লিংকে ক্লিক করে উত্তর PDF Download করে নিতে পারেন।

প্রশ্নের ধরন ও মানবণ্টন

প্রদত্ত অনুচ্ছেদ/ কবিতাংশ (পাঠ্যবই থেকে) পড়ে ১ ও ২ ক্রমিক প্রশ্নের উত্তর লিখন :

১। শব্দের অর্থ লেখ (৭টি থেকে ৫টি) ০৫

২। প্রশ্নের উত্তর লিখন (তিনটি প্রশ্ন থাকবে এবং প্রতিটির উত্তর লিখতে হবে) ২+৪+৪ = ১০

প্রদত্ত অনুচ্ছেদ (যোগ্যতাভিত্তিক/ পাঠ্যবই বহির্ভূত) পড়ে ৩ ও ৪ ক্রমিক প্রশ্নের উত্তর লিখন :

৩। প্রদত্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণকরণ (৫টি) ০৫

৪। অনুচ্ছেদটি পড়ে বড় প্রশ্নের উত্তর লিখন (৩টি) ৩ x ৫ = ১৫

৫। ক্রিয়াপদের চলিত রূপ লিখন/ক্রিয়াপদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ লিখন (৭টি থেকে ৫টি) ০৫

৬। অনুচ্ছেদ (পাঠ্যবই বা সমমানের) পড়ে প্রশ্ন তৈরিকরণ (কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন) প্রদত্ত নির্দেশনা অনুযায়ী (৫টি) ০৫

৭। যুক্তবর্ণ বিভাজন ও বাক্য গঠন (৭টি থেকে ৫টি) ৫ x ২= ১০

৮। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃলিখন (পাঠ্যবইয়ের অনুচ্ছেদ)। ০৫

৯। এক কথায় প্রকাশ (৭টি থেকে ৫টি) ০৫

১০। বিপরীত শব্দ / সমার্থক শব্দ লিখন। (৭টি থেকে ৫টি) ০৫

১১। পাঠ্যবইয়ের কবিতা বা ছড়া (যে কোনো অংশ থেকে ৬-৮ লাইন) পড়ে প্রশ্নগুলো উত্তর লিখন (৩টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার মধ্যে একটি কবিতাংশের মূলভাব থাকবে।) ২+৫+৩ = ১০

১২। ফরম পূরণ (প্রদত্ত তথ্যের আলোকে) ০৫

১৩। ব্যক্তিগত চিঠি / আবেদন পত্র ০৫

১৪। রচনা লিখন (ইঙ্গিত দেয়া থাকবে ২০০ শব্দের মধ্যে লিখতে হবে, ৪টি থেকে ১টির উত্তর করতে হবে।) ১০ মোট = ১০০

বার্ষিক পরিক্ষা-২০২২

বিষয়ঃ বাংলা

শ্রেণিঃ ৫ম

সময়ঃ ২:৩০ ঘন্টা                                                                              পূর্ণমানঃ ১০০

  • নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ

বাংলার কৃষক-মজুর-শ্রমিকের অতি আপনজন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী চিরকাল নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি। মজলুম মানুষের সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন। সংগ্রাম করেছেন। এজন্য তিনি মজলুম জননেতা সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবার। এ পরিবারে আবদুল হামিদ খানের জন্ম হয় ১৮৮০ সালে। তাঁর বাবার নাম হাজী শরাফত আলী খান। মায়ের নাম মোসাম্মৎ মজিরন বিবি। অল্প বয়সেই তিনি পিতৃমাতৃহীন হন। তাঁর এক চাচা ইব্রাহীম খান তাঁকে শৈশবে আশ্রয় দেন। এই চাচার কাছে থেকেই তিনি মাদরাসায় পড়াশোনা করেন।

এ সময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন। তিনি তাঁকে ভারতের দেওবন্দ মাদরাসায় পাঠিয়ে দেন। এ সময় তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন। মাদরাসার পড়া শেষ করে তিনি টাঙ্গাইলের কাগমারির এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। এখানে শিক্ষকতার সময় তিনি জমিদারের অত্যাচার, নির্যাতন দেখতে পান। এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন। ফলে জমিদারের বিষ-নজরে পড়ে তাকে কাগমারি ছাড়তে হয়।

১। নিচের যেকোনো পাঁচটি শব্দের অর্থ লেখ :                                                                     ১×৫=৫

   বিষ-নজর, জমিদার, নির্যাতন, কাগমারি, মজলুম, শৈশব, প্রতিবাদ।

২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :

 (ক) মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দুটি গ্রুপ লেখ।                                                          ২

 (খ) মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে কেন কাগমারি ছাড়তে হয় তা চারটি বাক্যে লেখ।                      ৪                            (গ) সহপাঠীদের সাথে মিলেমিশে থাকতে তোমার করণীয় চারটি বাক্যে লেখ।                                     ৪

  • নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ

আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ। বিভিন্ন ঋতুর প্রকৃতির রং ও রূপের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। এদেশের মানুষের কণ্ঠে কত কথা, কত গান। এসব গান মানুষের শ্রমের ফসলের কথা বলে, বলে বহমান নদীর কথা। কোনো গায়ক একতারা বা দোতারা হাতে নেচে নেচে পান করেন। হারমোনিয়াম, তবলা, বাঁয়া ও বাঁশি ইত্যাদি যন্ত্র প্রায় সব গানের সঙ্গেই চলে। ভাটিয়ালি এদেশের গ্রামগঞ্জের মাঝিমাল্লাদের গান। বাংলাদেশের মাঝিমাল্লারা নদীপথে চলাচল করে গঞ্জ থেকে গঞ্জে, বন্দর থেকে বন্দরে। হাল ধরে মাঝি ভাটির টানে ভাসতে ভাসতে গান গায়, তাই এর নাম ভাটিয়ালি। টানা টানা সুরে, নৌকা ছেড়ে মাঝি যখন গান ধরে তখন মনটা কেমন উদাস হয়ে যায়।

সারি গান এদেশের আরও একটি প্রিয় গান। নৌকার মাঝিরা সারি বেঁধে বসে বৈঠার তালে তালে যে গান করে আর নৌকা চালায় তাকে সারি গান বলে। সারি গানের ভেতর দিয়ে নৌকা বাইচ বেশ জমে ওঠে। নদীর বুকে সারি সারি নৌকা স্রোতের টানে ভেসে চলে। গানের তালে তালে নৌকা যেন নদীর বুকে উড়াল দিয়ে এগিয়ে চলে। আনন্দ আর উদ্দীপনা সৃষ্টিই এ গানের উদ্দেশ্য। এসব লোকসংগীত আমাদের ঐতিহ্য। এগুলো আমাদের সম্পদ।

৩। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে          উত্তরপত্রে লেখ                                                                                              ১×৫ = ৫

শব্দঅর্থ
গায়কযে গান গায়
স্রোতপ্রবাহ
উদাসআনমনা
সারিমাঝিমাল্লাদের গান
উদ্দীপনাপ্রেরনা
স্বদেশনিজের দেশ

(ক) বাংলাদেশ আমার প্রিয়…………।

(খ) আব্বাসউদ্দীন বাংলাদেশের …….. ছিলেন।

(গ) জারি ও ………. গান আমাদের লোকসংগীত।

(ঘ) প্রাকৃতিক গ্যাস আমাদের জাতীয়……….।

(ঙ) মিলন ………… মনে আকাশের দিকে তাকিয়ে আছে।

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :                                                                         ২+৩=৫

(ক) ভাটিয়ালি গান কাকে বলে? তিনটি বাদ্যযন্ত্রের নাম লেখ।

(খ) ভাটিয়ালি ও সারি গান কেন বাঁচিয়ে রাখতে হবে তা পাঁচটি বাক্যে লেখ।  

(গ) বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ সৃষ্টিতে তুমি কী করবে তা পাঁচটি বাক্যে লেখ।

৫। নিচের যেকোনো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লেখ                                                          ১×৫=৫      গিয়াছে, বাঁচিতে, আসিয়াছেন, দেখিয়া, বানাইতে, শুনিয়াছেন, খাইতে। –

৬। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করে লেখ:                                                         ১×৫=৫

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। বাবা-মা মারা গেলে বদলে যায় তাঁর জীবন। যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলস-এ। ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যুদ্ধরত অবস্থায় হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগল তাঁর পায়ে। মৃত্যু আসন্ন বুঝতে পেরে গুলি চালাতে চালাতে তিনি শহিদ হন।

৭। নিচের যেকোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে দেখাও ও প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা কর:                                                                                                               ২×৫= ১০

স্প,, শ্ল, স্ট, ষ্ঠ, ষ্ণ,

৮। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখ                                                   ৫

তোমরা নিশ্চয়ই জলপ্রপাতের কথা শুনেছ জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার আমার হয়েছিল নিজের দেশে নয় বিদেশের মাটিতে কানাডায় গিয়েছি

৯। নিচের যেকোনো পাঁচটি বাক্য এককথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখ                                            ৫

(ক) খেতে ভালো লাগে এমন

(খ) নদী মাতা যার

(গ) নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি

(ঘ) যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন

(ঙ) যা কষ্টে লাভ করা যায়

(চ) অহংকার নেই যার

(ছ) পান করার ইচ্ছা

১০। নিচের যেকোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লেখ :                                                                  ১×৫=৫

রাত, ঠাণ্ডা, দেশ, অন্ধকার, সুন্দর, উন্নত, দুর্বল।

১১। নিচের কবিতাংশটুকু পড়ে (ক), (খ) ও (গ) ক্রমিক প্রশ্নের উত্তর লেখ :

আমি ভালোবাসি আমার

নদীর বালুচর,

শরৎকালে যে নির্জনে

চকাচকির ঘর।

যেথায় ফুটে কাশ

তটের চারি পাশ

শীতের দিনে বিদেশি সব

হাঁসের বসবাস।

(ক) চকাচকি কোন ঋতুতে কোথায় ঘর বাঁধে?                                                                         ২

(খ) কবিতাংশটুকুর মূলভাব পাঁচটি বাক্যে লেখ।                                                                       ৫

(গ) তোমার দেখা নদীর তীরের দৃশ্য তিনটি বাক্যে লেখ।                                                             ৩

১২। মনে কর, তোমার নাম মৌরি/মাহিম। তুমি ছায়ানীড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার রোল নম্বর ১। জন্ম তারিখ ০৫-০৭-২০০৯। তোমার বিদ্যালয়ের কাব দলের সদস্য হওয়ার জন্য ফরমটি পূরণ কর।

সদস্য ফরম                                                                                     ৫

১. নাম : ……………………………………

২. বিদ্যালয়ের নাম :……………………..

৩. শ্রেণি :…………………………………..

৪. রোল :………………………………….

৫. জন্ম তারিখ :………………………..

১৩। মনে কর, তোমার নাম নাহিদা/নাহিদ। তুমি পার্টিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী ক্রয়ের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখ।                                                                                                ৫

১৪। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো একটি বিষয়ে ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখ :       ১০

(ক) জাতীয় ফল কাঁঠাল : ভূমিকা আকার-আকৃতি – প্রাপ্তিস্থান ও সময় – পুষ্টিগুণ – উপসংহার ।

(খ) মুক্তিযুদ্ধ : ভূমিকা প্রেক্ষাপট যুদ্ধকালীন অবস্থা – বিজয় লাভ – উপসংহার।

(গ) শব্দদূষণ : ভূমিকা – শব্দদূষণের কারণ ক্ষতিকর দিক – প্রতিকার — উপসংহার।

(ঘ) প্রিয় বই : ভূমিকা প্রিয় বই – প্রিয় হওয়ার কারণ – শিক্ষণীয় বিষয় – উপসংহার।

(ঙ) আমাদের বিদ্যালয় । ভূমিকা-স্থান-প্রতিষ্ঠাকাল-শিক্ষক-শিক্ষিকা- উপসংহার।

৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন নিম্মে দেওয়া হলঃ

৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন - 2022 (pec bangla model question 2022)
৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন - 2022 (pec bangla model question 2022)
৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন - 2022 (pec bangla model question 2022)
৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন – 2022 (pec bangla model question 2022)

৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন – 2022 (pec bangla model question 2022) pdf আকারে দেওয়া হলঃ

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ৫ম শ্রেণির বাংলা মডেল প্রশ্ন (pec bangla model question 2022 pdf download)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Mrsohag.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button