প্রাইমারি ভাইভা অবিজ্ঞতা ৭ | DPE viva voice 2022
প্রাইমারি ভাইবা অবিজ্ঞতা ৭ | DPE viva voice 2022: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। একেকটি উপজেলায় প্রতিদিন ৪০ থেকে ৭০ জনের পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রাথমিকের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে তাঁদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
প্রাইমারি ভাইবা অবিজ্ঞতা ৭ | DPE viva voice 2022
মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা
আঁখি সাহা, সহকারী শিক্ষক, মুশুরীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার, ঢাকা।
প্রাইমারি ভাইবা অবিজ্ঞতা ১
অনুমতি নিয়ে মৌখিক পরীক্ষার কক্ষে প্রবেশ করলাম।
আঁখি সাহা: আসসালামু আলাইকুম স্যার।
পরীক্ষক-১: ওয়াআলাইকুম আসসালাম, বসুন।
পরীক্ষক-১: ফাইলটা দেন এবং এই কাগজে স্বাক্ষর করুন।
আঁখি সাহা: সব সনদ ও অন্যান্য কাগজ দিলাম এবং স্বাক্ষর করলাম।
পরীক্ষক-২: আপনার নাম আঁখি সাহা?
আঁখি সাহা: জি, স্যার।
পরীক্ষক-২: ‘আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো’ কবিতাটির নাম এবং কে লিখেছেন?
আঁখি সাহা: সার্থক জনম আমার, রবীন্দ্রনাথ ঠাকুর।
পরীক্ষক-২: আঁখি শব্দের ২টি সমার্থক শব্দ বলতে পারবেন কি?
আঁখি সাহা: চোখ, নেত্র।
পরীক্ষক-১: স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণি পেয়েছেন?
আঁখি সাহা: জি, স্যার।
পরীক্ষক-২: প্রাথমিকে চাকরি করবেন বলে আসছেন, নাকি আপাতত চাকরি দরকার, তাই আসছেন?
আঁখি সাহা: স্যার, চাকরি দরকার এটা যেমন সত্য, তেমনি পেশা হিসেবে শিক্ষক হতে চাই, সেটা ধ্রুব সত্য। আর প্রাইমারির শিশুদের পড়ানোটা একদিকে যেমন চ্যালেঞ্জিং তেমনি আনন্দদায়ক। তাই আমি আগ্রহী।
পরীক্ষক-১: হিসাববিজ্ঞান কী?
আঁখি সাহা: যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং নির্দিষ্ট সময় শেষে সঠিক ফলাফল নিরূপণ করে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাকে হিসাববিজ্ঞান বলে।
পরীক্ষক-২: ধরুন, আপনার কোনো আত্মীয়ের বিয়েতে যাওয়ার সময় রাস্তায় গিফটের টাকা ছিনতাই হয়ে গেল।এতে আপনার প্রতিষ্ঠানের কেমন ক্ষতি হবে এবং কেমন এন্ট্রি হবে?
আঁখি সাহা: স্যার, ক্ষতিটা আমার ব্যক্তিগত। হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী আমি এবং আমার প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা। এমন ঘটনা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে না। তাই এন্ট্রি হবে না।
পরীক্ষক-২: আপনি মাস্টার্স করেছেন কোন প্রতিষ্ঠান থেকে?
আঁখি সাহা: সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।
পরীক্ষক-২: Govt. এর পূর্ণরূপ কী এবং বানান করুন।
আঁখি সাহা: গভর্নমেন্ট, GOVERNMENT
পরীক্ষক-১: মাস্টার্সের বাংলা অর্থ ও বানান কী?
আঁখি সাহা: স্নাতকোত্তর।
পরীক্ষক-২: মানুষ মাত্রই ভুল। ইংরেজিতে অনুবাদ করেন।
আঁখি সাহা: To err is human.
পরীক্ষক-২: আপনার জন্ম সাল কত?
আঁখি সাহা: ১৯৮৯
পরীক্ষক-২: ‘আমি ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেছি’ ইংরেজিতে অনুবাদ করুন।
আঁখি সাহা: I was born in 1989.
পরীক্ষক-২: ‘আমি গ্লাসটি ভেঙে ফেলেছি’ অনুবাদ করুন
আঁখি সাহা: I have broken the glass.
পরীক্ষক-২: আপনার পরিধেয় শাড়িটি অত্যন্ত সুন্দর এবং রুচিসম্মত।
আঁখি সাহা: স্যার, এটি জামদানি শাড়ি।
পরীক্ষক-২: জামদানি জিআই পণ্য হিসেবে ঘোষিত হয় কত সালে?
আঁখি সাহা: ২০১৬ সালে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি।
পরীক্ষক-১: ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত?
আঁখি সাহা: ২।
পরীক্ষক-২: একজন ছাত্র ৫০০ নম্বরের মধ্যে ৪০০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল?
আঁখি সাহা: ৪০০*১০০/৫০০=৮০%।
পরীক্ষক-৩: নাচ, গান, আবৃত্তি অথবা অন্য কিছু পারেন?
আঁখি সাহা: স্যার, গান পারব। ‘সুন্দর, সুবর্ণ, তারণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য।’
পরীক্ষক-২: আপনার কণ্ঠ বেশ ভালো।
আঁখি সাহা; ধন্যবাদ স্যার।
পরীক্ষক: ধন্যবাদ, আপনাকে। আপনি এখন আসুন
আঁখি সাহা: ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।
প্রাইমারি ভাইভা অবিজ্ঞতা ৭ | DPE viva voice 2022
আমরা আমাদের Mrsohag.com ওয়েবসাইটে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হন তাহলে আমাদের Mrsohag.com ওয়েবসাইটে থাকা অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি গুলো নিম্নে দেখতে পারেন। আপনি যদি প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমাদের Mrsohag.com ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট চলমান সরকারি চাকরির খবর পেতে মিঃ সোহাগ ডট কম এর সাথেই থাকুন। আমরা আমাদের মিঃ সোহাগ ডট কম ওয়েবসাইটে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সহ পরীক্ষার রুটিন ও পরীক্ষার রেজাল্ট এবং চাকরির প্রস্তুতি বিষয়ে দিয়ে থাকি।