Job Circular

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ | Palli Bidyut Job Circular 2022

ADX Ads

চলমান সময়ে একটি পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। আর আপনি একজন চাকরি প্রত্যাশী প্রার্থী হয়ে। যদি এই Palli Bidyut Job Circular 2022 এর মধ্যে আবেদন করতে চান। তাহলে আপনার কি রকম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে। সেই বিষয় গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। যে আলোচনা থেকে আপনি জানতে পারবেন, পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তে মোট কত গুলো পদ রয়েছে। এবং কোন পদের জন্য কেমন বেতন স্কেল রয়েছে।

ADX ads 2

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Palli Bidyut Job Circular 2022

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে নিম্নোক্ত শর্তাবলী প্রতি পালনের শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভাবে “বিলিং সহকারী (কাজ নাই মজুরী নাই)” পদে জনবল নিয়োগের প্যানেল তৈরীর নিমিত্তে ছকে বর্ণিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে। যোগ্যতা সম্পন্ন মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিম্নোক্ত ছকে পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জয়নগর, চন্ডিপুর, ফুলবাড়ী, বিরামপুর, দিনাজপুর। শেখ হাসিনা উদ্যোগ। মোবাইল নং-০১৭৬৯৪০১১২৮, ই-মেইল – dpbstwo@gmail.com, ওয়েব সাইট- www.pbs2.dinajpur.gov.bd

পদের নাম: বিলিং সহকারী

“কাজ নাই মজুরী নাই” (মহিলাদের জন্য সংরক্ষিত)

  • শূন্য পদের সংখ্যা: ১০ (দশ) টি (নিয়োগ প্রদানকালীন পদ সংখ্যা কম/বেশী হতে পারে)
  • আবেদনের সময়সীমা ও প্রার্থীর বয়স: ১১/১০/২০২২ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ বছর ও অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর।
  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
  • এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পর্যন্ত। (১১/১০/২০২২খ্রিঃ পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।)
  • প্রার্থীর কম্পিউটারে ও গাণিতিক বিষয়ে ভাল জ্ঞান থাকতে হবে।
  • প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০টি ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।
  • মজুরী: দৈনিক ৮০০.০০ (আটশত) টাকা

যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: Palli Bidyut Job Circular 2022

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাস কারী দিনাজপুর জেলার, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, পার্বতীপুর ও হাকিমপুর উপজেলার যোগ্যতা সম্পন্ন শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

অন্যান্য শর্তাবলী: পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • নির্ধারিত আবেদন ফর্ম (ভার্সন-০১) দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওয়েব সাইট (www.pbs2.dinajpur.gov.bd) হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। (পূরণযোগ্য প্রবেশ পত্র সহ)।
  • আবেদন ফরম A-4 সাইজের কাগজে হতে হবে।
  • নির্ধারিত আবেদন ফর্ম (ভার্সন-০১) ব্যতীত অন্য কোন আবেদন ফর্মে আবেদন করলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্মটি আবেদনকারী কে স্বহস্তে পূরণ করতে হবে।
  • নির্ধারিত আবেদন ফর্ম টি যথাযথ ভাবে পূরণ করা না হলে। বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্ৰাৰ্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোন গড়মিল পাওয়া গেলে। আবেদন পত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। 
  • যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদন পত্রের কোন অংশ প্রযোজ্য না হয়। সেক্ষেত্রে “প্রযোজ্য নয়” উল্লেখ করতে হবে।
  • আবেদন পত্রের সাথে প্রার্থীর চাহিত সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ পত্রের অনুলিপি। (মার্কশীট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়), নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে)।
  • এবং জেনারেল ম্যানেজার, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ২, ফুলবাড়ী, বিরামপুর, দিনাজপুর এর অনুকূলে ১০০.০০ (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
  • বর্ণিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালীন কম/বেশী হতে পারে।
  • প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদন পত্রে প্রদত্ত অন্যান্য যে কোন তথ্য অসম্পূর্ণ বা অসত্য প্রমাণিত হলে। কিংবা কোন অসঙ্গতি পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল করা হবে।
  • এ ধরণের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ভবিষ্যতে কোন ক্রমেই স্থায়ী করা হবে না। এবং এ বিষয়ে প্রার্থীর কোন দাবিও গ্রহণযোগ্য হবে না। কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী যতদিন প্রয়োজন ততদিন “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে এ নিয়োগ বলবৎ থাকবে।
  • কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
  • নিয়োগ পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। এছাড়াও পুরণ কৃত ফর্মে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
  • বর্ণিত পদে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
  • প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হলে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর যে কোন অফিসে চাকুরী করতে বাধ্য থাকবেন।
  • দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বোর্ড পরিচালক/মহিলা পরিচালক গণের অথবা অত্র পবিসে কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং তাদের স্বামী বা স্ত্রীর রক্ত সম্পর্কীয় কেউ আবেদন করতে পারবেন না। 
  • তথ্য গোপন করে রক্ত সম্পৰ্কীয় কেউ আবেদন করে নিয়োগ প্রাপ্ত হলে। এবং পরে যদি তা উদঘাটিত হয় তাহলে কোন রকম নোটিশ ব্যতিরেকেই তাৎক্ষণিক ভাবে তাকে চাকুরিচ্যুত করা হবে।
  • আবেদনকারী দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবর খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক নির্ধারিত ছকে (ক্রমিক নং-০১) আবেদন পত্র স্বহস্তে পূরণ করে। চাহিত কাগজ পত্রাদি সংযুক্ত করে আগামী ০৫/১০/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে। জেনারেল ম্যানেজার, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, জয়নগর, চন্ডিপুর, ফুলবাড়ী, বিরামপুর, দিনাজপুর বরাবর ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে।
  • বিলম্বে প্রেরিত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

সাধারণ নির্দেশাবলী: Palli Bidyut Job Circular 2022

  • পরীক্ষার দিন অবশ্যই প্রবেশ পত্র টি সাথে আনতে হবে। প্রবেশ পত্র ছাড়া পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না।
  • নির্ধারিত সময়ের অন্ততঃ ১৫ (পনের) মিনিট পূর্বে প্রার্থী কে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্র দেয়ার ৩০:০০ মিনিট পর কোন পরীক্ষার্থী কে পরীক্ষা কক্ষে/কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা শেষ হওয়ার পূর্বে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না।
  • কোন কারণে পরিদর্শকের অনুমতি নিয়ে একবার পরীক্ষা কক্ষ ত্যাগ করলে পুনরায় পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না। উত্তর পত্র পূরণের জন্য বলপেন ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহার করা যাবে না। পরীক্ষা কক্ষে কোন ব্যাগ, বই পত্র, লেখাযুক্ত বা সাদা কাগজ এবং মুঠো ফোন ও ক্যামেরা আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • তবে পরীক্ষার হলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এখানে পাসপোর্ট সাইজের এক কপি ছবি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আপনার পিন চাকুরীর আবেদন পত্রের সঙ্গে মিল রেখে হাজিরা তালিকা, উত্তর পত্র এবং অন্যান্য কাগজ পত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর এক ও অভিন্ন হতে হবে।
  • পরীক্ষা শেষে পরীক্ষার্থী কে নিজ আসনে অবস্থান করে অবশ্যই প্রশ্ন পত্র সহ উত্তরপত্র টি পরিদর্শকের নিকট জমা দিতে হবে।
  • উল্লিখিত নিয়মা বলী ভঙ্গ করলে অথবা পরীক্ষা কক্ষে কোনরূপ অশোভন আচরণ করলে। কর্তব্যরত পরিদর্শক উক্ত পরীক্ষার্থী কে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করতে পারবেন। 
  • ক্ষেত্রবিশেষে পরিদর্শক গোপনীয় ভাবে উক্ত পরীক্ষার্থীর রোল নম্বর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট জমা দেবেন। এবং কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজন বোধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুলিপিঃ পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • নির্বাহী পরিচালক, বাপবিবো, ঢাকা।
  • পরিচালক, পবিস মনিটরিং ও ব্যঃ পঃ (উঃঅঃ)/ পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাপবিবো, ঢাকা।
  • সিনিয়র সিস্টেম এনালিস্ট, আইসিটি পরিদপ্তর, বাপবিবো, ঢাকা (ওয়েবসাইটে প্রকাশের জন্য অনুরোধ জানানো হলো)।
  • জেলা প্রশাসক, দিনাজপুর।
  • পুলিশ সুপার, দিনাজপুর।
  • নির্বাহী প্রকৌশলী (এসওডি), বাপবিবো, দিনাজপুর।
  • সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার
  • উপজেলা নির্বাহী অফিসার………….
  • উপজেলা, দিনাজপুর।
  • মেয়র……..পৌরসভা, দিনাজপুর।
  • ডিজিএম, কারিগরী/পার্বতীপুর/ঘোড়াঘাট/নবাবগঞ্জ জোনাল অফিস, দিনাজপুর পবিস-২।
  • এজিএম (ওএন্ডএম), হিলি/আমবাড়ী সাব-জোনাল অফিস, দিনাজপুরপবিস-২

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button