BCS Preparation

ইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশল

ADX Ads

বিসিএস ও যেকোন প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য আজকে আপনাদের জন্য থাকছে ইংরেজি সাহিত্যের শর্টকাট সাজেশন। এখানে সকল কবি সাহত্যিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তাদের উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো সহজে মনে রাখার টেকনিক দেওয়া হয়েছে। এটুকু পড়লে অন্ততঃ 10 টা প্রশ্ন কমন পাবেন আশা করি

ADX ads 2

সংক্ষেপে ইংরেজি সাহিত্য সম্পর্কে A to Z | English Literature শর্টকাট সাজেশন | বিসিএস ও চাকরি প্রস্তুতি

উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো মনে রাখার কৌশলঃ

কমেডি>কৌশলঃ ATM Card’s LaW

A= As You Like It, All’s Well That Ends Well

T= The Tempest, Twelfth Night, The Taming of the Shrew, Two Gentlemen of Verona

M= The Merchant of Venice (Story of a Jew), Measure for Measure, The MidSummer Night’s Dream, Much Ado About Nothing, Merry Wives of Windsor

C= Comedy of Errors

L= Love’s Labor’s Lost

W= The Winter’s Tale

ট্রাজেডি> কৌশলঃ মনে রাখতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ারের প্রতিটি ট্রাজেডিই. কোনো না কোনো ব্যক্তির নাম। যেমনঃ

1. Julius Caesar

2. Antony and Cleopatra

3. Hamlet

4. Macbeth

5. King Lear

6. Romeo and Juliet

7. Othello > Story of a Moor

Charles Dickens এর novel

মনে করুন ইনি DC ছিলেন, তার সময়ে TOP,Great but খুব Hard ছিলেন।

এবার মিলিয়ে নিন:

D= David Copperfield, Dorrit (little Dorrit), Dombey and son

C=Christmas carol,The chimes,the cricket on the hearth.

TOP

T= A tale of two cities,

O= oliver twist

P=The Pickwick papers

Great= great expectation

But= the battle of life, bleak house

Hard= hard times

S T Coleridge:

>>Romantic poet

>>Poet of Supernaturalism

>>Called Opium Eater

S T Coleridge এর কবিতা মনে রাখার কৌশলঃ ABCD

A= Ancient Mariner

B= Biographia Literaria (Criticism)

C= Christabel, Kubla Khan

D= Dejection An Ode

Famous play of G B Shaw

টেকনিক-philanderer তুমি কখন বল না major doctor’s heart-break করে সিজার করে man এর

1.the philanderer

2.you never can tell

3.major barbara

4.doctors dilemma

5.heart-break house

6.caesar and cleopetra

7.man & superman

8.man of destiny

9.arms & the man

D.H Lawrence (David Herbert Lawrence) এর famous novels টেকনিক।

white women (lady) এর love হল রংধনু (rainbow) এর মত।

1. the white peacock.

2. women and love.

3. Lady Chatterley’s lover..

4. sons and lovers..

5. the rainbow..

কয়েকজন আমেরিকান লেখকদের নাম মনে রাখার কৌশলঃ

AMERICAN শব্দটির বেশ কয়েকটি letter দিয়ে একেকজন American লেখকের নাম মনে রাখা যায়।

A= Arthur Miller

M= Morrison (Toni Morrison), Melville (Herman Melville), Marjorie Kinnan Rawlings

E= Ernest Hemingway, Emily Dickinson, Eugene O’Neill, Emersion

R= Robert Frost

I=(Blank)

C=(Blank)

A= Arthur Miller

N= Nathaniel Hawthorne

এছাড়াও TSE USA মিলিয়ে পড়লে মনে রাখা সম্ভব যে T S Eliot এর জন্ম USA.

মনে রাখা জরুরিঃ Robert Frost আমেরিকান, কিন্তু E M Forster ব্রিটিশ লেখক।

Irish লেখকদের নাম মনে রাখার কৌশলঃ

নিচের তিনজন Irish লেখকদের নামের মধ্যে B রয়েছে।

1. Samuel Beckett

2. G. B. Shaw

3. W. B. Yeats

দুইজন Scottish লেখকের নাম মনে রাখার কৌশলঃ

নিচের দুইজন Scottish লেখকের নামের শুরুতে #Sir রয়েছে, এবং তাদের একজনের নামের মধ্যে #Scott রয়েছে।

1. Sir Walter Scott

2. Sir Arthur Conan Doyle

University Wits”

“University wits” হচ্ছে এক দল যুবক নাট্যকার যারা ক্যামব্রিজ অক্সফোর্ডের Witty students. এরা 16th শতাব্দীতে (১৫০০১৬০০) London নাটক লিখত।আর এরা Elizabethan period এর ছিল।

যেভাবে মনে রাখবেন:

ক্রিস্টোফার টমাস সবুজ ফুল পেলে লিলিকে প্রোপোজ করবে।

ব্যাখ্যা:

ক্রিস্টোফার-Christopher Marlowe

টমাস-Thomas Kyd,Thomas Nashe,Thomas Lodge

সবুজ-Robert Greene

পেলে-George Peele

লিলি-John Lyly

E.M Forster

পুরো নামঃ Edward Morgan Forster.

সাহিত্যকর্ম মনে রাখার সুত্রঃ

Forster এক Eternal Moment Room থেকে বের হয়ে India’য় Longest Journey করলো।

ব্যাখ্যাঃ

1.The Eternal Moment

2.A Room with a view

3.A passage to India (36th BCS)

4.The Longest Journey.

Robert Browning এর কবিতা মনে রাখার কৌশলঃ

Fra Lippo Lippi Rabbi Ben Ezra খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা Andrea Del Sarto এবং grammarian কে সাথে নিয়ে My Last Duchess The Patriot সিনেমা দেখে Christmas Evening Easter Day পালন করলো।

কবিতাগুলো এবার দেখে নাওঃ

1. Fra Lippo Lippi

2. Rabbi Ben Ezra

3. A Grammarian Funeral

4. Andrea Del Sarto

5. My Last Duchess

6. The Patriot

7. Christmas Eve and Easter Day

Irish novelist & dramatist oscar wilde এর books

টেকনিক: ideal husband এর অন্য woman no importance

1.An ideal husband

2.a woman is no importance(a dark comedy)

3.the importance of being earnest….

Female novelist Virginia Woolf এর novels টকেনকি:

রাতদিন(night and day) মিসেস ডালও্য়ে(Mrs.Dalloway) ভূতুরে ঘরে(haunted house) লাইট(lighthouse) জ্বালিয়ে সমূদ্রর(voyage)

তরঙ্গ(waves) দেখে

1.night and day

2.Mrs. dalloway

3. A haunted house

4.to the lighthouse

5.the voyage out (first)

6.the waves

English Literature

Old English literature (450-1066)

Middle English literature (1066-1500)

– ( 1066-1340- The Anglo Norman Age)

– (1340-1400- Age of Geoffrey Chaucer )

– (1400-1485 – The Barren age)

English Renaissance ( 1500-1660)

– (1500-1558- The Preparation Age)

– ( Elizabethan & Jacobean Period -1558-1625)

( Edmund Spencer, Christopher Marlowe, Sir Walter Raleigh, Ben Jonson, William Shakespeare, Thomas Kyd) (Memory Clue: Walter & Kyd JSC দিল )

(1625-1660- The Caroline Age)

– (1649-1660- The Commonwealth) (John Dryden, John Milton, John Buniyon)

Neo-Classical period (1660-1798)

– (Restoration Age – 1660-1700)

– (Augustan Literature- 1700-1750)

– (Age of Sensibility- 1750-1798)

19th century literature ( *Romanticism- 1798-1832,

*Victorian literature- 1832-1901)

English literature since 1901 ( Modernism- 1901-1939)

– The Edwardian Period (1901-1910)

– The Georgian Period. (1911-1939)

The Post modern Period (1939- present)

____________________________________________

Anglo-Saxon:

• Caedmon – এ্যাংলোস্যাক্সন যুগের মিল্টন নামে পরিচিত। Genesis and Exodus of the Judith তাঁর গ্রন্থ।

• Cynewulf – Juliana তাঁর বিখ্যাত কাব্য।

• Adam Bede: The Ecclesiastical History of the English তাঁর ধর্মীয় ইতিহাস সম্পর্কিত বই।

• Beowulf – প্রথম লম্বা কবিতা।

_____________________________

Geoffrey Chacer (1343-1400)

_____________________________

• Father of modern English Poetry.

তিনি ছিলেন মধ্যযুগের সর্বশ্রষ্ঠ কবি।

তাঁর বাবা ছিলেন একজন মদ ব্যবসায়ী।

কাব্যগ্রন্থঃ (BC HeLP)

– The Book of Duchess

– The Canterbury Tales

– The House of Fame.

– The Legend of Good Women

– The Parliament of Fowls.

John Wicliff: Translated Bible into English.

____________________________________________

The Renaissance Period (1500-1660)

____________________________________________

• Renaissance কথাটির অর্থপুনর্জন্ম (rebirth)

• Nicholas Udall- Considered as first writer of comedy. তাঁর প্রথম কমেডি Ralph Roister Doister.

____________________________________

The Elizabethan Period (1558-1603)

____________________________________

• Henry VIII এর কন্যা রাণী এলিজাবেথের নামানুসারে যুগের নামকরণ করা হয়েছে Elizabethan Period.

যুগকে স্বর্ণযুগ বলা হয়।

কবিদের মনে রাখার নিয়মঃ EF MS KB

(Edmund Spenser, Francis Bacon, Christopher Marlowe, শেক্সপিয়র, Ben Johnson, Thomas Kyd)

University Wits ( Marlowe, Kyd, Nashe, Greene, Pelee, Lodge)

_________________

Edmund Spencer (***)

_________________

– Called Poet of Poets

– The Shepherd’s Calendar. ( কাব্য টি রচনা করে তিনি বিখ্যাত হয়ে যান)

– Prince of poet in his time (তার সমাধিতে লেখা)

– The Faerie Queene (মহাকাব্য)

বিষয়বস্তুঃ পরীদের দেশের রাণী গ্লোরিয়ানা ১২ দিনব্যাপী একটা উৎসবের অায়োজন করে। প্রতিদিন একদল উৎপীড়িত মানুষ এসে দৈত্যদের ব্যাপারে অভিযোগ করে অার রাণী প্রতিদিন একজন বীরকে এই উৎপীড়ন বন্ধের জন্য পাঠিয়ে দেন। এই বারোজন বীরের কথা বর্ণিত হয় এই মহাকাব্যে।

– Astrophel

– Amoretti

_______________

Francis Bacon

_______________

-Essayist

-Father of English Prose

– master of aphorism.

পার্লামেন্ট সদস্য ছিলেন।

– GSP ( Of Great Place, Of Studies, Of Truth, Of Plantation)

– Revenge is a kind of wild justice.

____________________________________________

Quote:

• Reading maketh a full conference, a ready man, writing an exact man.

• Some books are to be tasted , others to be swallowed and some few to be chewed and digested ”

• Opportunity makes a thief.

– Father of English Tragedy

– True Founder of English Drama.

– Pioneer of Blank Verses.

• Drama

– The Tragical History of Dr. Faustus (অমিত্রাক্ষর ছন্দে লেখা)

– The Jew of Malta

– Tamburlaine, the Great (1589)

বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সফল ব্যাক্তিদের বিভিন্ন পরামর্শ, গুরত্বপূর্ণ নোট শর্টকাট টিপস পেতে এখানে ক্লিককরে জয়েন করুন আমাদের Official ফেসবুক গ্রুপে।

___________________________________________

Shakespeare (শেক্সপিয়র) (1564-1616)

___________________________________________

* নিরদ সি চৌধুরী তাঁর “The Autobiography of an Unknown Indian” বইতে বলেছেন

মানুষ যেমন ভগবানকে পূজো করে, বাঙ্গালীরা তেমনি করে শেক্সপীয়ারকে পূজো করে।

* জন্মঃ 1564 সালের 23 শে এপ্রিল Stratford of Avon শহরে।

* পিতা জন শেক্সপীয়ার ছিলেন Stratford of Avon শহরের পৌরসভার মেয়র এবং মা ছিলেন মেরী শেক্সপীয়ার

* উইলিয়াম শেক্সপীয়ার ছিলেন তিন বোন চার ভায়ের মধ্যে তৃতীয় ভায়ের মধ্যে জ্যোষ্ঠ্য।

* 1582 সালে শেক্সপীয়ার অ্যান হ্যাথাওয়েকে বিবাহ করেন। বধূ ছিলেন অাট বছরের বড়।

* তাঁর প্রথমা কন্যা সুসানা, ছেলেদ্বয় হলেন (Hamlet and Ziudith)

* টমাস লুসি নামে একজন ভূস্বামী শেক্সপীয়ারকে সর্বস্বান্ত করেছিলেন।

* লন্ডনের প্লে হাউজের অভিনেতারালর্ড চেম্বারলেনের দলঅভিহিত ছিল।

* শেক্সপীয়ারের খ্যাতি ছিল ‘play-pather’ হিসেবে।

* দীর্ঘ 25 বছর ধরে তিনি রঙ্গালয়ে ছিলেন।

* Mostly known as plays

* His play consists of 5 acts.

* He is not famous for Bourgeois drama.

___________________

নাটকঃ ৩৮ টি

কাব্যগ্রন্থঃ টি

সনেটঃ ১৫৪ টি

___________________

Tragedy:

• Macbeth (চরিত্রঃ ম্যাকবেথ, লেডি ম্যাকবেথচতুর্থ ডাইনী)

– Cowards die many times before their death.

• Othello(চরিত্রঃ Othello, Desdemona- Othello’s wife, Iago- Villain, Cassio, Emilia)

• Hamlet (চরিত্রঃ Hamlet, Claudius, Gertrude, Ophelia, Laertes)— The Murder of Gonzago নাটক রচনা করেন হ্যামলেট বাবার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য।

– To be or not to be, that is the question.

– There is a divinity that shapes our ends.

• Antony and Cleopatra (চরিত্রঃ Antony, Cleopatra)

• Romeo and Juliet (চরিত্রঃ Romeo, জুলিয়েট, মন্টেগু লেডি মন্টেগু, ক্যাটিউলেট লেডি ক্যাটিউলেট)

• Julius Caesar (চরিত্রঃ জুলিয়াস, সীজার, ক্যাসিয়াস)

– Julius Caesar was the ruler of Rome about 2000 years ago.

++++Memory Clue : ( MOHAn R J)

Comedy:

• The Merchant of Venice

– Tragi-comedy.

– Shylock (চরিত্র): He was a jews.

• Much Ado About Nothing,

• A Midsummer Night’s Dream,

• All’s Well That Ends Well, (TC)

• Measure for Measure, (TC)

• The Tempest (TC)

– Swan song.

ঝড়ের মধ্য দিয়ে অারম্ভ হয়।

– (চরিত্রঃ Caliban, Ferdinand, Alonso, Miranda)

• The Comedy of Errors,

• As You Like It

Memory Clue: MAM Midsummer A Measpi কেT C দিয়ে বলল, As You Like It.

ঐতিহাসিক রচনা:

Henry VI- Part-I, Henry VI- Part-II, Henry VI-Part-III, King John, Richard-II & III.

____________________________________________

• “To be or not to be, that is the question ”

(Hamlet)

• “Brevity is the soul of wit” (Hamlet)

• ”There are more things in heaven and earth

Horation, Than are dreamt of in our philosophy” (Hamlet)

• “Cowards die many times before their deaths” (Julius Caesar)

• ”All the world’s stage and all the men and women merely players ” (As you like it )

• Sweet are uses of adversity (As you like it )

• Fair is foul , and Foul is fair . (Mathbeth )

• All the perfumes of Arabia will not sweeten this little hand (Mathbeth )

____________________________________________

Ben Jhonson:

– O Rare Ben Johnson ( সামাধিতে লেখা)

– Wrote ( Drama)- Volpone, The silent women ( Epicone), The Alchemist.

• Thomas Kyd

-The Spanish Tragedy ( The First Tragic Drama)

____________________________________________

Christopher Marlowe

Christopher Marlowe (1564 – 93) হচ্ছেন শেক্সপিয়ারের সমসাময়িক একজন নাট্যকার। ক্রিস্টোফার মারলো বয়সে শেক্সপিয়ারের চেয়ে মাত্র মাসের বড়। দুজনের ঐতিহাসিক ছবি গুলো দেখলে মনে হবে দুজন একই ব্যাক্তি। কারণ তাঁদের চেহারা প্রায় সেইম, সহোদর ভাইয়ের মত।

শেক্সপিয়ারের মতই ক্রিস্টোফার মারলোও তাঁর নাটকের জন্যই বিখ্যাত। মারলোর বিখ্যাত কাজ গুলো হচ্ছেঃ

•Tamburlaine

•The Jew of Malta

•Doctor Faustus

•Edward II

•The Massacre at Paris.

__________________

** শেক্সপিয়ারের হিস্ট্রি নাটক গুলো সবই রাজাদের নামে। তাই Edward II নাম শুনে অনেকেই এটাকে শেক্সপিয়ারের নাটক মনে করে ভুল করে।

*** Doctor Faustus নাটকের বিখ্যাত দুটি চরিত্র হচ্ছে Dr. Faustus আর Mephistopheles ( মেফিস্টোফিলিস).

__________________

আমার নিজের একজন মেফিস্টোফিলিস থাকলে আমি প্রতি বিসিএসে জাতীয় মেধায় ১ম স্থান অধিকার করতাম। তাই আমি মনে করি বিসিএস ক্যাডাররা মেফিস্টোফিলিসের চেয়েও বিশাল ক্ষমতার অধিকারী।।।।

*****University Wits এর নাট্যকারদের নাম মনে রাখার টেকনিকঃ ১৫৭৬ সালে অর্থাৎ ষোড়শ শতকের শেষে Christopher Marlowe এর হাত ধরে একটি দলের উদ্ভব হয়েছিল যারা নাটক লিখত অাবার সেই নাটক লন্ডনের বিভিন্ন মঞ্চে তারা নিজেরাই পারফর্ম করতেন এদেরকেই University Wits বলা হত।

University Wits গণ হলেন:-

. Christopher Marlowe

. Robert Greene

.Thomas kyd

. John Lyly

. George Peele

. Thomas Nashe

ইংল্যান্ডের নাট্যমঞ্চে ক্রিস্টোফার মারলোই ছোট ছোট গ্রীন কিড লিলি পিলির সাথে নাচে!!!

এবার মিলিয়ে নিন:-

.মারলোই= Christopher Marlowe

. গ্রীন= Greene=Robert Greene

.কিড= Kyd=Thomas Kyd

. লিলি= Lyly=John Lyly

. পিলি= Peele=George Peele

.নাচে= Nashe=Thomas Nashe))))))))))

• The Jacobean Period (1603-1625)

___________________________________

-John Donne

-The Greatest love poet/poet of love

-Love is not so pure, and abstract, as they used to say.

-Go and Catch the Falling Star.

____________________________________________

John Webster

____________________________________________

-The Duchess of Malfi.( Tragedy Drama)

-The White Devil (Tragedy Drama)

-Cyril Tourneur

-The Revengers Tragedy

-The Atheist’s

-King James

-The translation of the Bible into English.

____________________________________________

The Commonwealth Period (1645-1660)

____________________________________________

The Caroline Age ( 1625-1649)

(Robert Herrick, John Milton, John Ford, Henry Vaughn)

• Robert Herrick

– Poem – To Daffodils

– Short lived human live ( the poet weeps over the poem)

____________________________________________

John Milton

____________________________________________

– Epic Poem

– He became blind in 1652.

– Poem- Paradise lost, Paradise Regain, Lycidas, Areopagitica.

– To justify God to man.

Quote: Better to reign in hell, than serve in heaven- J.Milton

_____________

• Henry Vaughn

( Wrote- The Retreat)

Neo-Classical period (1660-1798)

– (Restoration Age – 1660-1700)

– (Augustan Literature- 1700-1750)

– (Age of Sensibility- 1750-1798)

____________________________________________

The Restoration Period (1660-1785)

– Age of dryden বলা হয়

কেউ কেউ Age of Milton বলেন।

– Historical Events:

* England শিল্পায়ন শুরু।

* মত প্রকাশের স্বাধীনতা ছাপাখানা উন্মুক্তকরণ।

____________________________________________

John Dryden:

•The representative poet of the 17th century.

• Father of Modern English Criticism.

কাব্যঃ

– Absalom and Achitophel, 1681 এর জন্য তিনি অমর হয়ে অাছেন।

প্রবন্ধঃ

An Essay on dramatic poesy.

নাটকঃ

– All for love.

____________________________________________

William Congreve

কমেডি লেখক

তিনি জোনাথান সুইফট পোপের বন্ধু ছিলেন

তিনি বিবাহ করেন নাই।

কমেডিঃ BWDL

– The Old Bachelor

– The way of the world

– The Double Dealer

– Love for love.

ট্রাজেডিঃ The mourning bride.

____________________________________________

John Bunyon

ধর্মমতের জন্য বার বছর জেল খেটেছেন।

মুক্তির পর একটি চার্জে তিনি পাদ্রী ছিলেন।

সাহিত্যকর্মঃ

– The pilgrim Process.

– The holy war.

____________________________________________

The Augustan Period (1701-1745)

____________________________________________

যুগটাকে age of pope বলা হয়। কারণ অালেকজান্ডার পোপ যুগটার প্রতিনিধিত্ব করেন

প্রথম ইংরেজি Daily ” The Daily Courant” প্রবাশিত হয় 1701 সালে।

:Alexander Pope:Daniel Defoe:জোনাথান সুইফটঃ Henry Fielding:(অাজ HD গান শুনব)

Alexander Pope:

*তরুণ বয়সে পোপ কঠিন ব্যাধিতে অাক্রান্ত জয়েছিলেন। ফলে তাঁর শরীর একেবারে ভেঙ্গে পড়েছিল। ক্লান্তিহীন অনর্গল রচনা করা বিধ্বস্ত, অপমানিত, লাঞ্ছিত, সমাজচ্যুত পোপের অন্তরে জমেছিল সমাজের প্রতি ঘৃণা এবং ঘৃণাই তাঁর কাব্যের জগতে প্রভাব ফেলেছিল।

* Famous for mock-heroic poetry in English literature.

কবিতাঃ

– The rape of the lock (বেলিন্দার রূপের ছটায় সূর্যের অালো ম্লাণ হয়ে যায়। যুবকেরা তাঁর চারপাশে ভীড় করে একটু ভালবাসার প্রত্যাশায়। তবে সে পাত্তা দেয় না। বায়বীয় প্রেতাত্মাদের সর্দার এরিয়েলের নেতৃত্বে বেলিন্দার রূপযৌবন রক্ষার দায়িত্ব নেয়।

বেরন নামক এক যুবক বেলিন্দার রূপে মোহিত। সে বেলিন্দার চুলের একটি বেণী কেটে নেয়।

বেলিন্দা হাহুতাশ করলে এরিয়েল তাকে জানায় তাঁর বেণী স্থান পেয়েছে নক্ষত্রলোকে।

– The Dunciad.

প্রবন্ধঃ

– Essay on criticism.

– Moral Essays.

– Essay on Man.

অনুবাদঃ

– Iliad

– Oddtssey.

Quote:

• “To err is human; to forgive is divine”

• “Fools rush in where angels fear to tread”

• “A little learning is a dangerous thing”

____________________________________________

Daniel Defoe:

– Robinson Crusoe (1719) উপন্যাসের নায়ক রবিনসন ক্রুশো, যে পরিত্যক্ত নির্জন দ্বীপে 26 বছরের জন্য দুঃসহ জীবনযাপন করেছিলেন। পরবর্তীতে তিনি সে দ্বীপের একচ্ছত্র অধিপতি হয়েছিলেন। সে দ্বীপের ভৃত্য Friday এবং Xury কে তিনি তাঁর ভৃত্যে পরিণত করেছিলেন। তিনি দাস ব্যবসায় লাভবান হন।

____________________________________________

জোনাথান সুইফটঃ

অয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন।

ব্যঙ্গাত্মক রচনার জন্য বিখ্যাত।

বোবা বধির হয়ে মারা যান।

ব্যাঙ্গাত্মক উপন্যাসঃ

– Gulliver’s Travel (মূল চরিত্রঃ Martin Scribblers, নাম পরিবর্তন করে হয় Lamuel Guliver) গালিভার চারটি দেশ ভ্রমণ করেছেন। দেশগুলো হল – A voyage of Lilliput(বামুনের দেশ) A voyage of Brobdingnag(দানবের দেশ), A voyage of Laputa (লাপুটানদের দেশ), A voyage of Houyhnhnms. (হুইনহুমস নামক ঘোড়ার দেশ)

– A Tale of Tub

– The Battle of Books.

Henry Fielding:

– Father of English Novel

তিনি রিচার্ডসনের pamela উপন্যাসের উপহাস করে 1742 সালে রচনা করেন “Joseph Andrews”

• Novel

– Tom jones ( তাঁর শ্রেষ্ঠ উপন্যাস) (চরিত্রঃ Tom and Sofia); Published in 1st half of 18th century.

– Amelia.

____________________________________________

The age of sensibility (1745-1798)

___________________________________________

– The Age of Johnson হিসেবে বিবেচিত হয়।

____________________________________________

Dr. Samuel johnson:

• Dictionary of the English Language.

• Wrote Essay- Preface to Shakespeare.

____________________________________________

Thomas Gray

• Elegy written in the country churchyard.

কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক নিযুক্ত হন তিনি।

____________________________________________

Edmund Burkey:

তিনি অামেরিকান অধিবাসীদের উপর ট্যাক্স চাপানো সমর্থন করেননি।

তিনি ফরাসী বিপ্লবকে সমর্থন করেননি।

প্রবন্ধঃ

– Speech on American Taxation

– Speech on East India Bill

Quote:

• Superstition is a religion of feeble minded people.

• The greater the power, the more dangerous the abuse-

• The people are the masters.

____________________________________________

Oliver Goldsmith:

Novel:

– The vicar of Wakefield.

– The Good Natured Man

____________________________________________

Wiliam blake:

– Visionary poet

– Poet of bible.

– The precursor of Romanticism.

জেমন বেসায়ার নামে একজন খোদাইকারীর অধীনে কাজ করতেন।

কবি চিত্রশিল্পী ছিলেন।

কাব্যগ্রন্থঃ

• Songs of innocence.

• Songs of Experience.

Quote:

• The road of excess leads to the palace of wisdom.

____________________________________________

The Romantic Period (1795-1832)

এলিজাবেথান পিরিয়ডের পর ইংরেজি সাহিত্যের আরেকটি আদিপত্য বিস্তারকারী যুগ হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড।

যুগের বিস্তার ১৭৯৮ থেকে ১৮৩২ সাল পর্যন্ত।১৭৯৮ সালে William Wordsworth এর Lyrical Ballads প্রকাশের মাধ্যমেই মূলত রোম্যান্টিক যুগের শুরু হয়।

• Most important feature of romantic poetry is – Subjectivity.

এযুগের বিখ্যাত কবিগণ হলেনঃ

– William Wordsworth

– S T Coleridge

– Lord Byron

– P B Shelley

– John Keats

– Walter Scott

– Jane Austene

মনে রাখার নিয়মঃ Wordsworth BCS দিয়ে KSA (সৌদি অারব) যাবে।

Wordsworth, Byron, Coleridge, Shelley, Keats, Scott, Austene

________________

1.William Wordsworth (1770 – 1850)

• He is considered a poet of nature.

• 1839 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবিকে ডিসিএল উপাধি দেয়।

তাঁর অধিকাংশ রচনা 1798 থেকে 1808 সালের মধ্যে।

• 1798 সালে কবি S T Coleridge এর সাথে Lyrical Ballads রচনা করেন।

গ্রন্থঃ

– Lyrical Ballads,

– The Prelude

– Thanksgiving Ode

– Ecclesiastical Sketches

– The River Duddon

কবিতাঃ

– Tintern Abbey,

– Ode: Intimations of Immortality,

– The Solitary Reaper,

– I Wandered Lonely as a Cloud,

– Michael,

– Lucy Poems.

– Daffodils.

– The Excursion

_________________

William Wordsworth (1770-1850)

Wrote Lyrical Ballads (1798) with S T Coleridge. S T Coleridge wrote 4 (Four) poems & Willam Wordsworth 19 (Nineteen) poems.

He is considered a Nature Poet.

1839 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবিকে ডি সি এল উপাধি প্রদান করে

Inspired by the French Revolution.

কাব্যগ্রন্থ:

Lyrical Ballads, Thanksgiving Ode, The River Duddon, The Prelude (Auto Bio-bibliography), Ecclesiastical sketches

Poem:

Daffodils, The Solitary Reaper, To Milton, The Excursion, Michael

মনে রাখার নিয়মঃ A MID SME

____________________________________________

2. Samuel Taylor Coleridge (1772 – 1834)

• The collaborator of wordsworth.

• Poet of supernaturalism

তিনি ফরাসী বিপ্লবের সমর্থক ছিলেন।

অাফিম সেবন করতেন।

গিলম্যানের চিকিৎসায় ভাল হন।

• Watchman নামে একটা পত্রিকা চালাতেন।

• Lyrical Ballads চারটি কবিতা ছিল।

গ্রন্থঃ Biographia Literaria

কবিতাঃ The Rime of the Ancient Mariner, Kubla Khan, Dejection:Ode, Christabel,Frost at Midnight.

“everywhere,

And all the boards did shrink;

Water, water everywhere,

Nor any drop to drink.” ___Quotations from The Rime of the Ancient Mariner.

{{{ Kubla Khan হচ্ছে একটি অস্পম্পূর্ণ কবিতা। Coleridge ছিল আফিম Addicted তো একদিন আফিম খাওয়ার পর Kubla Khan কবিতাটি তাঁর মাথায় আসে এবং নেশাগ্রস্ত অবস্থায় তিনি তা লিখতে বসেন। কিছুক্ষণ পরেই ডাক পিয়ন আসে দরজায় কড়া নাড়ে তাঁকে চিঠি দিতে। চিঠি আনতে আনতে তাঁর নেশা কেটে যায়। এরপর সাথে সাথেই আবার কবিতার বাকি অংশ লিখতে বসলেও দুর্ভাগ্যবশত আর একটি লাইনও তিনি মনে করতে পারেন নি। পরে তিনি বলেন যেটুকু লিখেছে তা ছিল ১০ ভাগের ভাগ। আর এই Kubla Khan হচ্ছে Coleridge এর সবচেয়ে কঠিন কবিতা। }}}

____________________

3.John Keats (1795 –1821):

মাত্র ২৬ বছর বেঁচে ছিলেন। এর ভিতরেই তাঁর কবি প্রতিভার ঝলক দেখিয়েছেন।

• Keats মূলত তাঁর Ode গুলোর জন্য বিখ্যাত।

• Poet of Sensuousness

• Poet of Beauty

• Died from Tuberculosis

কাব্যগ্রন্থ : (HELP Isabella) Poems, Endymion, Lamia and other poems, Isabella.

• A famous poet who is known as a man of medicine.

তাঁর Ode গুলোর মধ্যে বিখ্যাত হচ্ছেঃ Ode to a Nightingale, Ode on a Grecian Urn , Ode to Psych, To Autumn, Ode on Melancholy, Ode on Indolence.

{ শিরোনামহীন ব্যান্ডেরএকা পাখিগানটা Keats এর Ode to a Nightingale এর থিমের উপর ভিত্তি করে রচনা করা। এই তথ্য পরীক্ষায় আসবে না।?? }

____________________________________________

4.Percy Bysshe Shelley (1792 – 1822)

তাঁর কবিতা গুলো বিদ্রোহী ধাঁচের।

কাজী নজরুল ইসলামের কবিতায় Shelley’ অনেক প্রভাব আছে।

• A revolutionary poet.

• Died from boat sinking

Poem: Ozymandias, Ode to west wind, Ode to Liberty, Ode to Skylark.

Article: Necessity of Atheism, A Defense of Poetry.

কাব্যনাট্য : Prometheus Unbound.

কাব্যগ্রন্থ: The Revolt of Islam, The Spirit of Solitude

কবিতাঃ, Adonais, To a skylark, Ode to the West Wind.

• “The trumpet of a prophecy! O

Wind,

If Winter comes can Spring be far behind ? “___Quotation from West Wind

.

• Our sweetest songs are those that tell of saddest thought.” _ Quote from To a Skylark

• Poets are unacknowledged legislation of the world ”

• Oh, lift me as wave , a leaf , a cloud , I fail upon the thorns of life ! I bleed

____________________________________________

5.Lord Byron (1788 – 1824):

• George Gordon Lord Byron তিনি ইংরেজি সাহিত্যের একজন বিদ্রোহী কবি।

তাঁর বিখ্যাত গ্রন্থ হচ্ছে Don Juan আর Vision of Judgement

• English Bards and Scotch Reviewers.

• Childe Harold’s Pilgrimage.

Lord Byron এর মেয়ে Ada Lovelace হচ্ছেন Computer এর ইতিহাসে প্রথম computer programmer.

____________________________________________

6.Romantic Age এর আরেকজন বিখ্যাত লেখিকা হচ্ছেন Jane Austen।কিন্তু তিনি হচ্ছেন রোম্যান্টিক পিরিয়ডের একজন Anti-romantic Novelist. তাঁর বিখ্যাত ৫টি উপন্যাস হচ্ছে,

Pride & Prejudice,

Sense and Sensibility,

Mansfield Park, এবং

Emma.

The Persuasion

(মনে রাখার নিয়মঃ SME P² )

____________________________________________

7. Sir Walter Scott

• 1771 সালের 15 অাগস্ট স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।

উপন্যাসঃ

• Ivanhoe

• The Abbot

• The pirate

• The Antiquary

• Tale of my Landlord

মনে রাখার নিয়মঃ PIAAL (পিয়াল)

কবিতাঃ

• Patriotism.

____________________________________________

Victorian Age

_______________

কুইন ভিক্টোরিয়ার নামানুসারে যুগের নামকরণ করা হয়েছে।

• This period is regarded as the period of progress and prosperity.

• Historical Events:

– In 1833, slaves were declared free.

– In 1833, the Fabian society was founded.

– Agriculture society collapsed as a result of the industrial revolution.

যুগের কবি/সাহিত্যিকদের মনে রাখার ক্লুঃ

(BD EARTH TB MN)

• Robert Browning

• Charles Dickens,

• George Eliot

• Mathew Arnold

• Charles Robert Darwin

• William Mack-pis Thackeray

• Thomas Hardy

• Alfred Tennyson

• S Bronty

• E Bronty.

• Barret Browning

• Karl Marx

• Cardinal Newman

____________________________________________

•Robert Browning

* কাব্যগ্রন্থ:

– Pauline,

– Dramatic Lyrics,

– Dramatic Romances,

– Dramatic Idols

(মনে রাখার সূত্রঃ Idol LPR)

* Poem:

-The Patriot,

– The Last Duchess,

– Andrea Del Sarto,

– Rabbi Ben Ezra

____________________________________________

• Charles Dickens (1812-1870)

– Novel: GOAH DB Charles Dickens.

– Oliver Twist,

– David Copperfield,

– Bleak House,

– Hard Times,

– A Tale of Two Cities,

– Great Expectations

____________________________________________

• George Eliot (1819-1880)

– Novel: MARch

– Adam bede,

– Romola,

– Middle march,

____________________________________________

• Mathew Arnold

-The Scholar Gypsy,

– Poems

____________________________________________

Charles Robert Darwin

______________________

* Novel:

– The Origin of Species

– The Voyage of the Beagle

____________________________________________

• William Mack-pis Thackeray

_____________________________

Novel:

– Vanity Fair

– The Virginians

____________________________________________

Thomas Hardy

– Under the Greenwood Tree

– The Return of the Native

– Tess of D’ Urbervilles

– The Mayor of Casterbridge.

____________________________________________

• Alfred Tennyson

_________________

• Poet laureate ছিলেন।

* কাব্যগ্রন্থ:

– Ink Arden

– Death to Oenone.

– Poems by two Brothers

– Timbuctoo

– Maud & Other Poems

(মনে রাখার নিয়মঃ InDian TiMe)

* Poem:

– The Lotus Eater,

– Morte D’Arthur,

– Ulysses

:

:

Sharley Bronte:

_______________

* Novel:

– The Professor

• Amili Bronte

______________

* Novel:

– Wuthering Heights.

:

:

Elizabeth Barret Browning

__________________________

– Prometheus Bound

– Sonnets from the Portuguese

____________________________________________

(Samuel Becket, Joseph Conrad, D H Lawrence, T S Eliot, E M Forster, E M Forster, George Barnard Shaw, Huxley, Tom Huges, Ernst Hemingway, James Joyce, J M Synge, Rudyard Kipling, Somerset Maugham, George Orwell, H G Wells, W B Yeats)

• Samuel Becket

ফরাসী নাট্যকার।

পুরো নাম Samuel Barclay Beckett.

– He was awarded the Nobel Prize in 1969 for his famous drama Waiting to Godot.

• Drama

(মনে রাখার নিয়মঃ অাসছে শুভ দিনে Endgame খেলব)

– Endgame

– Come & Go,

– Happy Days,

– Play

____________________________________________

• Joseph Conrad

তিন 15 বছর সমুদ্র ভ্রমণ করে দেখেছেন অস্ট্রেলিয়া পূর্ব ভারতীয় দীপপুঞ্জ।

Novel:

(মনে রাখার নিয়মঃ জোসেফ কনরাড Secret Agent এর সাথে Darkness TT খেলে।)

– Lord Jim: A Tale,

– The Heart of Darkness,

– Typhoon,

– The Secret Agent.

____________________________________________

Rudyard Kipling:

তিনি জন্মগ্রহণ করেন বোম্বেতে। তাঁর বয়স যখন 5, তখন তাঁর পরিবার ইংল্যান্ডে চলে যায়।

তিনি 1907 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• Novel: (KCL)

– The Light that Failed.

– Captains Courageous

– Kim

ছোটগল্পঃ

– The jungle Book

– The second jungle book

– Puck of Pook’s hill

– Debits and Credits.

____________________________________________

George Barnard Shaw (1856-1950)

সেক্সপীয়ারের পর সবচেয়ে জনপ্রিয় নাট্যকার।

অাইরিশ নাট্যকার।

• 1925 সালে নোবেল পুরস্কার লাভ করেন।

• Drama

( ABCD )

– A- Arms & The Man

– B- HeartBreak House, Major Barbara

– C-Caesar & Cleopatra, Candida

– D-The Doctors Dilemma

(PP Superman You never can Tell Widow Joan is Devil)

Man & Superman, The Philander, Pygmalion, You never can Tell, Saint Joan,Widower’s House, The Devil’s Disciple

____________________________________________

D H Lawrence (1885-1930)

তিনি ছিলেন ঔপন্যাসিক, কবি, নাট্যকার, সমালোচক, প্রবন্ধকার, চিত্রশিল্পী।

মাত্র চুয়াল্লিশ বছর বয়সে যক্ষা রোগে অাক্রান্ত হয়ে ফ্রান্সের ভেনস্ শহরে মারা যান

• Novel :

(মনে রাখার নিয়মঃ S K ChoWdhuRy)

– Sons & Lovers

– Kangaroo.

– Lady Chatterley’s Lover.

– The White Peacock.

– Women In Love.

– The Rainbow.

– The Trespasser.

____________________________________________

Ernst Hemingway

– He was awarded nobel in 1954. He killed himself in 1961.

অামেরিকার শিকাগোতে তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন।

তিনি রেডক্রসের Agnes Von Kurosky নামে একজন নার্সের প্রেমে পড়েন। কিন্তু সে মহিয়সী একজন ইতালীয় অফিসারকে বিয়ে করেন। ঘটনায় তিনি লেখেন, – “A very Short Story”.

– 1953 সালে The Old Man and the sea রচনার পুলিৎজার পুরস্কার পান।

• Novel:

– For whom the Bell Tolls, (যুদ্ধের অভিজ্ঞতায়)

– A Farewell to Arms, (যুদ্ধের অভিজ্ঞতায়)

– The sun also rises,

– The Old Man & The Sea

____________________________________________

E M Forster

– He was nominated for the Nobel prize in English literature in 13 different years.

– Irish.

• Novel

– A Passage to India,

– Where Angels fear to tread

– The Longest Journey

– The Room with a view.

(মনে রাখার উপায়ঃ A Passage to India is the logest journey, Angel রাও fear করে, এটা একটা Room with a view নয়। )

____________________________________________

• William Golding

– 1983 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান

– Lord of the Files (Classic Novel) নোভেলের জন্য তিনি বিখ্যাত।

Novel:

– Lord of the Files (Classic Novel),

– Darkness Visible,

– The Pyramid

– The Scorpion God.

(মনে রাখার উপায়ঃ Oh God ! Pyramid এর উপরেও gold এর File গুলো visible.)

Lord আর God – Darkness এর মধ্যে Pyramid এর Fall দেখতে পেল Lord = Lord of the Flies …. Darkness = Darkness visible ….. Fall = Free fall ……. God = The Scorpion God……. Pyramid = The Pyramid ____________________________________________

Huxley

তাঁর বিখ্যাত উপন্যাস– The New Brave World.এই উপন্যাসের নামকরণ করা হয়েছে উইলিয়াম শেক্সপীয়ারের The Tempest নাটক থেকে।

• Novel:

– The Brave New World

– Eyeless in Gaza,

– Time Must Have a Stop

____________________________________________

Ted Huges

• Poet Laureate

• Zoo laureate

কবিতাঃ

– The Jaguar.

____________________________________________

James Joyce

অাইরিশ কবি ঔপন্যাসিক।

গল্প সংকলনঃ

– Dubliners

নাটকঃ

– Exiles

উপন্যাসঃ

-Ulysses

____________________________________________

J M Synge (1871-1909)

একজন আইরিশ

পুরো নাম Edmund John Millington Synge

– W B Yeats তাকে অায়ারল্যান্ডে ফিরে যাবার পরামর্শ দিলে তিনি পরামর্শ গ্রহণ করে অারান দ্বীপের কৃষকদের সাথে বসবাস করতে অারম্ভ করেন।

মাত্র ৩৮ বছর বয়সে ক্যান্সার রোগে মারা যান

• Drama:

– Riders to the Sea,

– A Tinker’s Wedding,

– Shadow of the Glen

– The well of the Saints

Somerset Maugham:

চিকিৎসকতা ছেড়ে তিনি সাহিত্যিক হিসেবে পেশা জীবন আরম্ভ করেন

উপন্যাসঃ

– Of Human Bondage

– The Luncheon

– The Ant and the Grasshopper

– Now and then.

• Play

– The sacred flame*****

____________________________________________

George Orwell

তিনি বর্মায় পুলিশ অফিসার হিসেবে কাজ করেছেন।

• Novel:

– Animal Farm,

– Nineteen Eighty Four,

– Burmese Day

(1984 সালে Burmese Animal Firm দিয়েছিল Orwell)

• Story:

– Shooting An Elephant

____________________________________________

T S Eliot (1888-1965)

– T S – Thomas Stearns.

জন্ম অামেরিকার মিসৌরি প্রদেশের সেন্ট লুইসে।

তিনি বিখ্যাত তাঁর ” Theory of objective -co-relative” এর জন্য।

– He was awarded the Noble prize in 1948.

– He was the Co-editor of The Egoist & Editor of Criterion.

• Drama

– Murderer in the Cathedral

– The family reunion

– The cocktail Party.

(মনে রাখার উপায়ঃ Family Reunion এর নাম করে Cocktail Party তে Murder, এটা নাটক নয় তো কি?)

• Poem

– The Waste Land,

– The Hollow Men

– Poems

– Ash Wednesday

– Four Quartets.

(মনে রাখার উপায়ঃ Wednesday তে মানুষগুলো সময় Waste না করে 4 poems লেখে)

____________________________________________

• Virginia Woolf (মহিলা উপন্যাসিক)

Novel:

– The Voyage Out, ******

– To the LightHouse, ****

– Pilgrimage, *****

– The Waves

– Flush

– Mrs. Dalloway. ********

• H G Wells

____________________________________________

*Drama

-The Time Machine,

– The World Set Free

– The Invisible Man

– The first man on the moon.

(মনে রাখার উপায়ঃ চাঁদের দেশের invisible মানুষ Time Machine চড়ে World এর Wells দেশে গেল।)

____________________________________________

•W B Yeats (1865-1939)

– Irish কবি।

– Helped Robindranath to translate Geetanjali.

– 1899 সালে তিনি অাইরিশ ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন।

– Awarded Noble in 1923.

তিনি বিখ্যাত তাঁর “use of symbolism and mysticism” এর জন্য

* কাব্যগ্রন্থ (R(2) W(4) S T)

– The Resurrection,

– Responsibilities

– The Wandering of Oisin

– The Wind among the Reeds

– The Wild Swans at Coole

– The Winding Stair and Other Poems.

– In the Seven Woods

– The Tower.

• Poem (Byzantium Easter Lake Second Time ঘুরতে গিয়েছিল)

– Sailing to Byzantium.

– Easter.

– The Lake of Innisfree

– The Second Coming.

ইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশল’ইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশল,ইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য মনে রাখার বিভিন্ন কৌশলইংরেজি সাহিত্য

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button