Study

নবম দশম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর ২০২২

ADVERTISEMENT

Table of Contents

নবম দশম শ্রেণির বিজ্ঞান কিছু প্রশ্ন উত্তর পর্ব

প্রান প্রিয় পাঠক–পাঠিকা বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নবম দশম শ্রেণির বিজ্ঞান বইয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে  আলোচনা করার চেষ্টা করব। কারণ– বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন কমন থাকে। তাহলে শুরু করি  বিজ্ঞান বইয়ের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনাঃ

নবম দশম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব  ১–২০

১। জীববিজ্ঞানের জনক কে ?

উত্তরঃ এ্যারিস্টোটল ।

২। জীবের সার্বিক অঙ্গস্থানিক গঠন বর্ণনা করে জীববিজ্ঞানের কোন শাখা ?

উত্তরঃ মরফোলজি বা অঙ্গসংস্থান ।

৩। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কে আলোচিত হ য়?

উত্তরঃ প্যালিওনটলজি বা প্রত্নতত্ত্ববিদ্যায় ।

৪। জীবের শ্রেণিবিন্যাস ও দ্বি নাম করণের জনক কে ?

উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস ।

৫। জীবের শ্রেণিবিন্যাসে কতটি ধাপ রয়েছে ?

উত্তরঃ ৭টি ।

৬। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম

উত্তরঃCopsychus saularis

7। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?

উত্তরঃ এন্টোমোলজি ।

৮। নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার ?

উত্তরঃ ২প্রকার । যথা : আদি কোষ , প্রকত কোষ ।

৯ । কাজের ভিত্তিতে কোষ কত প্রকার ?

উত্তরঃ ২প্রকার । দেহ কোষ , জনন কোষ ।

১০ । কোষের শক্তির উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস হলো

উত্তরঃ মাইটোকণ্ড্রিয়া ।

১১। প্লাস্টিড কত প্রকার ?

উত্তরঃ ৩প্রকার । ক্রোমো, ক্লোরো , লিউকো

১২। প্রাণিকোষ বিভাজনে সহায়তা করে কোন কোষীয় অঙ্গানু ?

উত্তরঃ সেন্ট্রিওল্

১৩। গলজি বস্তু কোথায় পাওয়া যায় ?

উত্তরঃ প্রাণি কোষে

১৪ । জীব কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে

উত্তরঃ লাইসোজোম

১৫। উদ্ভিদ টিস্যু প্রধানত কত প্রকার ?

উত্তরঃ ২প্রকার । ভাজক , স্থায়ী

১৬। স্থায়ী টিস্যু কত প্রকার ?

উত্তরঃ ২ প্রকার । সরল , জটিল

১৭। সরল টিস্যু কত প্রকার ?

উত্তরঃ ৩প্রকার । প্যারেনকাইমা, কোলেনকাইমা , স্কেরেনকামইমা

১৮ । জটিল টিস্যু কত প্রকার ?

উত্তরঃ ২ প্রকার । জাইলেম ও ফ্লোয়েম

১৯ । জাইলেম টিস্যুর কোষ কোন গুলো

উত্তরঃ ট্রাকিড , ভেসেল , জাইলেম , প্যারেনকাইমা, জাইলেম ফাইবার ।

২০। প্রাণিটিস্যুর কত প্রকার ?

উত্তরঃ ৪ প্রকার । আবরণী, যোজক, পেশি, স্নায়ু টিস্যু ।

৯ম–১০ম বিজ্ঞান বইয়ের প্রশ্ন উত্তর পর্ব ২১–৪০

২১। আবরণী টিস্যু কত প্রকার ?

উত্তরঃ ৩ প্রকার

২২। হৃদপেশি বা কার্ডিয়াক পেশি কেমন ?

উত্তরঃ এক ধরণের অনৈচ্ছিক পেশি ।

২৩। স্নায়ু টিস্যুর একক কী?

উত্তরঃ নিউরণ

২৪। বৃক্কের একক

উত্তরঃ নেফ্রণ

২৫। কোষ বিভাজন কত প্রকার ?

উত্তরঃ ৩ প্রকার । অ্যামাইটোসিস, মাইটোসিস (দেহ কোষে), মিয়োসিস (জনন কোষো।

২৬। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল , ঈস্ট প্রভৃতিতে কোন কোষ বিভাজন হয় ?

উত্তরঃ অ্যামাইটোসিস

২৭। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টি?

উত্তরঃ ৫ টি । প্রোফেজ, প্রো–মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ।

২৮। কোষ বিভাজনের কোন পর্যাযে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে ?

উত্তরঃ মেটাফেজ

২৯ । কোন কোষ বিভাজনের কারণে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে ?

উত্তরঃ মাইটোসিসে ।

৩০ । জৈব মুদ্রা বা জৈব শক্তি নামে পরিচিত

উত্তরঃ ATP

৩১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ATP – কত কিলোক্যালরি শক্তি আবদ্ধ হয় ?

উত্তরঃ ৭৩০০

৩২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পর্যায় কতটি ?

উত্তরঃ ২টি ।

৩৩. C4 – উদ্ভিদ কারা ?

উত্তরঃ ভুট্টা, আখ, মুথা ঘাস ।

৩৪ ।কোন আলোতে সালেকসংশ্লেষণ হয় না ?

উত্তরঃ সবুজ ও হলুদ ( লাল আলোতে বেশি)

৩৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অপটিমাম তাপমাত্রা

উত্তরঃ ২২–৩৫ ডিগ্রি সেলসিয়াস

৩৬। ক্লোরোফিলের প্রধান উপাদান

উত্তরঃ নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম

৩৭। শ্বসনের অপটিমাম তাপমাত্রা

উত্তরঃ ২০–৪৫ ডিগ্রি সেলসিয়াস

৩৮।সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি ?

উত্তরঃ অক্সিজেন ।

৩৯। উদ্ভিদের মুখ্য পুষ্টি কয়টি ?

উত্তরঃ ৯টি । Mg, K, Na, C, H , O, P, S

৪০। উদ্ভিদের গৌণ পুষ্টি কয়টি ?

উত্তরঃ ৭টি ।

নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই এর প্রশ্নোত্তর পর্ব ৪১–৬০

৪১। কিসের অভাবে পাতা হলুদ হয়ে যায় ?

উত্তরঃ নাইট্রোজেন

৪২। কিসের অভাবে পাতা, ফুল, ফল ঝরে যায় ও উদ্ভিদ খর্বাকার হয় ?

উত্তরঃ ফসফরাসের

৪৩। কিসের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ ও মৃত অঞ্চল সৃষ্টি হয় ?

উত্তরঃ পটাসিয়াম

৪৪। কিসের অভাবে উদ্ভিদের ফুলের কুড়ি জন্ম ব্যাহত হয় ?

উত্তরঃ বোরন

৪৫। খাদ্যপ্রাণ বলা হয় কাকে ?

উত্তরঃ ভিটামিনকে

৪৬। সুষম খাদ্যে আমিষ: চর্বি : শর্করা

উত্তরঃ ৪: ১:১

৪৭। দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত ?

উত্তরঃ ৭–৮ গ্লাস

৪৮। কোন খাবারে সবচেয়ে বেশি আমিষ আছে ?

উত্তরঃ মুরগির মাংস ( ২৫.৯/ ১০০ গ্রাম ) মসুর ২৫.১ গ্রাম ।

৪৯। একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈহিক ওজনের কত % পানি ?

উত্তরঃ ৪৫–৬০ % ( অন্য জায়গা দেওয়া আছে — ৬০–৭৫%)

৫০। রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে কোন রোগ হ য় ?

উত্তরঃ রক্তশূন্যতা বা এ্যানিমিয়া ।

৫১। মুখগহ্বরে খাদ্যকে পিচ্ছিল করে কে ?

উত্তরঃ লালা গ্রন্থি থেকে নিঃসৃত মিউসিন

৫২। লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম ?

উত্তরঃ টায়ালিন ও মলটেজ।

৫৩। মানুষদের স্থায়ী দাঁত কত প্রকার ?

উত্তরঃ ৪ প্রকার ।

৫৪। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ?

উত্তরঃ যকৃত । একে জীবনের রসায়ন গবেষণাগার বলা হয় ।

৫৫। কোন এনজাইম আমিষকে এ্যামাইনো এসিড এসিডে পরিণত করে ?

উত্তরঃ পেপসিন ও ট্রিপসিন (

৫৬। কোন এসিড পাকস্থলীতে খাদ্য পরিপাকে সহায়তা করে ?

উত্তরঃ হাইড্রোক্লোরিক এসিড

৫৭। ডায়ারিয়া হয় কিসের কারণে?

উত্তরঃ রোটা ভাইরাসের

৫৮। সুগন্ধ ও দুর্গন্ধ কোন প্রক্রিয়া বাতাসে ছড়ায় ?

উত্তরঃ ব্যাপন

৫৯। প্রোটোপ্লাজমের কত % পানি ?

উত্তরঃ ৯০ %

৬০ । শুকনা কিসমিস ফুলে ওঠে কোন প্রক্রিয়া ?

উত্তরঃ অভিস্রবণ

বিজ্ঞান বিভাগের প্রশ্ন উত্তর পর্ব ৬১–৮০

৬১ । গাছের পাতা শুকিয়ে যায় না কেন ?

উত্তরঃ প্রস্বেদনের কারণে

৬২। রক্ত উপাদান কত প্রকার ?

২ প্রকার । রক্তরস ও রক্তকনিকা

৬৩। রক্ত কণিকা কত প্রকার ?

– ৩ প্রকার । লোহিত , শ্বেত ও অনুচক্রিকা

৬৩। জীবনীশক্তির মুল কী ?

উত্তরঃ রক্ত

৬৪। রক্তে রক্তরসের পরিমাণ কত ?

উত্তরঃ ৫৫ভাগ

৬৫। কিসের জন্য রক্ত লাল হয় ?

উত্তরঃ হিমোগ্লোবিনের জন্য ।

৬৬। হিমোগ্লোবিনের কাজ কী?

উত্তরঃ অক্সিজেন পরিবহন

৬৭। শ্বেত কণিকা কোন প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করে ?

উত্তরঃ ফ্যাগোসাইটোসিস

৬৯। রক্ত তঞ্চনে সহায়তা করে ?

উত্তরঃ অনুচক্রিকা

৬০। রক্তের গ্রুপ কয়টি ?

উত্তরঃ ৪টি । A, B, AB, O . 

৬১. সর্বজনীন দাতা গ্রুপ কে ?

উত্তরঃ ও

৬২। সর্বজনীন গ্রহিতা কে ?

উত্তরঃ AB

৬৩। একজন সুস্থ মানুষের দেহ থেকে কত লিটার রক্ত বাহির করে নিলে কোন অসুবিধা হয না ?

উত্তরঃ ৪৫০ মি.লি

৬৪ । মানবদেহে প্রতি সেকেন্ড কি পরিমাণ লোহিত কণিকা উৎপন্ন হ য়?

উত্তরঃ ২০ লক্ষ

৬৫। হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ?

উত্তরঃ ৪টি

৬৬। হৃদপিন্ডের সংকোচনকে বলে

উত্তরঃ সিস্টোল

৬৭। হৃদপিন্ডের প্রসারণকে বলে

উত্তরঃ ডায়াস্টোল

৬৮। একজন আদর্শ মানুষের রক্তচাপ

উত্তরঃ ৮০/১২০ ।

৬৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২০২০ সালে বিশ্বের এক নম্বর মরণব্যাধি হবে

উত্তরঃ স্ট্রোক ও করোনারি ধমনির চাপ

৭০। রক্তচাপ মাপা হয

উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার

৭১। আমাদের শরীরের জন্য উপকারী কোলেস্টরল কোনটি ?

উত্তরঃ HDL

72. আমাদের রক্তে LDL – এর পরিমাণ

উত্তরঃ ৭০%

৭৩. অ্যানজিনা কী?

উত্তরঃ হৃদপিন্ডে রক্ত চলাচল কমে গেলে ব্যথা অনুভূত হওয়া

৭৪। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ায় ভিটামিন তৈরিতে ভূমিকা রাখে কে ? –

উত্তরঃ কোলেস্টেরল

৭৫। ব্লাড ক্যান্সারকে বলা হয়

উত্তরঃ লিউকোমিয়া ( শ্বেত কণিকার আধিক্য

৭৬। বাতজ্বর হয় কী কারণে ?

উত্তরঃ স্ট্রেপটোকক্কাস অনুজীবের কারণে

৭৭। শ্বাসনালি সংক্রান্ত রোগ

উত্তরঃ হাপানি, ব্রংকাইটিস , নিউমোনিয়া (ফুসফুসের । ব্যাকটেরিয়া) , যক্ষ্মা ( বায়ু বাহিত) ।

৭৮। রক্ত সম্পূর্ণ অকোজো ও বা বিকল হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার পদ্ধতিকে বলে

উত্তরঃ ডায়ালাইসিস

৭৯। মানব দেহে কতটি হাড় রয়েছে ?

উত্তরঃ ২০৬টি

৮০। কলমে মূল গজানো, অকালে ফল ঝড়ে যাওয়া রোধ ও বীজহীন ফল তৈরি ব্যবহৃত হয় কোনটি?

উত্তরঃ অক্সিন

নবম দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রশ্ন উত্তর পর্ব ৮১–১০০

৮১ । ফুল ফোটাতে, বীজের সুপ্তাবস্থা দৈর্ঘ্য কমাতে , এবং অঙ্কুরোদগমে ব্যবহৃত হয় ?

উত্তরঃ জিবেরেলিন

৮২। ফল পাকাতে

উত্তরঃ ইথিলিন

৮৩। জীবনের রাসায়নিক দূত হলো

উত্তরঃ হরমোন

৮৪। গুরু মস্তিষ্ক বলা হয়

উত্তরঃ সেরিব্রামকে

৮৫। পনস কোথায় থাকে ?

উত্তরঃ পশ্চাৎমস্তিষ্কে

৮৬। অ্যাক্সন ও ডেনড্রাইট কার অংশ

উত্তরঃ নিউরণের

৮৭। মানব মস্তিষ্কে উদ্দীপনার বেগ

উত্তরঃ প্রায় ১০০ মিটার

৮৮। একটি নিউরণের অ্যাক্সেনের সাথে দ্বিতীয় নিউরণের ডেনড্রাইটের সংযোগ স্থলকে বলা হয়

উত্তরঃ সিনাপসিস

৮৯। ইনসুলিন হরমোন নিঃসৃত হয় ……

উত্তরঃ আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স থেকে ।

৯০ । পারকিনসন্স রোগ কিসের ?

উত্তরঃ মস্তিষ্কের ।

৯১। এপিলেপসি রোগ কিসের ?

উত্তরঃমস্তিষ্কের

৯২। একটি সম্পূর্ণ ফুলে কয়টি অংশ ?

উত্তরঃ ৫টি

৯৩। জবা, কুমড়া , সরিষা ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?

উত্তরঃ কীটপতঙ্গ

৯৪। ধানের ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?

উত্তরঃ বায়ুর মাধ্যমে

৯৫। পাতা শ্যাওলা ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?

উত্তরঃ পানি

৯৬। কদম , শিমুল , কচু ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?

উত্তরঃ প্রাণীপরাগী

৯৭। প্রাণীর প্রজনন হয় কত প্রকারে?

উত্তরঃ ২ প্রকারে / যৌন ও অযৌন

৯৮ । এইডস রোগ আবিষ্কৃত হয় কবে ?

উত্তরঃ ১৯৮১

৯৯। এইডস রোগের জীবাণু শরীরে প্রবেশের কতদিন পর লক্ষণ প্রকাশ পায় ?

উত্তরঃ ৬মাস

১০০। জীবের বংশগতি ও বিবর্তন আলোচিত হয়

উত্তরঃ জেনেটিক্সে

নবম দশম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব  ১০০–১১৯

১০১ । বংশগতির বাহক ও ধারক

উত্তরঃ জিন

১০২ । ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে বলে

উত্তরঃ লোকাস

১০৩। বংশগতির ভৌতভিত্তি হলো

উত্তরঃ ক্রোমোসোম

১০ ৪। ডিএনএর আনবিক গঠন আবিষ্কার করেছেন কে?

উত্তরঃ ওয়াটসন ও ক্রিক ( ১৯৫৩সালে )

১০৫। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা

উত্তরঃ ৪৬টি বা ২৩ জোড়া । ২২ জোড়া অটোজোম , ১ জোড়া সেক্স ।

১০৬। ডিএনএ বিশ্লেষণ পদ্ধতিকে বলা হয়

উত্তরঃ সেরোলজি

১০৭। জেনেটিক ডিসঅর্ডার জনিত রোগ

উত্তরঃ থ্যালাসেমিয়া ( লোহিত কণিকার আধিক্য ) , ক্লালার ব্লাইন্ড

১০৮। পরিবেশে জীব উপাদানগুলো কত প্রকার ?

উত্তরঃ ৩ প্রকার । খাদক, উৎপাদক, বিয়োজক

১০৯। কমেনসেলিজমের ( দুটি উদ্ভিদের মধ্যে একজন উপকৃত হওয়া) উদাহরণ

উত্তরঃ রোহিণী উদ্ভিদ

১১০। মিউচুয়ালিজম ( উভয় উদ্ভিদ উপকৃত হওয়া) উদাহরণ

উত্তরঃ মৌমাছি, প্রজাপতি, পোকামাকড়ের বাদুড় এর সাথে গাছের সম্পর্ক ।

১১১ । সিমবায়োসিস কি?

উত্তরঃ একই সাথে একাধিক উদ্ভিদ বসবাসের করলে তাদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে ।

১১২। বায়োটেকনলোজি শব্দটি প্রথম ব্যবহার করেন

উত্তরঃ কার্ল এরিক

১১৩। টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করা হয় তাকে কি বলে ?

উত্তরঃ এক্সপ্লান্ট

১১৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপাদিত জীবকে বলে

উত্তরঃ GMO ( Genetically Modified Organism ) , GE ( Genetically Engineered , Transgenic

১১৫। ছোট দিনের উদ্ভিদ

উত্তরঃ চন্দ্রমল্লিকা , ডালিয়া

১১৬। বড় দিনের উদ্ভিদ

উত্তরঃ লেটুস , ঝিঙা

১১৭। আলোক নিরপেক্ষ দিনের উদ্ভিদ

উত্তরঃশসা , সূর্যমুখী

১১৮।শৈত প্রদান করে ফুল ধারণ কে ত্বরান্বিত করার প্রক্রিয়াকে বলে

উত্তরঃ ভার্নালাইজেশন

১১৯। বীজ বপনের পর কত তাপমাত্রা প্রয়োগ করলে উদ্ভিদের স্বাভাবিক পুষ্প প্রস্ফুটন ঘটে ?

উত্তরঃ ২–৫ডিগ্রি সেলসিয়াস ।

নবম দশম শ্রেণির বিজ্ঞান বই এর প্রশ্ন ও উত্তর পর্ব –০২

০১। প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন – ৫০%।

০২। খাদ্যের উপাদান – ৬টি।

০৩। আমিষের গঠনের একক – অ্যামাইনো এসিড।

০৪। মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে – ২০ ধরনের।

০৫। মানুষের প্রধান খাদ্য – শর্করা।

০৬। পানিতে দ্রবনীয় ভিটামিন – B,C।

০৭। ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে – থায়ামিন।

০৮। দৈনিক পানি পান করা উচিত – ২–৩ লিটার।

০৯। ব্রাইন বলা হয় – লবনের দ্রবনকে।

১০। পুষ্টির ইংরেজী শব্দ – Nutrition।

১১। কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে – ভিটামিন ই ও লাইসিন।

১২। কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত – ১:২:১।

১৩। খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত – শর্করা।

১৪। FRUIT SUGAR বলা হয় – ফ্রুকটোজকে।

১৫। আমিষের শতকরা নাইট্রোজেন পরিমান – ১৬%

১৬। আমিষের মৌলিক উপাদান কয়টি – ৪টি

১৭। ইলিশের প্রোটিন আছে – ২০

১৮। মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে – ৮০ ভাগ।

১৯। আমিষের অভাবে হয় – ম্যারাসমাস রোগ।

২০। মহিষের দুধে শক্তির পরিমান – ১১৭ ক্যালরী।

নবম দশম শ্রেণির বিজ্ঞান বই এর প্রশ্ন ও উত্তর পর্ব –০৩

২১। শক্তি উৎপাদক খাদ্য – শর্করা।

২২। ভিটামিন এভাবে রোগ – রাতকানা জেরপথ্যালমিয়া।

২৩। খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় – ২০ ধরনের।

২৪। ভিটামিন বি – ২০ প্রকার।

২৫। প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন – ৯গ্রাম।

২৬। খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক – কিলোক্যালরী।

২৭। Quetelet Index বলা হয় – BMI।

২৮। BMI– Body Mass index

২৯। দেহের চর্বি পরিমান নিদের্শক – BMI।

৩০। BMI– ওজন/(উচ্চতা)^২।

৩১। BMIএর অপর নাম – QLI।

৩২। বোরহানিতে পাওয়া যায় – ল্যাকটিক এসিড।

৩৩। ভিনেগার কী – অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।

৩৪। তামাকে কোন পদার্থ থাকে – নিকোটিন, ক্যাফেইন।

৩৫। ধূমপান করার উপাদানটি নাম – Nicotina।

৩৬। সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় – আফ্রিকায়।

৩৭। পরিপোষক ইংরেজী শব্দ – Nutrients।

৩৮। উৎপত্তিগত আমিষ – ২ প্রকার।

৩৯। মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম – ২ভাগ।

৪০। মানবদেহে ওজনের মোট পানি – ৬০ থেকে ৭৫ভাগ।

৪১। মানবদেহে ফসফরাসের প্রয়োজন – ৫গ্রাম।

৪২। এসিডোমিস হয় – পানির অভাবে।

৪৩। মানুষের মৃত্যু হয় – ১০% পানির অভাবে।

৪৪। মানবদেহের বৃদ্ধির সময়সীমা – ২০ থেকে ২৪ বছর।

৪৫। পুষ্টি – ৪ প্রকার।

সর্বোপরি, নবম দশম শ্রেণির বিজ্ঞান বইয়ের সকল প্রশ্ন উত্তর নিয়ে একই আর্টিকেলে শেষ করা সম্ভব নয়। এখানে শুধু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে  নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই ছাড়া অন্যান্য বিষয়ে নিয়ে আলোচনা করা  হবে। আজকের টপিক নিয়ে কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আরও পড়ুন

ADVERTISEMENT

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button