কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখার উপায়
বিভিন্ন চাকরি পরীক্ষায় ও এডমিশন পরীক্ষায় কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন এসে থাকে। তাই সহজে মনে রাখার জন্য কিছু শর্টকার্ট কৌশল ব্যবহার করা হলো-
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখার উপায়
প্রবন্ধ:
✔️ টেকনিক: ➽ দুর্দিনের যাত্রী রুদ্রমন্ডল রাজবন্দীর জবানবন্দীতে ধুমকেতুর মত যুগবাণী দিয়েছে।
প্রবন্ধ সমূহ দেখে নিন-
☑️ দুর্দিনের যাত্রী
☑️ রুদ্রমন্ডল
☑️ রাজবন্দীর জবানবন্দী
☑️ ধুমকেতু
☑️ যুগবাণী
উপন্যাস :
✔️ টেকনিক: ➽ কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল।
উপন্যাস সমূহ দেখে নিন-
☑️ কুহেলিকা
☑️ মৃত্যুক্ষুধা
☑️ বাঁধনহারা
নাটক:
✔️ টেকনিক: ➽ আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙ্গের শাড়ি পরেছে।
নাটক সমূহ দেখে নিন-
☑️ আলেয়া
☑️ মধুমালা
☑️ পুতুলের বিয়ে
☑️ ঝিলিমিলি
☑️ রঙ্গের শাড়ি
কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থ
✔️ টেকনিক: ➽ BJP VC
নিষিদ্ধ গ্রন্থ সমূহ দেখে নিন-
☑️ B=বিষের বাঁশী
☑️ J=যুগবাণী
☑️ P=প্রলয় শিখা
☑️ V=ভাঙ্গার গান
☑️ C=চন্দ্রবিন্দু
কাব্যগ্রন্থ : Kazi Nazrul Islam
✔️ টেকনিক: ➽ নতুন সন্ধায় সওগাত ও সঞ্চিতা মরুভূমিতে হাটতে ছিল।
হঠাৎ চক্রবাক ঝড় তাদের চিত্তহীন করে দেয়। প্রলয় শিখা ঝড়ে সিন্ধু ফুলে ফেপে চারপাশের সবকিছু ভেঙে জিঞ্জির করে দেয়।
কাব্যগ্রন্থ সমূহ দেখে নিন-
☑️ নতুন = নতুন চাঁদ
☑️ চিত্তহীন = চিত্তনামা
☑️ সিন্ধু = সিন্ধু-হিন্দোল
☑️ ফুলে-ফেপে=ফনিমণসা
☑️ সবকিছু = সর্বহারা
☑️ ভেঙে = ভাঙার গান
✔️ অগ্নিবীণা (kazi Nazrul Isalm )
কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ (1922) প্রকাশের দিক থেকে ২য়। এর প্রথম কবিতা প্রলয়য়োল্লাস, ২য় কবিতা বিদ্রোহী। ৩য় কবিতা রক্তাম্বরধরণী, মা-এই কবিতাটির জন্যই কাব্যগ্রন্থটি বৃটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয় তবে কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয়নি।
কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমারকে উৎসর্গ করেন ।
☑️ মোট কবিতা ছিল: ১২টি ।
☑️ বিদ্রোহী কবিতাটি: ১ম বিশ্বযুদ্ধের অবক্ষয় ও ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে রচিত ।
কাজী নজরুলের ইসলামের কাব্যগ্রন্থ মনে রাখার কৌশল
অগ্নিবীণা কাব্যের ১২ টি কবিতা মনে রাখার কৌশল,
সাম্যবাদী কাব্যগ্রন্থে ১১ টি কবিতা মনে রাখার কৌশল,
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ মনে রাখার কৌশল,
কাজী নজরুল ইসলামের নাটক মনে রাখার কৌশল,
কাজী নজরুল ইসলামের গল্প মনে রাখার কৌশল,
কবি নজরুলের নিষিদ্ধ ৫টি গ্রন্থ মনে রাখার কৌশল,
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা মনে রাখার কৌশল,
কাজী নজরুল ইসলামের উপাধি,
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখার উপায়
কাজী নজরুল ইসলামের বিভিন্ন বাক্যগ্রন্থে কবিতার সংখ্যা,
কাজী নজরুল ইসলামের উৎসর্গ কর্ম।