BCS PreparationNTRCA Preparation

চাকরির পরীক্ষার ইংরেজির নিচের রুলস গুলো থেকে প্রশ্ন আসে

ADX Ads

বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্নাবলি

 বিসিএস প্রিলি সহ বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষার ইংরেজির নিচের রুলস গুলো থেকে প্রশ্ন আসে ।

ADX ads 2

 বিভিন্ন মরণ Die কে সহজেই মনে রাখুন

 He failed not of cholera, not from gorging, not for his country, not by bane or by run over machine, but in peace

. ● Die of ( complaint) রোগে মারা গেলে

 ● From (an effect) বেশি খেয়ে মারা গেলে

 ● For (a cause) দেশের জন্য মারা গেলে

 ● By ( accident/ bane) দুর্ঘটনায় মারা গেলে

 ● In ( peace) শান্তি প্রতিষ্ঠায় মারা গেলে

 ● Die down বিলুপ্ত হওয়া

 ● Die down বেগ প্রশমিত হওয়া

 ● Die off গাদা গাদা মরা

 ● Die out বিলুপ্ত হওয়া

 আরো কিছু Rules

 ● কোন Sentence এর মাঝখানে যদি কমা থাকে এবং এই কমার পর verb থাকে তাহলে verb এর সাথে ing যোগ করতে হয় ।

 ● যেমন

● He went down, ( leaving) me alone.

 গুরুত্বপূর্ণ একটি Rule

 ● It’s no good

 ● It’s no use

 ● It’s nice/ It was nice

 ● It’s crazy/ It was crazy এগুলোর পরপরই যে verb থাকে তার সাথে ing যোগ করতে হয় ।

 যেমন It’s no use (talking) to him.

 “ All” এর পরে Plural Verb বসে কিন্তু প্রবাদ বাক্য বা Proverbial Word এর পক্ষে Verb Singular হয় ।

 উদাহরণ

 ● All men ( be) present.

 = All men were/ are present.

 সকল ব্যক্তিই উপস্থিত ছিল ।

 ● All that ( shimmer) isn’t gold.

 = All that glitters isn’t gold.

 চক চক করিলেই সোনা হয় না ।

Used_to_এর বিশেষ ব্যবহার

 ★ Habituated to ব্যবহার করা হয় যখন কেউ অতীতে কোন কাজে অভ্যস্ত ছিল কিন্তু এখন আর নেই বা সেই কাজ এখন আর করা হয় না ।

 ★ গঠন প্রণালীঃ

 Rule01 used to verb in Simple form

#rulle_02 কিন্তু be (am/ is/ are/ was/ were)/ get used to (verb ing)

 যেমনঃ

 01) I used to enjoy fresh air in the morning.

 02) I was used to enjoying fresh air in the morning.

 Must = আবশ্যক বুঝায় ।

 যেমনঃ 01) Every Muslim must supplicate Five times Salat.

 ★ অন্যদিকে have to/ has to = করতে হবে কিন্তু আবশ্যক নয় বুঝায় ।

 যেমনঃ Every Muslim has to supplicate nafal Salat.

 ★ এছাড়া Had better = বরং ভাল বুঝায় ।

 যেমনঃ You had better go home now. (তোমার বরং বাড়ী চলে যাওয়ায় ভাল)

 কিছু শব্দ Verb এবং Noun হিসাবে বাক্যে ব্যবহৃত হয় ।

 যেমন

 ● Water (verb) = He waters in the theater.

 ● Water (noun) = The water of the pond is fresh

 ● Study (verb) = He studies well.

 ● Study (noun) = My study room is fine.

 ● Place (verb) = He placed his argument.

 ● Place (noun) = This is a veritably good place.

 ● Move (verb) = They move in the area.

 ● Move (noun) = what are you moving?

 Modal supplementary verb যেমন can, could, may, might, should, would, ought to, used to, must ইত্যাদি থাকলে মূল verb-এর present form হয় । যেমন He can ( do) it fluently. Ans. He can do it fluently.

 Everybody should ( respect) his parents.

 Ans. Everybody should admire his parents.

 It may ( rain) a moment. Ans. It may rain a moment.

 আরো কিছু রুলস

 সাধারণত It’s time, it’s high time, wish ইত্যাদির পরে subject ও type-এ মূল verb থাকলে verb-এর once form হয় ।

. যেমন It’s time you ( finish) a course on English language.

 Ans. It’s time you finished a course on English language.

 I wish I could ( sing). Ans. I wish I could sing.

 আবার, It’s time, it’s high time-এর পর যদি type-এ মূল verb থাকে, তবে ওই verb-এর আগে to বসবে এবং ওই verb অপরিবর্তিত থাকবে ।

. যেমন It’s time ( play). Ans. It’s time to play.

 It’s high time ( stage) for the deluge-affected people.

 Ans. It’s high time to stand by the deluge-affected people.

 As if, as however, wish ইত্যাদি থাকলে subject-এর পরে be verb-এর পরিবর্তে were বসে । যেমন He behaves as if he ( be) a leader.

 Ans. He behaves as if he were a leader.

I wish I ( be) a millionaire.

 Ans. I wish I were a millionaire.

 Adjective-এর আগে the বসলে subjectটি plural হয় এবং তদনুযায়ী verb বসে ।

 যেমন The righteous (to be) blessed.

 Ans. The righteous are blessed.

 The poor ( live) from hand to mouth.

 Ans. The poor live from hand to mouth.

 Can’t help, couldn’t help, look forward to, with a view to, get used to, mind ইত্যাদির পরে verb-এর সঙ্গে ing যুক্ত হয় ।

. যেমন He came to Dhaka with a view to ( find) a job.

 Ans. He came to Dhaka with a view to changing jobs.

 I can not help ( laugh).

 Ans. I can not help laughing.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button