মাত্র ২০ মিনিটে বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল
বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল
১) মুদ্রার নাম “পেসো”
মনে রাখার শটটেকনিকঃ আজ কলম্বাস চিলি vs উরুগুয়ের ফুটবল match দেখবে
আজ=আর্জেন্টিনা
কলম্বাস=কলম্বিয়া
চিলি=চিলি
উরুগুয়ের=উরুগুয়ে
ফুট=ফিলিপাইন
বল=বলিভিয়া
match=মেক্সিকো
২) ক্রোনা: স্কেন্ডেনেশিয়ার ৫টি দেশের মধ্যে ৪টি দেশের মুদ্রার নাম ক্রোনা, শুধু ফিনল্যান্ডের ইউরো।
মনে রাখার শটটেকনিকঃ ‘ফিডে আসুন’
ফি= ফিনল্যান্ড
ডে= ডেনমার্ক
আ= আইসল্যান্ড
সু= সুইডেন
ন= নরওয়ে
৩) বিশ্বের যে সকল দেশের মুদ্রার নাম রুপি একনজরে দেখে নিব
শটটেকনিক: ’রুপির ভারিতে শ্রী নে পা সিচে মরে’
ভারিতে=ভারত
শ্রী=শ্রীলংকা
নে=নেপাল
পা= পাকিস্তান
সিচে= সিচেলিস
মরে= মরিসাস
৪) বিশ্বের যেসকল দেশের মুদ্রার নাম ‘রিয়েল’
মনে রাখার শটটেকনিক: ’ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সৌদি যায়’
ওমা= ওমান
ইয়ে = ইয়েমেন
ইরান
কাতা= কাতার
কম্বল= কম্বোডিয়া
সৌদি= সৌদি আরব
৫) বিশ্বের যেসকল দেশের মুদ্রার নাম ’ইউরো’
মনে রাখার শটটেকনিক: ABC জাল দিয়ে সানম্যারিনো FISH ধরে MAMA র কাছে SPAIN পাঠান’
A= অস্ট্রিয়া, আয়ারল্যান্ড
B= বেলজিয়াম, ভ্যাটিক্যান সিটি
C= সাইপ্রাস,
জা= জার্মানি,
ল= লুক্সেমবার্গ,
সানম্যারিনো= সানম্যারিনো
F= France, ফিনল্যান্ড
I= Italy
S=Spain
H= Holland
M= মোনাকো
A= এস্তোনিয়া
M= মন্টিনিগ্রো, মাল্টা
A= এন্ডোরা,
কাছে = কসোভো
S= স্লোভেনিয়া, স্লোভাকিয়া
P= পর্তুগাল
A= Athence(গ্রীস), আয়ারল্যান্ড
৬) পুথিবীর যে সকল দেশের মুদ্রার নাম শিলিং
মনে রাখার শটটেকনিকঃ ’তোর বেটি?’
তোর= তুরস্ক
বেটি= ভ্যাটিকান
৭) পাউন্ড যেসকল দেশে মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়।
শটটেকনিকঃ ’যুক্তরাজ্যে সিসা মিলে’
যুক্তরাজ্য= যুক্তরাজ্য
সি= সিরিয়া
সা= সাইপ্রাস
মি= মিশর
মি= মিশর
লে= লেবানন
৮ ) পৃথিবীর অনেক দেশেই ’ডলার’ তাদের নিজস্ব মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। একনজরে দেখে নিব ঐসকল দেশের নাম।
মনে রাখার শটটেকনিকঃ গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল।
গ= গায়ান
নি= নিউজিল্যান্ড
মা= মার্কিন যুক্তরাষ্ট্র
ঝী= জিম্বাবুয়ে
জা= জামাইকা
H= হংক
S= সিংগাপুর
C= কানাডা
B= বেলিজ
B= ব্রুনাই
A- এন্টিগুয়া ও বারমুডা,
অস্ট্রেলীয়া
গেল– গ্রানাডা
৯) মুদ্রার নাম: দিনার’
শটটেকনিকঃ আজ তিসা ও লিবা কই ডিনার করবে?
আ= আলজেরিয়া
জ= জর্ডান
তি= তিউনিশিয়া
সা= সার্বিয়া
লি= লিবিয়া
বাহ= বাহরাইন
ক= কুয়েত
ই= ইরাক