Job Circular

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bgb job circular 2022 apply online)

ADX Ads

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bgb job circular 2022 apply online): বর্ডার গার্ড বাংলাদেশ নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ Border Guards Bangladesh (BGB) Job Circular 2022-বিভিন্ন পদে বিশাল নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজিবি নিয়ােগ ২০২২ সার্কুলার ৯৯ তম ব্যাচ জনবল নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশে সিপাহী পদে নিয়ােগ দেওয়া হবে। মহিলা ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে।

ADX ads 2

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

এই নিবন্ধে আমি বিজিবি চাকরির সার্কুলার সম্পর্কে সমস্ত বিবরণ আলোচনা করতে যাচ্ছি। প্রথমত, আমি শূন্য পদ এবং ক্যাটাগরি নিয়ে আলোচনা করি। তারপর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করুন। আরও, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে অর্থপ্রদান করতে হবে, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, আবেদনের ফি ইত্যাদি। তাই যথেষ্ট কথা বলা, আবেদনের জন্য শুরু করা যাক। আপনি অন্য চাকরির সার্কুলারও আবেদন করতে পারেন একইভাবে।

Border Guard Bangladesh BGB Job Circular 2022 www.bgb.gov.bd

বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের প্রাচীনতম ইউনিফর্মধারী বাহিনী। বাংলাদেশ রাইফেলস নামেও পরিচিত মানুষ। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি আধাসামরিক বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ হল বিজিবি। বিজিবি মূলত বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য দায়ী। বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ৪ হাজার ৪২৭ কিলোমিটার এলাকা রক্ষা করে। বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২২ নিচে ইমেজ আকারে দেখুন।

বিজিবি নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা সকল জেলা
চাকুরী সরকারী
প্রতিষ্ঠানবর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh)
শুণ্য পদ১টি
পদের সংখ্যা১৩৫০ জন আনুমানিক
শিক্ষাগত যোগ্যতানিন্মে
বয়স নিচে দেখুন
আবেদন শেষ সময়4 June, 2022
আবেদন মাধ্যমSMS
চাকরির খবর পেতেMrsohag.com
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bgb job circular 2022 apply online)

বিজিবি নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ | BGB Job Circular 2022

পদের নামঃ সিপাহী (জিডি) (পুরুষ/ মহিলা)

পদ সংখ্যাঃ ৬৪০ টি।

বেতন স্কেলঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

শিক্ষাগত যােগ্যতাঃ এসএসসি তে ৩.০০ ও এইচএসসি তে কমপক্ষে ২.৫০ পেয়ে উত্তীর্ণ

উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি (পুরুষ), ৫ ফুট ২ ইঞ্চি (মহিলা)

ওজনঃ ৪৯.৮৯ কেজি (পুরুষ), ৪৭.১৭ কেজি (মহিলা) ।

বয়সসীমাঃ ১১-১১-২০২২ তারিখে ১৮-২৩ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।

জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক

আবেদনকারীদের সাঁতার জানা আবশ্যক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bgb job circular 2022 apply online)
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bgb job circular 2022 apply online)

১। পদের নামঃ সুকানি (পুরুষ)

পদ সংখ্যাঃ ৮ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা যোগ্যতাঃ মাধ্যমিক/সমমানের ডিগ্রী।
২। পদের নামঃ কার্পেন্টার (পুরুষ)

পদ সংখ্যাঃ ২ টি বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা

যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস/সমমানের ডিগ্রী।
পদ সংখ্যাঃ ২ টি
৩। পদের নামঃ আয়া (মহিলা)

বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা

যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস/সমমানের ডিগ্রী।
৪। পদের নামঃ ওয়ার্ড বয় (পুরুষ)

পদ সংখ্যাঃ ১ টি বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা

যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস/সমমানের ডিগ্রী।
৫। পদের নামঃ বাবুর্চি (পুরুষ)
পদ সংখ্যাঃ ৩০ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা

যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস/সমমানের ডিগ্রী।
পদ সংখ্যাঃ ৭ টি
৬। পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)

বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা

যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস/সমমানের ডিগ্রী।
মুক্তিযোদ্ধার সন্তান/মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান হলে M (Freedom fighter code), আর মুক্তিযুদ্ধের সন্তান/ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান না হলে N দিতে হবে। রেজিস্ট্রেশন করার পর ফি প্রদান করা হলে আবেদন চূড়ান্ত বলে গৃহীত হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bgb job circular 2022 apply online)
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bgb job circular 2022 apply online)

BGB Job Circular Registration Process by SMS– www.bgb.gov.bd

আবেদনের নিয়মঃ

আগ্রহী প্রার্থীদের টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে।
BGB Trade Code SSC/JSC Board Code JSC/SSC roll Passing Year Home District Code Upazila Name Freedom Fighter Code – Send to 16222

BGB HSC PASS YEARHSC Board Name HSC Roll SSC Pass Year SSC Board Name SSC Roll Home District CodeUpozilla Name পাঠাতে হবে ১৬২২২ নম্বরে

উদাহরনঃ BGB 2021 DHA 147197 2017 DHA 147486 34 MUKTAGACHA SEND TO 16222

এসএমএসে পাঠানাে তথ্য যাচাই করে যােগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাঠানাে হবে। প্রাপ্ত পিন নম্বরসহ BGBYESPIN NumberContact Mobile Number লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

দ্বিতীয় এসএমএস পাঠানাের সময় মােবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মােট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানাে হবে। রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসর্টি সংরক্ষণ করতে হবে।

এসএমএস সংক্রান্ত বিষয়ে যেকোন সমস্যা সমাধান বা কোন কিছু জানার জন্য যেকোন মােবাইল থেকে ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে ফোন করে অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে। বর্ডার গার্ড বাংলাদেশ এ যােগ দিন সীমান্ত রক্ষার গর্বের অংশীদার হােন।

Recover BGB Registration Number:
Now to know BGB Job Circular Registration Recover Process, Let’s check the below process.

BGBHELP SSC BOARD KEYWORDSSC ROLL PASSING YEAR HOME DISTRICT CODEUPAZILLA NAME -> send it to 16222

Example: BGB HELP CHI 20154 2015 40 MIRPUR send it to 16222

Border Guard Bangladesh (BGB) Job Circular 2022 Application Form

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bgb job circular 2022 apply online)
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bgb job circular 2022 apply online)

বাংলার সকল সরকারি-বেসরকারি চাকরির খবর ২০২২ আমাদের ওয়েবসাইট Mrsohag.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন Mrsohag.com ওয়েবসাইটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button