NTRCA Preparation

বাংলা ব্যাকরণ কাকে বলে ও কত প্রকার কি কি

ADX Ads

Table of Contents

ADX ads 2

বাংলা ব্যাকরণ

আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণ থেকে কিছু তুলে ধরার চেষ্টা করব । চলো শুরু করা যাক-

ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণ কাকে বলে ও কত প্রকার কি কি
বাংলা ব্যাকরন কাকে বলে ও কত প্রকার কি কি

ব্যাকরন কাকে বলে?

ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। ব্যাকরণগ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে।

বাংলা ব্যাকরন কাকে বলে?

যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে।

বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ। তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম ‘এ আমার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’। ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। ১৮৩৩ সালে প্রকাশিত রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ’ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।

বাংলা ব্যাকরণ ও নির্মিতঃ

ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। এই ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়।

বাংলা ব্যাকরণ কাকে বলে ও কত প্রকার কি কি

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কি কি?

ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে, যথা – 

  1. ধ্বনিতত্ত্ব, 
  2. রূপতত্ত্ব, 
  3. বাক্যতত্ত্ব ও 
  4. অর্থতত্ত্ব।

ধ্বনিতত্ত্ব

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

রূপতত্ত্ব

রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।

বাক্যতত্ত্ব

বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে পদ ও বৰ্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্বে আলোচিত হয়ে থাকে।

অর্থতত্ত্ব

ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

বাংলা ব্যাকরণ শেখার সহজ কৌশলঃ 

১।প্রথমেই বলি, ব্যাকরণে প্রায় সব ছাত্রছাত্রীই দুর্বল। তার কারণ ব্যাকরণ শেখার চেষ্টা না করা এবং ভয়ে ব্যাকরণ থেকে দূরে থাকা। এর কারন হচ্ছে- উপর আছে ভুল শিক্ষা এবং বাজে ব‌ই পড়ে মাথায় ভুল ধারণা ঢুকিয়ে নেওয়া। ভুলের গোলকধাঁধায় পড়লে সেখান থেকে বেরিয়ে না এলে কোনো দিনই ব্যাকরণ শেখা যাবে না। তাই নিজের দুর্বলতা ভুলে নতুন করে শএখার চেষ্টা করতে হবে।

২। নিয়মিত ব্যাকরন বই অনুশীলন করতে হবে।

৩। ব্যাকরণের উদাহরন বুঝে বুঝে পড়ার চেষ্টা করা।

বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তরঃ

সঠিক উত্তরে টিক চিহ্ন দাও।

১. ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে

ক. বাক্যতত্ত্ব

খ. ব্যাকরণ

গ. অর্থতত্ত্ব

ঘ. রূপতত্ত্ব

২. বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?

ক. ১৫৫৩

খ. ১৭৪৩

গ. ১৭৭৮

ঘ. ১৯৪৮

৩. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?

ক. উইলিয়াম কেরি

খ. রামমোহন রায়

গ. হরপ্রসাদ শাস্ত্রী

ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

৪. ‘গৌড়ীয় ব্যাকরণ’-এর রচয়িতা কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. উইলিয়াম কেরি

ঘ. রামমোহন রায়

৫. ভাষার ক্ষুদ্রতম উপাদান ক. ধ্বনি

খ. অক্ষর

গ. শব্দ

ঘ. বাক্য

৬. ‘বাগ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক. ধ্বনিতত্ত্ব

খ. রূপতত্ত্ব

গ. অর্থতত্ত্ব

ঘ. বাক্যতত্ত্ব

৭. শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে

ক. ধ্বনিতত্ত্ব

খ. রূপতত্ত্ব

গ. অর্থতত্ত্ব

ঘ. বাক্যতত্ত্ব

৮. নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়?

ক. শব্দগঠন

খ. প্রতিশব্দ

গ. অক্ষর

ঘ. কারক

ঘ. বাক্যতত্ত্ব

৯. বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?

ক. অর্থতত্ত্ব

খ. রূপতত্ত্ব

গ. ধ্বনিতত্ত্ব

১০. শব্দগঠন নিয়ে আলোচনা করা হয়

ক. ধ্বনিতত্ত্বে

খ. রূপতত্ত্বে

গ. অর্থতত্ত্বে

ঘ. বাক্যতত্ত্বে

১১। বাংলা ব্যাকরনের জনক কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. বঙ্কিমচন্দ্র

গ. শাহ মুহাম্মদ সগীর

ঘ. হেলহেড

বাংলা ব্যাকরণ বই pdf Download

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button