তৃতীয় শ্রেণীর গণিত মডেল প্রশ্ন (class 3 mathematics model 2022 pdf)
তৃতীয় শ্রেণীর গণিত মডেল প্রশ্ন (class 3 mathematics model 2022 pdf): তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে তৃতীয় শ্রেণীর গণিত মডেল প্রশ্ন (class 3 mathematics model 2022 pdf) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর তৃতীয় শ্রেণীর গণিত মডেল প্রশ্ন (class 3 mathematics model 2022 pdf) অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। তৃতীয় শেণির গণিত বিষয়ের সব মডেল প্রশ্ন ও উত্তরগুলি নিচে দেওয়া হলো।
তৃতীয় শ্রেণীর গণিত মডেল প্রশ্ন (class 3 mathematics model 2022 pdf)
শ্রেনিঃ তৃতীয়
বিষয়ঃ গণিত
সময়ঃ ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমানঃ ১০০
১। সংক্ষেপে উত্তর উত্তরপত্রে লিখ ১ x ২০=২০
১। ৬ শতক ৬ দশক ও একক = কত?
২। ৮৯ এবং ৯৮ এর মধ্যে কোনটি বড় ?
৩। পাঁচ শতক থেকে ২ কম সংখ্যাটি কত?
৪। ৪ হাজার ০ শতক ৭ দশক ২ একক = কত?
৫। ৯৯৯ থেকে ২ বেশি সংখ্যাটি কত?
৬। ৫৬৩ সংখ্যাটিত শতকের ঘরের অংক কত ?
৭। ১৫টি দশ দ্বারা গঠিত সংখ্যাটি কত?
৮। ৩৪+৬৫ = কত?
৯। ৪৬২+৩২৩ = কত?
১০। ৯৯৯ থেকে ১০০০ এর জন্য কত প্রয়োজন ?
১১। ৪৫+৪৭২=১০০৪+৫০১= কত?
১২। ৫টি বিশ টাকার নোট কত টাকার সমান?
১৩। ৬৭৮-৩৪৭ কত?
১৪। ৪৭৫ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ২৫০ পাওয়া যাবে।
১৫। সৈয়দপুর গ্রামের জনসংখ্যা ৪৭২৫। পুরুষের সংখ্যা ২৯৫০ হলে নারীর সংখ্যা কত?
১৬। বিয়োগের হিসার কোন স্থানীয় অংক থেকে শুরু করতে হয়।
১৭। ৫টি বিশ টাকার নোট কত টাকার সমান ?
১৮। দুইটি রেখা যে বিন্দুতে মিলিত হয়ে কোন উৎপন্ন হয় করে তাকে কি বলে।
১৯। আয়তক্ষেত্রের প্রত্যেকাটি কোন কেমন।
২০। একটি বৃত্তের কতগুলো জ্যা থাকে ?
২। ৭৭৭৭ এবং ৬৮৯৯ দুটি সংখ্যা ।
(ক) সংখ্যা দুইটি কথায় লেখ
(খ) প্রথম সংখ্যাটির আগের সংখ্যাটি লিখ।
(গ) দ্বিতীয় সংখ্যা থেকে ৫০ বেশি সংখ্যাটি নির্ণয় কর।
৩। ৩৯৯, ৪০৯,৪৮০।
(ক) সংখ্যা তিনটির যোগফল নির্ণয় কর।
(খ) সংখ্যা তিনটির যোগফলে স্থানী মান নির্ণয় কর।
৪। একটি ক্রিকেট খেলায় তামিম ৯৭, সাকিব ১০৯, সাব্বির ৮৭, সুমন ৬৭ ও মুসফিক ৯৮ রান করেন।
(ক) প্রথম ৩ জন মোট রাত রান করেন ।
(খ) শেষের ৩ জন মোট রাত রান করেন।
(গ) তারা সবাই একত্রে কত রান করেন।
৫। ৭৮৯৯, ২৫০৪, ৩০২, ৯৯০ চারটি সংখ্যা।
(ক) প্রথম দুইটি সংখ্যা বিযোগফল কত?
(খ) শেষের দুটি সংখার যোগফল কত?
(গ) পথম দুইটি সংখ্যার বিয়োগফল ও শেষে্র ২টি সংখার যোগফলের পার্থক্য কত?
৬। রহিমা বেগম ১৫০০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৩৭৫ টাকার চাউল, ৫৩৫ টাকার মাছ ও ৩৫০ টাকার সবজি কিনলেন।
(ক) চাউলের চেয়ে মাছের দাম কত বেশি ?
(খ) মাছ ও সবজির দামের পার্থক্য কত ?
(গ) বাজার করার পর তার কাছে আর কত টাকা রইল ?
৭। মাহমুদা বেগম ১৫০০ ঢাকা নিরে বাজারে গেলেন। তিনি ৩৭৫ টাকার চাউল, ৫৩০ টাকার মাছ এবং ৩৫০ টকার সবজি কিনলেন।
(ক ) তিনি মোট কত টাকার বাজার করলেন ?
(খ ) তিনি যদি আরও ১০০-টাকার তেল কিনেন তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে ?
৮। একটি বিদ্যালয়ে ১৫৮৯ জন ছাত্র-ছানী আছে। ছাত্রীর সংখ্যা ৯৩৫ জন।
(ক ) ঐ বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত জন ?
(খ) বিদ্যালয় থেকে ছাত্রী ৫৭ জন চলে গেলে ছাত্রীর সংখ্যা কত জন হবে?
(গ) বিদ্যালয় থেকে ছাত্র ৪৫ জন চল গেলে ছাত্র সংখা কত হবে ?
৯। ২৭০৭, ১০১০১০, ৮৯০৫, ২৯०।
(ক) প্রথম ও তৃতীय সংখ্যাটি কখার লেখ ?
(খ) পদও সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাও ?
(গ) প্রদত্ত সংখ্যাগুলোর তৃতীয় সংখ্যাটির স্থানীয় মান লেখ ?
১০। প্রশ্নলার উওর দাও
(ক) ১। একটি কোন অংকন কর ।
২। অংকিত কোণের বৈশিষ্ট লিখ ?
(খ ) একটি বৃত্তের ব্যাসার্ধ ২ সেমি।
১। বৃওটি অংকন কর ।
২। অংকিত বৃত্তের বৈশিষ্ট লিখ ?
শিক্ষক সংস্করণ/শিক্ষক সহায়িকা- ৩য় শ্রেণি (প্রাথমিক গণিত) দেখতে বা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
তৃতীয় শ্রেণীর গণিত মডেল প্রশ্ন (class 3 mathematics model 2022 pdf)
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ৫ম শ্রেণির মডেল প্রশ্ন (pec science model question 2022 pdf download)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Mrsohag.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।