Job Circular

বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (vumi sonskar board job circular 2022)

ADX Ads

বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (vumi sonskar board job circular 2022): একাধিক পদে ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ-www.lrb.gov.bd. ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ বিধি ও সরকারের প্রচলিত সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুসরণপূর্বক ভূমি সংস্কার বোর্ড ও বোর্ডের আওতাধীন বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার কার্যালয়সমূহের জন্য নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিচের শর্তসাপেক্ষে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।

ADX ads 2

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022, ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, ভূমি সংস্কার বোর্ড নিয়োগ, ভূমি সংস্কার বোর্ড নিয়োগ ২০২২, ভূমি সংস্কার বোর্ড নিয়োগ 2022, ভূমি সংস্কার বোর্ডে চাকরির সুযোগ, ভূমি সংস্কার বোর্ড চাকরি, Land Reforms Board job, Land Reforms Board job circular 2022, lrb job, www.lrb.gov.bd, lrb.teletalk.com.bd, gov job, govt job bd, govt job circular 2022, govt job circular bd, সরকারি চাকরি, সরকারি চাকরির খবর, সরকারি চাকরির খবর ২০২২, ভূমি সংস্কার বোর্ড সম্প্রতি লোকবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা আমাদের এই সাইটে আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ দিয়েছি।

বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

(vumi sonskar board job circular 2022)

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী
সংস্থা: ভূমি সংস্কার বোর্ড
বিজ্ঞপ্তি প্রকাশ: ১৯ জুন ২০২২
ক্যাটাগরি: ০৫ টি
শূন্যপদের সংখ্যা: ০৯ টি
চাকরির ধরণ: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
বেতন: নিচে দেখুন
আবেদন ফি: ৫৬/- ও ১১২/- টাকা
আবেদন মাধ্যম: অনলাইন
অনলাইনে আবেদন শুরু: ২৩ জুন ২০২২
আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২২

বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (vumi sonskar board job circular 2022)
বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (vumi sonskar board job circular 2022)

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য
নিচে ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অনুসারে শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য দেওয়া হলো-

০১. পদের নাম: কম্পিউটার অপারেটর
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা
গ্রেড: ১৪
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
বয়স: ১৮-৩০ বৎসর।

০২. পদের নাম: কম্পিউটার অপারেটর (অফিস সহকারী)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: HSC পাস।
বয়স: ১৮-৩০ বৎসর।

০৩. পদের নাম: রেকর্ড কীপার
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
বয়স: ১৮-৩০ বৎসর।

০৪. পদের নাম: গাড়িচালক (ড্রাইভার)
শূন্যপদের সংখ্যা: ০৩ টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস।
বয়স: ১৮-৩০ বৎসর।

০৫. পদের নাম: অফিস সহায়ক
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা
গ্রেড: ২০
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বয়স: ১৮-৩০ বৎসর।

*** বয়স গণনার তারিখ হলো ২৩ জুন ২০২২

আবেদন শুরুর সময়: ২৩ জুন ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া: সকল প্রার্থীকে অনলাইনে http://lrb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ।

অনলাইনে আবেদন করার নিয়ম

  1. আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদেরকে সর্বপ্রথম lrb.teletalk.com.bd এই ওয়েবসাইট Visit করতে হবে।
  2. Application Form অপশনে ক্লিক করুন।
  3. ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এ উল্লিখিত পদের লিস্ট এই পেজে প্রদর্শিত হবে। আপনার যোগ্যতা অনুসারে ০১ টি পদ সিলেক্ট করুন তারপর Next এ ক্লিক করুন।
  4. No সিলেক্ট করুন।
  5. ভূমি সংস্কার বোর্ডের চাকরির অনলাইন আবেদন ফরম এই পেজে পেয়ে যাবেন।

আবেদন ফি জমাদান পদ্ধতি

কিভাবে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন তা নিম্নে দেখানো হলো-

১ম SMS: LRB <স্পেস> User ID টাইপ করে 16222 নম্বরে Send করুন।

উদাহারণ: LRB ABCXYZ

২য় SMS: LRB <স্পেস> Yes <স্পেস> PIN টাইপ করে 16222 নম্বরে Send করুন।

উদাহারণ: LRB Yes 87654321

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022

19 জুন 2022 তারিখে প্রকাশিত Vumi sonskar board job circular নিচে PDF ডাউনলোড লিঙ্কসহ দেওয়া হলো-

বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (vumi sonskar board job circular 2022)
বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (vumi sonskar board job circular 2022)
বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (vumi sonskar board job circular 2022)
বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (vumi sonskar board job circular 2022)

শর্তাবলি সমূহঃ

নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান/কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২৩ জুন, ২০২২ খ্রি. তারিখে বয়স ১৮ হতে ৩০ বছর হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।

মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার সন্তানদের (মুক্তিযোদ্ধার নাতি নাতনি) বয়সের উর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের অনলাইনে দরখাস্ত দাখিলের সময় স্ব স্ব কর্তৃপক্ষের নিকট থেকে চাকরিতে
আবেদন করার জন্য ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল ছাড়পত্র প্রদর্শন করতে হবে।

৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র এবং মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। পুরণকৃত আবেদনের প্রিন্ট কপিসহ সত্যায়িত একসেট
সনদপত্রাদি দাখিল করতে হবে।

আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোন স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন। কোনো অসত্য তথ্য বা ভুয়া সনদ ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৮। অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইহুক প্রাণী http://lrb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পুরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

1. online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় : ২৩ জুন, ২০২২ খ্রি.
সকাল ১০.০০ ঘটিকা।
ii. online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ জুলাই, ২০২২ বিকাল ০৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে user ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২
(বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
খ. online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০x গ্রন্থ 300) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x গ্রন্থ ৮০) pixel স্ক্যান করে
নির্ধারিত স্থানে upload করবেন।
গ. online-এ আবেদনপত্রের পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র
করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
submit
নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন প্রার্থী একটি user ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি প্রার্থী online-এ পুরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষন করবেন।

6. SMS প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদান: online-এ আবেদনপত্র (Application Form) যথভাবে পূরণ করে teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ক্রমিক নং-১-৪ নং পদের জন্য ১০০/ (একশত) টাকা ও teletalk এর সার্ভিস চার্জ

১২.০০ টাকা সহ মোট ১১২/- (একশত বারো) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন এবং ক্রমিক ৫ নং পদের জন্য ৫০ টাকা ও teletalk এর সার্ভিস চার্জ ৬.০০ টাকা সহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্তApplicant’s copy পাবেন।

উক্ত Applicant’s Copy প্রাণী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি user ID নম্বর দেয়া থাকবে এবং user ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS LRB user ID লিখে send করতে হবে 16222 নম্বর। Example: LRB ABCDEF
Reply Applicant’s Name, TK 112/- or 56/ will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type LRB <space. Yes (space. PIN and send to 16222.

দ্বিতীয় SMS: LRB <space Yes <space, PIN লিখে send করতে হবে 16222 নম্বর। Exar le: LRB Yes 12345678
Reply: congratulations Applicat’s Name, payment completed successfully for LRB
application for post name user ID is (ABCDEF) and password (LRB)

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://lrb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে sms এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

ছ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://Irb.teletalk.com.bd অথবা www.lrb.gov.bd এর ওয়েব সাইটে এবং প্রাণীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরক) যথাসময়ে জানানো হবে। online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় হবে।

জ. SMS এ প্রেরিত user ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ওপরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন করবেন।

ক. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ user ID, serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

  1. user ID জানা থাকলে LRB ispace- HELP<space. USER space User ID and send to 16222 Example: LRB HELP USER 12345678
    ii. PIN number জানা থাকলে LRB <space Help<space, PIN<space PIN No and send to 16222
    Example: LRB HELP PIN 12345678
    iii. online-এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মোবাইল ফোন থেকে ১২১ এ কল করুন অথবা টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

এছাড়াও vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। (০৯) বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্যপদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে।
অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত
বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এই বিজ্ঞপ্তিটি সরাসরি ভূমি সংস্কার বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে (www.lrb.gov.bd) এবং বোর্ডের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।


(মো: রেজাউল কবীর)
উপ-ভূমি সংস্কার কমিশনার-১ (প্রশাসন)
সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি ভূমি সংস্কার বোর্ড, ঢাকা ফোন- ০২-৮১৭০১৫০ ই-মেইল dirc1@lrb.gov.bd

আড়ও পড়ুন

সকল স্কুল ও কলেজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । All School and College Job Circular 2022

চলমান সকল সরকারি-বেসরকারি চাকরির খবর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (all government job circular 2022)

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Railway Job Circular 2022 – railway.gov.bd apply

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Dhaka mas transit company job circular 2022)

বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । bari job circular 2022 apply online

সিটি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (city bank job circular 2022 apply online)

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । palli bidyut job circular 2022

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২ । duet job circular 2022

বাংলাদেশ হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । High Tech Park Job Circular 2022

সেভ দ্য চিলড্রেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Save the Children Job Circular)

বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (vumi sonskar board job circular 2022) pdf নিম্মে দেওয়া হলঃ

Related Keyword: সরকারি চাকরি, চাকরির বিজ্ঞপ্তি, সরকারী চাকরি বিডি, সপ্তাহিক চাকরির খবর, সকল সরকারি চাকরি, চাকরির বিজ্ঞপ্তি বিডি, নতুন চাকরীর বিজ্ঞপ্তি, বিডি চাকরি বিজ্ঞপ্তি, বিডি সরকারী চাকরী, চাকরির পাত্রিকা, সরকারী চাকরীর বিজ্ঞপ্তি, আজকের চাকরির খবর, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সংস্থার চাকরি, bd govt job circular, দৈনিক, সাপ্তাহিক চাকরির খবর, job vacancy, job application, job opportunities, job advertisement, প্রতিদিনের সরকারি চাকরির খবর,আজকের চাকরির খবর ২০২২, government jobs circular 2022, bd govt jobs, bd govt job circular, job circular in Bangladesh, bd job today, all jobs bd newspaper, government jobs in BD,সরকারি চাকরি-bd govt job circular, govt job application form, government job portal, new govt jobs, all govt jobs, sarkari job, gov jobs, chakrir khobor, saptahik chakriri khobor, chakrir dak, এনজিও চাকরি, বেসরকারি চাকরি ব্যাংক জবস আন্তর্জাতিক চাকরির সংবাদপত্রের চাকরি, ফ্রিল্যান্সিং জবস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button