BCS PreparationNTRCA PreparationStudy

Preposition মনে রাখার কৌশল

ADX Ads

Table of Contents

ADX ads 2

Preposition মনে রাখার Technique

Preposition মনে রাখার কৌশল
Preposition মনে রাখার কৌশল

Prepositions এর ব্যবহার শেখার সহজ উপায়ঃ appropriate preposition ইংরাজী গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের  Prepositions এর ব্যবহার অবশ্যই শিখতে হবে। এছাড়া সরকারী চাকরী প্রার্থীরা তাদের বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য জেনারেল ইংলিশ-এর অংশ হিসাবে Prepositions এর ব্যবহারগুলি শিখতে হয়। কিন্তু, দেখা গেছে অনেক ছাত্রী তাদের নিয়মিত প্রাকটিসের অভাবে দরুণ Prepositions এর সাধারণ নিয়মগুলিও ভুলতে বসে। তাই তাদের জন্য আজকের পোষ্টে শেয়ার করা হল- preposition শেখার সহজ টেকনিক এবং Preposition মনে রাখার কৌশল। একটি সুন্দর ছড়া এবং গল্পের মাধ্যমে Preposition এর  ব্যবহারগুলি শেখা যাবে। 

Preposition মনে রাখার টেকনিক-

আজ আমি আপনাদের মজা করে preposition শেখাবো। তাহলে চলুন শুরু করা যাক।

আজ সকালে একটা মুরগির ডিম কিনে বাসায় যাচ্ছিলাম। কিসের ডিম মুরগির। এর বোঝালে of. দোকান থেকে from বাসার দিকে to. কিন্তু গতি শেষ বোঝাতে onto. হঠাৎ অনু আপু আর অরিন আপুর সাথে দেখা। সাথে বোঝালে with. আমি তাদের ডিম সিদ্ধ করে খাওয়াব। দুই ভাগ করলাম। একটা বড় আরেকটা ছোট। বড় জায়গার আগে in ছোট জায়গার আগে at. দুইজনের মধ্যে অমিল সৃষ্টি হলো। বিরোধ বোঝালে against. দুইজনের মধ্যে বোঝালে between.

হঠাৎ আহাদ ভাই আরিফ ভাই সালমান ভাই ববী আপু এপি আপু কনক ভাই আসল। বলল আমরাও চাই। রাজীব ভাই এসে সবার মাঝে ভাগ করে দিলেন। সবার মাঝে বোঝাতে among. রাজীব ভাই বলল আকাশ ভাই ডিম কার জন্য এনেছিলেন। জন্য for. ডিমের উপর লবণ দেওয়া। উপর বোঝালে on. একটা একটু উপরে মাছি ছিল। স্পর্শ ছাড়া উপরে on top of. একটা তেলাপোকা উপর দিয়ে উড়ে গেল।

উপর দিয়ে যাওয়া over. নিচে ছিল একটা প্লেট ছিল। নিচে beneath, beneath. পাশে ছিল চামচ। পাশে beside. খাওয়ার আগে ঝগড়া পরে মাসতী। আগে before পরে once. তারপর আমরা সবাই নৌকা দিয়ে নদী পার হয়ে রাস্তার ধার দিয়ে হাটছিলাম। নদী পার হওয়ার ক্ষেত্রে across, রাস্তার পাশে on. আমরা বনের মধ্যে যাচ্ছিলাম। কোনো কিছুর মধ্যে যাওয়া। through. হঠাৎ অনু আপু অরিন আপুকে বলল,

সর্বশেষ কবে ডিম খেয়েছেন? অরিন আপু বলল, আমি সর্বশেষ ডিম খেয়েছিলাম 2017 সালের জানুয়ারি মাসের one তারিখের সকাল eight টায়. বছরের আগে in, মাসের আগে in, দিনের বা তারিখের আগে on, বারের আগে on, সময়ের আগে at. রাজীব ভাই বললেন, ডিম সম্পর্কে আর কিছু বলা যাবে না। সম্পর্কে বোঝালে regarding. আমরা আমরা সন্ধ্যায় সবাই যার যার বাসায় চলে গেলাম। সন্ধ্যার আগে in. 

কেমন লাগলো জানাবেন।। আশা করি ভালো লেগেছে। অনেক preposition শেখা হয়ে গেছে. R acceptable preposition কোনো নিয়ম মানে না. তাই সেগুলো বাক্যে প্রয়োগ করে শিখতে হবে…

Share করে রাখুন পরে আবার পড়তে পারবেন।

Prepositions এর ব্যবহারগুলি মনে রাখার ছড়া বা কবিতাঃ

Preposition মনে রাখার অন্যতম সহজ টেকনিক । বিসিএস বা ব্যাংক এবং অন্যান্য চাকুরী পরীক্ষায় সহায়ক হবে।

দেশ, নগর, শহর এর ক্ষেত্রেঃ

এদের আগে in বসে।

সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী এর ক্ষেত্রেঃ

এদের আগে in বসে।

প্রভাত, দুপুর, গোধূলি, রাত এর ক্ষেত্রেঃ

এদের আগে at বসে।

সময়ের আগে at বসে।

দিনের আগে on বসে। ।

দিনের অংশ ভাগে in বসে।

Festival-এ at বসে।

নম্বরেও at বসে।

বস্তুর ক্ষেত্রে with বসে।

Person-এ by বসে।

পাশে বুঝাতেও by বসে।

যানবাহনের আগে in বসে।

দক্ষতায় অদক্ষতায় at বসে।

ছোট হলে at বসে।

বড় হলে in বসে।

বাহির থেকে ভিতরে into বসে।

ভিতর থেকে বাহিরে হয় out of

লেগে (স্পর্শ করে) থাকলে on বসে এবং না হলে above বসে।

শুরু থেকে বুঝাতে since বসে এবং না হলে for বসে।

গতি বুঝাতে (উপর দিয়ে) over এবং নিচে হলে under বসেশ

মাত্রা (স্তর) বুঝাতে below বসে।

সাথে বুঝাতে with বসে।

দিক বুঝাতে to বসে।

কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through বসে।

এ পাশ থেকে ওপাশে যেতে এর ক্ষেত্রে across বসে।

এর বুঝাতে of বসে।

Appropriate preposition মনে রাখার কিছু technique:

1.সকল প্রকার যোগ্য-অযোগ্য বুঝালে For বসে।

Example:

word:Fit,Unfit,Eligible,Qualified etc…Ex:He is fit for

the post…………..

2.উপকারী-অপকারী বুঝালে To বসে।

Ex.word:Useful,

Harmful,Injurious etc….Ex:Early rising is useful to health…….

3.নিশ্চিত কিছু বুঝালে Of বসে। Ex.word:Sure,Certain

etc…Ex:He is sure of his success……..

4.সন্তুষ্ট বা অসন্তুষ্ট বুঝালে With বসে। Ex.word:Content

,Discontent,Satisfied,Dissatisfied etc…Ex:He is

content with his result………

5.দোষী বা নিষ্পাপ বুঝালে Of বসে। Ex word:Innocent,G

uilty….. Ex:You are guilty of this act……

6. অবাক হওয়া বুঝালে At বসে। Ex.word:Startle

d,Surprised,Wondered,Amused….

For, To, Of, With, Of, At এর ক্ষেত্রে Preposition

১. সকল প্রকার যোগ্য-অযোগ্য বুঝালে সেক্ষেত্রে for বসে।

২. উপকারী-অপকারী বুঝালে সেক্ষেত্রে to বসে।

৩. নিশ্চিত কিছু বুঝালে সেক্ষেত্রে of বসে।

৪. সন্তুষ্ট বা অসন্তুষ্ট বুঝালে সেক্ষেত্রে with বসে।

৫. দোষী বা নিষ্পাপ বুঝালে সেক্ষেত্রে of বসে।

৬. অবাক হওয়া বুঝালে সেক্ষেত্রে at বসে।

আজ এ পর্যন্তই । অন্যদিন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button