Study

SEO Bangla Tutorial Full Course 2022

ADX Ads

Table of Contents

ADX ads 2

SEO Bangla Tutorial Full Course Part-01

SEO সম্পর্কিত লেখায়  সবাইকে স্বাগতম।বাংলা ভাষায় SEO সম্পর্কিত খুব বেশি কোর্স নেই,যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগ  পেইড ভার্সন। তা ””www.Mrsohag.com”” এর পক্ষ থেকে SEO নিয়ে একটি full course চালু করেছি।এডভান্স লেভেলের SEO Bangla Tutorial নিয়ে এই Full Course টি পাচ্ছেন  সম্পূর্ণ ফ্রি। আজকের এ পাঠে একেবারে খুঁটিনাটি থেকে শুরু করে সব ধরনের  SEO Method শেখানো হবে ।আশা করি মনোযোগ দিয়ে পড়লে এস. ই. ও সম্পর্কে ধারনা জন্মাবে ।

What is SEO?

SEO এর meaning হচ্ছে Search Engine Optimization. ওয়েবসাইট SEO করা থাকলে  Program এ তথ্য খোজ করলে আমাদের সাইটের কন্টেন্ট খুজে পেতে সহজ হয়। এতে করে সাইটে ভিসিটর বাড়ে। Good SEO দ্বারা সার্চ ইঞ্জিনগুলোর প্রথম পেজে আমাদের সাইটের কন্টেন্টগুলো রেংক  করা  সম্ভব। এজন্য ওয়েবসাইটকে SEO করা শেখাটা জরুরি।

আমরা যেকোন কিছু সার্চ ইঞ্জিন যেমন গুগলে কি-ওয়ার্ড দিয়ে সার্চ করি। তাই SEOএর প্রথম শর্ত হচ্ছে আমরা যে সাইট বিল্ড করব ঐটার জন্য ভাল কি-ওয়ার্ড নির্বাচন করা। আর গুগলে সাইটকে প্রথমে পেতে হলে সাইটের ভ্যালু খুবই দরকার।যে সাইটের ব্যাকলিংক বেশি সে সাইট তাড়াতাড়ি রেংক করবে। আশা করি SEO এর ব্যাপারটা খুব সহজ ভাষায় বুঝাতে পেরেছি। এ কোর্সে SEO বিষয়ে নিয়মকানুনসহ নিখুঁতভাবে বিস্তারিত ব্যাখ্যা করা হবে এবং কিভাবে রেংক করানো হয় তা লাইভ দেখানো হবে।মোটকথা,সাইটে ভিজিটির বাড়াতে অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে SEO করা।

কারণটা ব্যাখ্যা করছি- কিছুক্ষেত্রে দেখা যায়,খুব ভাল কন্টেন্ট থাকা সত্ত্বেও Visitor আসে না। এটা মুলত আপনার সাইটের  SEO না করে থাকার কারণ। বেশি বেশি ভিসিটর পেতে হলে আপনার সাইটের SEO করা লাগবে।এছাড়া খেয়াল রাখবেন যে, অনেকগুলো এলোমেলো টপিক নিয়ে না লিখে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ব্লগিং করুন।তাই একটা সাজেশন হচ্ছে- ভাল টপিক,ভাল Keyword রিস।র্চ করে ব্লগিং করুন। পোস্টে লিংক এলোমেলো না করে পোস্টের সাথে মিল রেখে সিরিয়াল অনুযায়ী দেবেন। তাহলে খুব দ্রুত রেংকিং করতে পারবেন ।SEO Bangla Tutorial Full Course 2022

প্রকারভেদঃ                                                

SEO প্রধানত ২ ধরনের হয়ে থাকে। যথাঃ

(১) Website এর Inside এ SEO গুলো করা হয় সেগুলোই হচ্ছে-অন পেইজ এসইও(On Page SEO).

On Page SEO হোয়াইট হ্যাট এসইওর একটি অংশ। এই অন পেইজ অপ্টিমাইজেশন ওয়েবসাইট এর ফলাফলকে Search Engine এ  আসতে সাহায্য করে থাকে ।

ব্যাবহার করা হয় নিচের পয়েন্ট গুলো On Page SEO   অপ্টিমাইজেশনের জন্য

  • Keyword Analysis
  • Competitor Analysis
  • Title Optimization
  • Meta Description Optimization
  • Heading (H1, H2, H3, H4, H5, H6)
  • Bxlod
  • Hyperlink                                                 
  • Alt Text
  • Permalink/ Slug/ URL Optimization
  • Image Optimization
  • Css & JavaScript Optimization
  • Speed Optimization
  • Internal Linking
  • External Linking
  • Sitemap
  • Robots.txt
  • Search Console Setup
  • Google Analytics

SEO Bangla Tutorial Full Course 2022

SEO Bangla Tutorial Full Course 2022
SEO Bangla Tutorial Full Course 2022

(২) আর, website এর বাইরে যে SEO করা হয় সেগুলোই হচ্ছে-Off Page SEO

Off Page SEO হ’ল হোয়াইট হ্যাট এসইওর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এটি অন পেইজ এসইওর চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ লিঙ্ক বিল্ডিং অফ পেইজ এর প্রধান অংশ, যা যেকোনো সাইটকে রেংক করতে সাহায্য করে থাকে ।

অফ পেইজ পেইজ  SEO অধীনে ব্যবহৃত কৌশলগুলি হ’ল –

  • Back linking
  • Directory Submission
  • Blogging
  • Social Bookmarking
  • Forum Posting
  • Blog Commenting
  • Photo Sharing
  • Video Marketing                               
  • Local Listing
  • Article / PDF Submission
  • Question-answer site
  • Business Reviews
  • Press Release
  • CSS Submission

এছাড়াও,

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ৩টি ভাগে বিভক্ত।

  1.  White Hat SEO
  2.  Black Hat SEO
  3. Grey Hat SEO                                                        
  4. White Hat SEO?

 White Hat SEO হল সার্চ ইঞ্জিনের গাইডলাইন (প্রধানত Google) অনুযায়ী ওয়েবসাইটটিকে অপ্টিমাইজ করা।

  • এটি  Organic SEO হিসাবে বিবেচিত হয়।
  • ব্যবহৃত কৌশলগুলি হল On Page Optimigetion and Off Page Optimigetion.
  • এই কৌশলটি Search ইঞ্জিনগুলি গ্রহণ করে।
  • সার্চ ইঞ্জিনগুলি দ্বারা নিষিদ্ধ হওয়ার ঝুঁকি White Hat ব্যবহারকারী ওয়েবসাইটগুলির পক্ষে খুব কম থাকে।
  • White Hat SEO ব্যবহার করা ওয়েবসাইটগুলির প্রভাব স্থির, ধীরে এবং দীর্ঘস্থায়ী আশা করা যায়।
  • Black Hat SEO?

Black Hat SEO সার্চ ইঞ্জিনগুলির গাইডলাইনগুলোকে কাজে লাগায় এবং পেইজ এর রেঙ্কিং বাড়ানোর জন্য নেগেটিভ পদ্ধতিগুলি ব্যবহার করে।

  • এটি আনএথিকাল SEO হিসাবে বিবেচিত হয়।
  • লিঙ্ক স্প্যাম, কীওয়ার্ড স্টাফিং, ক্লোকিং, হিডেন লিঙ্ক এবং টেক্সট কয়েকটি ব্ল্যাক হ্যাট SEO এর কৌশল।
  • Black Hat SEO এর অধীনে ব্যবহৃত কৌশলগুলি সার্চ ইঞ্জিনগুলির নির্দেশিকাগুলির পরিপন্থী এবং তাই এগুলো নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত।
  • Black Hat SEO ব্যবহার করে ওয়েবসাইটগুলি রেঙ্কিংয়ে দ্রুত বৃদ্ধি লাভ করে তবে এই পরিবর্তনটি অনাকাঙ্ক্ষিত হয়।
  • Grey Hat SEO?

Grey Hat SEO হ’ল এসইও যা ঝুঁকি নেয় অর্থাত ব্ল্যাক হ্যাট এসইওর সীমানা নির্ধারণ করতে পারে এমন কৌশল ব্যবহার করে।

  • Grey Hat SEO কৌশলগুলির মধ্যে কিছু ক্ষেত্রে বৈধ এবং আবার কিছু অবৈধ।
  • ডোরওয়ে পেইজএস, গেটওয়ে পেইজএস, ডুপলিকেট কন্টেন্ট এগুলো হ’ল Grey Hat SEO

Keyword Research

কীওয়ার্ড রির্সাচ হলো- User  সার্চ ইঞ্জিনে তথ্য সন্ধানের জন্য যে ধরনের Word ব্যাবহার করে থাকে তা খুঁজে বের করাকে কিওর্য়াড রির্সাচ বলে ।

Keyword  অনেক কিছুর উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারেঃ

  • ওয়েবসাইট – পেইজ এঁর সংখ্যা, ওয়েবসাইট এঁর গুণগতমান এবং সামগ্রীর ধরণ ইত্যাদি।
  • ওয়েবসাইটের উদ্দেশ্য – ব্র্যান্ড প্রচার করা, তথ্য সরবরাহ, বিক্রয় ইত্যাদি।
  • টার্গেট অডিয়েন্স এর উপর।
  • ইন্ডাস্ট্রি এবং প্রতিযোগিতা।ইত্যাদি আরও অনেক কিছু ।

  লক্ষ্য রাখতে হবে

Keyword Research এর ক্ষেত্রে –

  • পেজের কিওয়ার্ডের সাথে যেন কন্টেন্টের মিল থাকে,
  • কন্টেন্ট তথা কিওয়ার্ডের সাথে টাইটেল ট্যাগের মিল থাকতে হবে,
  • ওয়েব পেজের কিওয়ার্ডের সাথে হেডিং ট্যাগগুলোর মিল থাকা ভাল,
  • সাধারণ ভাবে সার্চেবল কিওয়ার্ড ব্যাবহার করাই ভাল,
  • এইচটিএমএল ডকুমেন্টের নাম, কন্টেন্ট তথা কিওয়ার্ডের সাথে মিল রেখে তৈরি করাই সর্বোত্তম ।

আরও পড়ুন

SEO Bangla Tutorial Full Course 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button