Study

৮ম শ্রেণী কৃষি শিক্ষাঃ 8th class agriculture question paper

ADX Ads

Table of Contents

ADX ads 2

Class Eight Agriculture Important Question Paper

৮ম শ্রেণী কৃষি শিক্ষাঃ 8th class agriculture question paper
৮ম শ্রেণী কৃষি শিক্ষাঃ 8th class agriculture question paper

৮ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছ। আজকে আমরা ৮ম শ্রেণির কৃষি শিক্ষা বই থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন তুলে ধরব। কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এই শিল্পায়নের যুগেও বাংলাদেশ কৃষির উপর সম্পূর্ণ নির্ভরশীল। আন্তর্জাতিক কৃষির সাথে তুলনা করলে অনেক ক্ষেত্রেই বাহলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশ যেমন কৃষিপ্রধান দেশ আর আমরা মাছে-ভাতে বাঙালি তবুও ধান উৎপাদনে আমরা ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, চীন, জাপান প্রভৃতি দেশ হতে অনেক পিছিয়ে আছি।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা প্রতিযোগিতামূলক অবস্থানে যাচ্ছেন। একসময় বাংলাদেশে বিশ্বের ৭৫ ভাগ পাট উৎপাদন হতো। কিন্তু ধানের চাহিদা ও কৃত্রিম আশের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে পাটের উৎপাদন কৃষকরা কমিয়ে দিয়েছেন । তবুও জাতীয় আয় বৃদ্ধিতে পাট বেশি অবদান রাখছে। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

বাংলাদেশের বাজারে শুধু যে বাংলাদেশের পণ্যই পাওয়া যায় তা নয়; প্রতিবেশী দেশের পণাও বাজারে প্রবেশ করেছে। এতে বাংলাদেশের সাথে অন্য দেশের একটি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের কৃষি ও বিশ্বের অন্যান্য দেশের কৃষির অবস্থা এ অধ্যায়ে পর্যালোচনা করা হয়েছে।

৮ম শ্রেণী কৃষি শিক্ষাঃ 8th class agriculture question paper
৮ম শ্রেণী কৃষি শিক্ষাঃ 8th class agriculture question paper

৮ম শ্রেণীর কৃষি শিক্ষা বই Download

অষ্টম শ্রেণির কৃষি শিক্ষা বই pdf free download করার জন্য নিম্মে Download বাটন ক্লিক করুন ;

সম্মানিত পাঠক, ৮ম শ্রেনির কৃষি শিক্ষার পিডিএফ বই ছাড়াও, গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান সহ সকল পিডিএফ বই পাবেন এখানে। আমাদের এই পোষ্ট থেকে যদি উপকৃত হোন, তবেই আমার পরিশ্রম স্বার্থক হবে বলে মনে করবো।

নিচে ৮ম শ্রেণীর কৃষি শিক্ষার ১ম ও ২য় অধ্যায় থেকে নমুনা প্রশ্ন এবং class eight agriculture question pdf download লিংক দেওয়া হলঃ

সৃজনশীল প্রশ্ন

স্বপ্নসিঁড়ি আইডিয়াল স্কুল

১ম সাময়িক পরিক্ষা – ২০২২

শ্রেনিঃ ৮ম

বিষয়ঃ কৃষি শিক্ষা

১। চীন ‘বিশ্বের মধ্যে একটি বৃহত্তম জনবহুল দেশ। তা সত্ত্বেও দেশটি কৃষি ক্ষেত্রে বেশ উন্নত। এর প্রধান কারণ চীন মৌসুম নিরপেক্ষ ও হাইব্রিড জাতের বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে সক্ষম। আমরাও এ ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহার করে কয়েকগুণ বেশি ফসল উৎপাদন করতে পারি। এগুলো নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি।

ক. FAO এর পূর্ণরূপ কী?                                                                                                           

খ. ভারতকে কেন বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয়েছে?                                                                                              

গ. উদ্দীপকে উল্লেখিত দেশটির সাথে বাংলাদেশের কৃষি ব্যবস্থার তুলনা কর।                                           ঘ. উদ্দীপকে উল্লেখিত দেশটির মতো মৌসুম নিরপেক্ষ ও হাইব্রিড জাতের ফসল চাষ করে আমরাও লাভবান হতে পারি— উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।                                                                                                              

২। মোরশেদ মিয়া একজন আদর্শ কৃষক। তিনি কয়েক বছর যাবৎ বৃহৎ পরিবেশে সবজি উৎপাদন করে আসছেন। এ বছর তিনি সিদ্ধান্ত নেন মৌসুম বহির্ভূত সবজি উৎপাদন করে বাড়তি মুনাফা অর্জন করবেন। আর এ উদ্দেশ্যে তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ নেন।

ক. BRRI এর পূর্ণরূপ লিখ।                                                                                                                  

খ. বাংলাদেশের তুলনায় চীন কৃষিতে উন্নত কেন?                                                                                   

গ. মোরশেদ মিয়া কিভাবে তার লক্ষ্য অর্জন করবেন তা ব্যাখ্যা কর।                                                                 

ঘ. মোরশেদ মিয়াকে কৃষি কর্মকর্তা কি ধরনের পরামর্শ দিয়ে থাকতে পারে বলে মনে কর? এ সম্পর্কে তোমার মতামত তুলে ধর।

৩। কোরবানীর ঈদে গরু মোটাতাজা করে বিক্রি করার জন্য খালেক গ্রামের হাট থেকে ৮টি এঁড়ে বাছুর ক্রয় করেন। তিনি প্রথমে কৃমির চিকিৎসা করেন। পরবর্তীতে প্রতিদিন তিনি গরুগুলোকে সুষম খাদ্য প্রদান করার পাশাপাশি ইউরিয়া, ঝোলাগুড় মেশানো খড় খাওয়ান। কয়েক মাস পরে গরুগুলো মোটাতাজা হলে অনেক লাভে বিক্রি করেন। এভাবে সকল কৃষক উদ্যোগ নিলে আমাদের প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ হবে।

ক. মোজাইক কী?                                                                                                                   

খ. রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলতে হয় কেন? ব্যাখ্যা কর।                                                                           

গ. খালেকের গরুগুলোর জন্য প্রতি মাসে কত কেজি ঝোলাগুড় লাগবে তা নির্ণয় কর।                                      

ঘ. খালেকের মতো সকল কৃষক উদ্যোগটি নিলে দেশের আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে- এর সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন কর।                                                                                                            

৪। মনিরা যুব উন্নয়ন হতে গবাদি পশুপালনের উপর প্রশিক্ষণ নিয়ে পাঁচটি এঁড়ে বাছুর কিনে গরু মোটাতাজাকরণ প্রকল্প হাতে নেন। সঠিক খাদ্য, প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যায় গরুগুলো কয়েক মাসের মধ্যে বেশ মোটাতাজা হয়। পরবর্তীতে গরুগুলো বিক্রি করে মনিরা আর্থিকভাবে স্বাবলম্বী হন। গ্রামের অনেকেই মনিরার মতো গরু মোটাতাজাকরণ প্রকল্প হাতে নিয়ে সচ্ছলতা লাভ করেন।

ক. মোটাতাজাকরণ কী?                                                                                                             

খ. গরু মোটাতাজাকরণ করা প্রয়োজন কেন?                                                                                        

গ. মনিরা উদ্দীপকে উল্লেখিত গরুগুলোর জন্য দৈনিক কী পরিমাণ ইউরিয়া মেশানো খড় ও ঝোলা গুড় ব্যবহার করেছেন? নির্ণয় কর।        

ঘ. মনিরার উদ্যোগটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট সহায়ক— তোমার পক্ষে যুক্তি উপস্থাপন কর।                          

৫। কৃষিনির্ভর এনায়েতপুর গ্রামের চাষিরা মৌসুমভিত্তিক ফসল চাষ করেন। তাদের উঁচু জমিগুলো অনেক সময়ই খালি পড়ে থাকে। ফলে চাষিরা ঐ সময়ে বেকার বসে থাকেন। জমিতে ফসল না থাকা ও বেকারত্বের কারণে দিশেহারা কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরতা মুক্ত বিভিন্ন ফসলের জাত চাষাবাদে উদ্বুদ্ধ করেন। ধানসহ বিভিন্ন শাকসবজির মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করে এনায়েতপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী

ক. জি এম ফসল কী?                                                                                                               

খ. সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা কর।                                                    

গ. ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা কর।                          

ঘ. কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিরা কীভাবে স্বাবলম্বী হয়েছিল- বিশ্লেষণ কর।                                        

৬। মনির এক একর জমিতে পরপর কয়েক বছর ধান চাষ করে দেখল প্রতি বছর ধানের ফলন কমে যাচ্ছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি মনিরকে শস্য পর্যায় অবলম্বন করার পরামর্শ দেন।

ক. শস্য পর্যায় কী?                                                                                                                  

খ. শস্য পর্যায়ে ধইঞা চাষ করা সুবিধাজনক কেন?                                                                                 

গ. মনির তার জমিতে কীভাবে শস্য পর্যায় করবেন ব্যাখ্যা কর।                                                                      

ঘ. মনির কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে কীভাবে লাভবান হবেন— বিশ্লেষণ কর।                                             

৭। আবীর একজন আলু চাষী। দু-বছর ধরে কেবল আলুই চাষ করে যাচ্ছে। আশানুরূপ ফলনও পাচ্ছে না। ফলে সে কিছুটা আর্থিক টানাপোড়েন পড়ে যায়। তার এ অবস্থা দেখে প্রতিবেশী কৃষকরুন্ধু নাফিস তাকে আলুর সাথে পটলের চাষ করার পরামর্শ দিলেন।

ক. মিশ্র ফসল চাষ কী?                                                                                                              

খ. শস্য পর্যায় প্রযুক্তির সুবিধাগুলো কী কী?                                                                                         

গ. প্রতিবেশী কৃষক বন্ধুর পরামর্শটি কীভাবে বাস্তবায়ন করবে তা ব্যাখ্যা কর।                                                       

ঘ. আবীরের ভাগ্যোন্নয়নে চাষ পদ্ধতিটি কতটুকু কার্যকর হবে- বিশ্লেষণ কর।

৮ম শ্রেণীর কৃষি শিক্ষা ১ম ও ২য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্নের নমুনা দেওয়া হলঃ

বহুনির্বাচনী প্রশ্ন

স্বপ্নসিঁড়ি আইডিয়াল স্কুল

১ম সাময়িক পরিক্ষা – ২০২২

Class: eight

subject: Agriculture

১। দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সঞ্চয় ও ব্যবহার করেন?

ক) ৬৫%                             খ) ৯৫%

গ) ৮৫%                             ঘ)৭৫%  

২। এক সময় বাংলাদেশে বিশ্বের কত ভাগ পাট উৎপাদিত হতো?

ক) ২৫                               খ) ৫০

গ) ৭৫                                ঘ)৮৫

৩। জাতিসংঘের অঙ্গসংগঠন হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠান ?

ক) FAO                             খ) WHO

গ) CARE                            ঘ) WFP

৪। চীনের বংশগতির পরিবর্তন ঘটানো জাতগুলো কতগুণ বেশি ফলন দেয় ?

ক) ২                                        খ) ৪

গ) ৫                                        ঘ) ৭

৫। বন্যা কবলিত এলাকায় কোন জাতের ধান গাছ ১০-১৫ দিন টিকে থাকতে পারে ?

ক) ব্রিধান ৫১                        খ) ব্রি ধান ৪৭

গ) ব্রি ধান ৫৬                       ঘ) ব্রি ধান ৪৫

৬। কখন এদেশের ফসলে রাসায়নিক সার ব্যবহার শুরু হয় ?

ক) পঞ্চাশের দশকে                  খ) ষাটের দশকে

গ) সত্ত্বরে দশকে                     ঘ) আশির দশকে

৭। IRRI-এর সদরদপ্তর কোন দেশে অবস্থিত?

ক) ভারত                            খ) জাপান

গ) ফিলিপাইন                        ঘ) চীন 

৮। বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষিতে সবচেয়ে বড় মিল-

ক) ধান উৎপাদন                     খ) গম উৎপাদন

গ) আলু উৎপাদন                     ঘ) ভুট্টা উৎপাদন

৯। বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক শিল্পের অবস্থান

ক) প্রথম                             খ) তৃতীয়

গ) চতুর্থ                              ঘ) পঞ্চম

নিচের তথ্যএর আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।

অন্তু একটি ঘরে সম্পূর্ণ নিয়ন্ত্রিত উপায়ে দিবা দৈর্ঘ্য, পর্যাপ্ত আলো, উত্তাপ ও বায়ুর আদ্রতা ইত্যাদি সরবরাহ করে স্ট্রবেরি ও টমেটো উৎপাদন করল।

১০। উক্ত পদ্ধতিতে ফসলগুলোর কোনটির উপর নির্ভরশীলতা দূর করা যায়?

ক) মৌসুম                            খ) পানির চাহিদা

গ) পুষ্টির চাহিদা                      ঘ) আর্দ্রতার চাহিদা

১১। উক্ত পদ্ধতিতে চাষ করার শর্ত হলো-

i. দামি ফসল হতে হবে

ii. চুক্তির ভিত্তিতে লাভজনক বাজার পেতে হবে

iii. উৎপাদন ব্যয় কমিয়ে আনতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                            খ) i ও iii

গ) ii ও iii                           ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :

উপকূলীয় এলাকার কৃষক নিয়াজের জমিতে আগে অনেক ধান জন্মাত। কিন্তু সিডর পরবর্তী সময়ে ধানের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।

১২। নিয়াজের জমিতে ধানের উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার কারণ কোনটি?

ক) খরা                               খ) বন্যা

গ) লবণাক্ততা                        ঘ) এসিডিটি

১৩। সমস্যা সমাধানে নিয়াজ চাষ করতে পারেন ।

i. ব্রি ধান-৪৫

ii. ব্রি ধান-৪৬

iii. ব্রি ধান-৪৭

নিচের কোনটি সঠিক?

ক) i                                  খ) i ও ii

গ) i ও iii                            ঘ) i, ii ও iii

১৪। নিচের কোন স্থানে ভেটেরিনারি কলেজ রয়েছে ?

ক) ঢাকা                              খ) চন্দ্রপুর

গ) রাজশাহী                          ঘ)  কুমিল্লা

১৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় ?

ক) পশ্চিম বঙ্গে                       খ) পূর্ব বাংলায়

গ) ত্রিপুরায়                           ঘ) আসামে

১৬। পানি দূষিত হওয়ার কারণে মাছের কোন রোগ সৃষ্টি হয়?

ক) উকুন                                      খ) ক্ষত

গ) ফুলকা পচা                        ঘ) লেজ ও পাখনা পচা

১৭। আলুর সাথে রিলে ফসল হিসেবে চাষ করা যায়

ক) করলা/বরবটি                     খ) করলা/বেগুন

গ) পটল করলা                       ঘ) আলু/লাউ

১৮। তুঁতের দ্রবণে চোবালে কোন রোগের উপশম হয়?

ক) পাখনা পচা                       খ) ফুলকা পচা   

গ) ক্ষত রোগ                         ঘ) উকুন

১৯। মোজাইক রোগের কারণ কী?

ক) ভাইরাস                           খ) ছত্রাক

গ) ব্যাকটেরিয়া                       ঘ) কৃমি

২০। গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা কী?

ক) পানিতে মিশে দ্রুত গলে

খ) ফলন ৩০-৪০ ভাগ বৃদ্ধি পায়

গ) ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে

ঘ) ৪০-৫০ ভাগ নাইট্রোজেন সাশ্রয় করে

২১। মোটাতাজাকরণ পদ্ধতির অন্তর্ভুক্ত নয়-

i. গরু নির্বাচন

ii.  টিকা প্রদান

iii. প্রচুর পরিমাণ খাদ্য খাওয়ানো

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                            খ) i ও iii

গ) ii ও iii                           ঘ) i, ii ও iii

২২। রিলে চাষের উদ্দেশ্য

1. সেচের সীমাবদ্ধতা

ii. শ্রম ঘাটতি

iii. সময়ের অভাব দূর করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                            খ) i ও iii

গ) ii ও iii                           ঘ) i, ii ও iii

২৩। লেজ ও পাখনা পচা রোগে মাছের

i. লেজ ও পাখনায় ক্ষত হয়।

ii. ক্ষতস্থান বিবর্ণ হয়ে যায়

iii. ফুলকার রক্ত জমাট বাঁধে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                            খ) i ও iii

গ) ii ও iii                           ঘ) i, ii ও iii

২৪। গটি ইউরিয়ার ব্যবহারে কতভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়?

ক) ২০-৩০%                         খ) ৪০-৫০%

গ) ৬০-৭০%                          ঘ) ৮০-৯০%

২৫। নাইট্রোজেনের অভাব পূরণে কোন সার ব্যবহার করা হয়?

ক) ইউরিয়া                           খ) টি.এস.পি

গ) এমপি                              ঘ) সবুজ সার

২৬।ধ্বসা রোগ কোন ফসলের জন্য মারাত্মক?

ক) সরিষা                             খ) মুলা

গ) আলু                               ঘ) ধান

২৭। মৃত পাখি সৎকারের জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক) ফরমালিন                         খ) চুন

গ) ব্লিচিং পাউডার                     ঘ) ডিডিটি

২৮। গো-খাদ্য হিসেবে কত কেজি ইউরিয়া মেশানো খর খাওয়াতে হয়?

ক) ২ কেজি                           খ) ৩ কেজি

গ) ৪ কেজি                           ঘ) ৫ কেজি 

নিচের তথ্যের আলোকে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :

রহিম মিয়ার এক হেক্টর জমিতে ২০০ কেজি ইউরিয়া সার প্রয়োগ করে ২০০ মন ধান পেতেন। সম্প্রতি তিনি গুটি ইউরিয়া সার ব্যবহার শুরু করেছেন।

২৯। তিনি জমিতে কত কেজি গুটি ইউরিয়া প্রয়োগ করবেন? 

ক) ৭০-৮০                           খ) ১২০-১৩০

গ) ১৪০-১৬০                        ঘ) ১৮০-১৯০

৩০। তার জমিতে কত মণ বেশি ধান পেতে পারেন ?

ক) ১০-১৫                            খ) ১৫-২০

গ) ৩০-৪০                           ঘ) ৪০-৫০

৮ম শ্রেণীর ১ম ও ২য় অধ্যায় থেকে অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর উত্তর দেয়া হলঃ

১. পূর্ববাংলায় কৃষির আধুনিকায়ন শুরু হয় কখন?
উত্তর: পূর্ববাংলায় কৃষির আধুনিকায়ন শুরু হয় গত শতকের ষাটের দশকে।

২. FAO – এর পূর্ণরুপ কী?
উত্তর: FAO – এর পূর্ণরুপ- Food and Agricultural Organization.

৩. IRRI – এর পূর্ণরুপ কী?
উত্তর: IRRI – এর পূর্ণরুপ- International Rice Research Institute.

৪. IPM – এর পূর্ণরুপ কী?
উত্তর: IPM – এর পূর্ণরুপ- Integrated pest Management.

৫. BRRI – এর পূর্ণরুপ কী?
উত্তর: BRRI – এর পূর্ণরুপ – Bangladesh Rice Research Institute.

৬. HYV – এর পূর্ণরুপ কী?
উত্তর: HYV – এর পূর্ণরুপ- High Yielding Variety.

৭. VTI – এর পূর্ণরুপ কী?
উত্তর: VTI – এর পূর্ণরুপ- Vaterinary Training Institute.

৮. কৃষি কী?
উত্তর: ফসল, পশুপাখি, বন ও মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলে।

৯. কৃষির আধুনিকায়ন কী?
উত্তর: কৃষি একটি আদিম পেশা হলেও সময়ের সাথে জলবায়ু আবহাওয়া ও প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারকেই কৃষির আধুনিকায়ন বলে।

১০. কৃষিপ্রধান দেশ কাকে বলে?
উত্তর: যেসব দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল সেসব দেশকে কৃশিপ্রধান দেশ বলে।

১১. মৌসুম নির্ভরশীলতা কী?
উত্তর: ফসল যে মৌসুমে অনুকূল আহাওয়া পায় সেই মৌসুমে জন্মায় একেই মৌসুম নির্ভরশীলতা বলে।

১২. কালটিভার কী?
উত্তর: যেসব জাত অবিজ্ঞ কৃষকের পর্যবেক্ষণ, চয়ন ও নিরক্ষীণ প্রক্রিয়ার মাধ্যমে মৌসুম নির্ভরতা এড়িয়ে বিশুদ্ধ লাইন শনাক্ত ও উন্নয়ন করে তৈরি করা হয় তাকে কালটিভার বলে।

১৩. হাইব্রিড রাইস কাকে বলে?
উত্তর: যেসব ধান সব ধরনের নিয়ম- কানুন মেনে চাষ করলে প্রচলিত উচ্চ ফলনশীল ধানের চেয়েও বেশি ফলন পাওয়া যায় তাকে হাইব্রিড রাইস কাকে বলে।

১৪. মঙ্গা কী?
উত্তর: কোনো এলাকায় খাদ্যভাব দেখা দিলে তাকে মঙ্গা বলে।

১৫. জেনেটিক্যাল মডিফাইড (জিএস) ক্রপ কী?
উত্তর: সংকরায়ণ ও ক্রমাগত নির্বচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নকুন ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে।

১৬. অঙ্গজ প্রজজন কী?
উত্তর: উদ্ভিদের উপযুক্ত অঙ্গ ব্যবহার করে মাতৃগাছের সকল গুণাগুণ হুবহু পাওয়া যায় এইরুপ প্রজজন ঘটনাকে অঙ্গজ প্রজজন বলে।

১৭. গ্রিন হাউস কী?
উত্তর: শীতপ্রধান দেশে ফসল উৎপাদনের লক্ষ্যে তাপ ধরে রাখার জন্য কাচের তৈরি ঘরকে গ্রিন হাউস বলে।

১৮. আমাদের মৌলিক চাহিদাগুলো কী?
উত্তর: মানুষের ৫টি মৌলিক চাহিদা রয়েছে, এগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।

8th class agriculture book download

ভাষা, বাংলা ভাষা ও বাংলা লিপি
ভাষা, বাংলা ভাষা ও বাংলা লিপি
ই বুক কত প্রকার ও কি কি? (Ebook)
ই বুক কত প্রকার ও কি কি? (Ebook)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button