NTRCA PreparationStudy

বাংলা দেশাত্মবোধক সঙ্গীতের গীতিকার ও সুরকারের নাম-2022

ADX Ads

Table of Contents

ADX ads 2

বাংলা দেশাত্মবোধক সঙ্গীতের গীতিকার ওসুরকারের নাম

#মোরা একটি ফুলকে বাঁচাব বলে

গীতিকার : গোবিন্দ হালদার

সুরকার : আপেল মাহমুদ

#তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে

গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ

#জয় বাংলা, বাংলার জয়

গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার

সুরকার : আনোয়ার পারভেজ

#একতারা, তুই দেশের কথা বল রে এবার বল

গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার

সুরকার : আনোয়ার পারভেজ

#একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়

গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার

সুরকার : আনোয়ার পারভেজ

#একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা

গীতিকার : গোবিন্দ হালদার

সুরকার : আপেল মাহমুদ

#একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার দল?

গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল

#সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে

গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান

সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল

বাংলা দেশাত্মবোধক সঙ্গীতের গীতিকার ওসুরকারের নাম-

#পূর্বদিগন্তে সূর্য উঠেছে

গীতিকার : গোবিন্দ হালদার

সুরকার : সমর দাস

#নোঙ্গর তোলো, তোলো

গীতিকার : নইম গহর

সুরকার : সমর দাস

#মুক্তির মন্দির সোপানতলে

গীতিকার : মোহিনী চৌধুরী

সুরকার : কৃষ্ণচন্দ্র দে

#একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে

গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান

#সোনা, সোনা, সোনা; লোকে বলে সোনা

গীতিকার ও সুরকার : আবদুল লতিফ

#আমি বাংলায় গান গাই

গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়

#এই পদ্মা, এই মেঘনা

গীতিকার ও সুরকার : আবু জাফর

#যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই

গীতিকার ও সুরকার : হাসান মতিউর রহমান

#ধনধান্যে পুষ্পে ভরা

গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়

#সালাম সালাম হাজার সালাম

গীতিকার : ফজলে খোদা

সুরকার : আবদুল জব্বার

#কারার ঐ লৌহকপাট

গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম

#ভয় কী মরণে রাখিতে সন্তানে

গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস

#যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা

গীতিকার : নাসিম খান

সুরকার : সেলিম আশরাফ

#সব কটা জানালা খুলে দাও না

গীতিকার : নজরুল ইসলাম বাবু

সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল

#সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য

গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল

#সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

গীতিকার : মনিরুজ্জামান মনির

সুরকার : আলাউদ্দিন আলি

#প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

গীতিকার : মনিরুজ্জামান মনির

সুরকার : আলাউদ্দিন আলি

#একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার

গীতিকার : নইম গহর

সুরকার : অজিত রায়

#শোনো একটি মুজিবরের থেকে

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকার : অংশুমান রায়

#জনতার সংগ্রাম চলবেই

গীতিকার : সিকান্দার আবু জাফর

সুরকার : শেখ লুতফর রহমান

#রক্ত দিয়ে নাম লিখেছি

গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ

সুরকার : সুজেয় শ্যাম

বাংলা দেশাত্মবোধক সঙ্গীতের গীতিকার ওসুরকারের নাম-

#সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে?

গীতিকার ও সুরকার : মকসেদ আলি খান সাঁই

#বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকার : শ্যামল মিত্র

#ও মাঝি নাও ছাইড়া দে

গীতিকার : এসএম হেদায়েত

সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল

#বিচারপতি তোমার বিচার করবে যারা

গীতিকার ও সুরকার : সলিল চৌধুরী

#আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

গীতিকার : আবদুল গাফফার চৌধুরী

সুরকার : আলতাফ মাহমুদ

#মা গো, ভাবনা কেন?

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকার : সমর দাস

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button