BCS PreparationNTRCA Preparation

ইংরেজি বানান মনে রাখার কৌশল

ADX Ads

Table of Contents

ADX ads 2

ইংরেজি বানান মনে রাখার টেকনিক

ইংরেজি বানান মনে রাখার কৌশল
ইংরেজি বানান মনে রাখার কৌশল

সব চাকরির পরীক্ষাতে Spelling/ইংরেজি বানান আসেই । প্রিলিতে ১/২টা থাকবেই। তাই কিছু গুরুত্বপূর্ণ Spelling/ইংরেজি বানান এবং যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল নিয়মিত অনুশীলন করুন। ইংরেজি বানান  মনে রাখার অনেক উপায় আছে। যেমন আমরা সাধারণ ছোটকালে ‍ভয়েলগুলোকে আ-কার, এ-কার, ই-কার ইত্যাদির মাধ্যমে পড়ে থাকতাম। আর বেশির ভাগ এমন হয়ও। তবুও কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। আবার কিছু বানারেও রয়েছে জটিলতা। Mrsohag.com আপনার জন্য জটিল বানানগুলোকে সহজ করে কিভাবে বানানগুলো মনে রাখবেন। তা নিচে তুলে ধরা হয়েছে।

১৪৩টি গুরুত্বপূর্ণ ইংরেজী বানান এবং বানান মনে রাখার কৌশল >>> {বাংলা অর্থ সহকারে},যেগুলো আমরা প্রায়ই ভুল করে থাকি। চলো তাহলে শুরু করি-ইংরেজি বানান মনে রাখার কৌশল-

Lieutenant  {লেফটেনেন্ট}সামরিক কর্মী ✎ Lie u ten antমিথ্যা তুমি দশ পিপড়া।
Psychological {সাইকোলজিক্যাল}মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi calপিসি চলো যাই কাল।
Assassination >>> {এ্যাসএ্যাসিনেশন}গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি। 
Questionnaireপ্রশ্নমালা। ✎ Question nai reকোশ্চেন নাই রে।
Assessmentকর নির্ধারণ। ✎ Ass e ss men tগাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
Hallucinationঅমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি। 
Diarrhoeaউদারাময়। ✎ Dia rr hoeaডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
Bureaucracyআমলাতন্ত্র। ✎ Burea u cracyবুড়িয়া তুমি cracy.
Restaurantরেস্টুরেন্ট। ✎ Rest a u r antবিশ্রাম এ তুমি আর পিপড়া।
Parallelসমান্তরাল। ✎ Par all e lপার করো সকলকে ই।
Illegitimateঅবৈধ। ✎ Illeg i tim ateঅসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
Miscellaneousবিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। >>> {cell-ক্ষুদ্র কক্ষ}। 
ইংরেজি বানান মনে রাখার কৌশল

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার আসা গুরুত্বপূর্ণ কিছু শব্দের ইংরেজি বানানগুলো ভালো করে দেখে রাখুন।কাজে লাগতে পারে-

1.Tuition >>> {U এর পর I ও শন এ T }

2. Misspell>>> { দুটো S ও দুটো L}

3. Humorous>>> {এটা >>rous}

4. Welcome>>> {ডাবল L হয় না }

5.Shakespeare >>> { K পর ই}

4.Somerset Maugham>>> { মম}

5.Separate >>> { S এর E এবং R এর পর A}

6.Acknowledgement >>> {L এর পর D তারপর G}

7.Tremendous >>>{ প্রচণ্ড }

8.Committee>>> { ডাবল M ও ডাবল T এবং ডাবলE}

9. Professional>>> { ডাবল S}

10. Aggression >>> {ডাবলG, ডাবলS}

11.Challenge >>> {ডাবল L}

12. Occasion >>> {ডাবল C , শন-এ S }

13.Perseverance>>> {V এর পরE এবং R এর পর A }

14.Transparency >>> {

15.Restaurant >>> { মনে রাখুন রেসটাউর‌্যান্ট >> T এর পর A ,U এবং Rএর পর A }

16.Depression >>> {ডাবল S }

17. Catalogue>>> { শেষে gue}

18. Colleague >>> {ডাবল L}

19. Maintenance>>> {T‘র পর E এবং N এর পর A}

20. Expedient >>> {D এর পর I}

21.Intention >>> {শন এ T}

22.Recession >>> {ডাবল S}

23. Acquaintance >>> {Q এরপর U ,Aএবং টির পর A }

24. Questionnaire >>> {কোয়েসশন নাইরে}

25.Quarrel >>> { Q এরপরU A এবং ডাবল R}

26.Triumph

27. Conveyance

28.Fulfill>>> {ফুল এ ডাবল L নয়}

29. Dysentery >>> {D এরপর Y }

30. Cholera>>> { কলেরা }

31.Abhorrence >>> {ডাবল R}

32.Posthumous

33.Secretariat >>> {এটা মনে রাখুন riat । টির পর কিছু নাই।

34.Supercilious

35.Ascertain>>> { A এরপর S }

36.Millennium>>> {ডাবল Lও N}

37.Millionaire >>> {মিল্লিওনাইর}

38.Bouquet

39. Collaboration>>> {ডাবল L}

40. Dilemma >>> {ডাবল M }

41.Accommodation >>> {ডাবল C ও ডাবল M}

42.Possession >>> {ডাবল ডাবল S}

43.Tuberculosis>>> { এল এরপর ও}

44. Accessories>>> { ডাবল C, ডাবল S}

45.Attainment >>> { ডাবল T}

46. Discussion >>> {ডাবল S}

47.Achievement >>> {ch এর পর I তারপর E }

48. Messenger >>> {ডাবল Sও GপরE }

49. Marriage>>> { শেষের age}

50. Beginning >>> {ডাবল N }

English বানান মনে রাখার Technique

51. Indispensable>>> { S এরপরA , I নয় }

52.Transfiguration

53.Attendance >>> {ডাবলT}

54.Receive >>> {C পর E ‍তারপর I}

55. Belief / Believe >>> {L এর পর আগে I তারপর E}

56.Scintillation >>> {প্রথমের S}

57. Commentary >>> {ডাবল M ও টি‘র পর A}

58.Heterogeneous >>> {এটা >neous}

59. Commission >>> {ডাবল M , ডাবল S }

60) Homogeneous >>>সমজাতীয়

61) Honorary >>>অবৈতনিক/সম্মানসূচক

62) Humorous >>>রসিকতাপূর্ণ

63) Hyacinth >>>কচুরিপানা

64) Idiosyncrasy >>>স্বভাব বৈশিষ্ট্য/আচরণ

65) Inapplicable >>>অপ্রযোজ্য/অনুপযুক্ত

66) Incorrigible >>>অশোধনীয়/অপ্রতিকার্য

67) Infinitesimal >>>অতিক্ষুদ্র/অনীয়ান

68) Inheritance >>>উত্তরাধিকার

69) Interruption >>>ব্যাঘাত/বিঘ্ন/বাধা

70) Irreconcilable >>>বিসঙ্গত/অসদৃশ

71) Irresponsible >>>দায়িত্বহীন/বেপরোয়া

72) Irreversible >>>অপরিবর্তনীয়

73) Itinerant >>>পরিভ্রমী/ভ্রমণশীল

74) Jewelry >>>রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র

75) Magniloquent >>>বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন

76) Malediction >>>অভিশাপ

77) Manoeuvre >>>কৌশল

78) Masquerade >>>ভান বা ছদ্মবেশ ধারণ করা

79) Mediterranean >>>ভূমধ্যসাগরীয়

80) Mellifluous >>>সুমধুর/সুললিত

81) Mellifluous >>>সুমধুর/সুললিত

82) Mercenary >>>ভাড়াটে সৈনিক বা কর্মী

83) Millennium >>>সহস্রাব্দ/বর্ষসহস্রক

84) Millionaire >>>কোটিপতি/অতি ধনাঢ্য ব্যক্তি

85) Monotonous >>>একঘেয়ে/বৈচিত্র্যহীন

86) Multifarious >>>নানাবিধ/বিচিত্র

87) Nauseous >>>বিতৃষ্ণাজনক

88) Omelet >>>ডিম ভাজা/মামলেট

89) Omission >>>বর্জন/বাতিল

90) Opprobrious >>>অশোভন

91) Orthodoxy >>>গোঁড়ামি

92) Oscillate >>>দোলানো/আন্দোলিত করা

93) Palliate >>>প্রশমন/লাঘব করা

94) Pedagogue >>>স্কুলশিক্ষক/পণ্ডিতপ্রবর

95) Peevish >>>বিরক্তিকর

96) Phthisis >>>যক্ষ্মারোগ

97) Physique >>>দৈহিক গঠন

98) Pomegranate >>>ডালিম

99) Predecessor >>>পূর্বসূরী

100) Procession >>>মিছিল/শোভাযাত্রা

101) Prodigious >>>অতিবৃহৎ

102) Prolegomenon >>>গ্রন্থাভাষ/ভূমিকা

103) Pseudonym >>>ছদ্মনাম

104) Pulchritude >>>দৈহিক সৌন্দর্য

105) Questionnaire >>>প্রশ্নাবলী

106) Receipt >>>প্রাপ্তি

107) Recommendation >>>সুপারিশ/পরামর্শ

108) Reconciliation >>>সামঞ্জস্যবিধান/মীমাংসা

109) Reconnaissance >>>তথ্যসংক্রান্ত অভিযান

110) Referendum >>>গণভোট

111) Regeneration >>>আধ্যাত্মিক পুনর্জম্ম/নবজন্মলাভ

112) Reminiscence >>>স্মৃতিচারণ

113) Rendezvous >>>মিলনস্থল

114) Rhinoceros >>>গণ্ডার

115) Sanatorium >>>স্বাস্থ্যকেন্দ্র

116) Scissors >>>কাঁচি

117) Shaggy >>>রুক্ষ/মোটা ও অপরিপাটি

118) Simultaneous >>>যুগপৎ/সমকালীন

119) Sobriety >>>আত্মনিয়ন্ত্রণ/সংযম

120) Souvenir >>>স্মৃতিচিহ্ন

121) Stereotype >>>গৎবাঁধা/অপরিবর্তনীয়

122) Successive >>>ক্রমাগত/পারস্পরিক

123) Superiority >>>শ্রেষ্ঠতা/উৎকৃষ্টতা

124) Superstition >>>কুসংস্কার/অন্ধবিশ্বাস

125) Thesaurus >>>ভাব-অভিধান

126) Transliterate >>>ভিন্ন ভাষায় রূপান্তর করা

127) Unparalleled >>>অতুলনীয়/অদ্বিতীয়

128) Vehement >>>প্রবল/ব্যগ্র/উদ্দাম

129) Vendetta >>>বংশানুক্রমিক প্রতিহিংসা

130) Veterinary >>>পশুচিকিৎসক

131) Vicissitude >>>উত্থানপতন/পরিবর্তন

শেষ কথাঃ

যে কথা না বললেই নয় । নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।

কার্টেসি ব্যতীত অন্য কোন গ্রুপ কিংবা কোন পেইজে পোস্ট করে নিজের নামে চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যের হক নষ্ট করলে আল্লাহ কখনো ক্ষমা করেন না ।আল্লাহ কে ভয় করুন।

হয় তো বিষয় গুলো অনেকেরই আগে থেকেই জানা আছে, আবার কারে‍া নেই। আবার ‍কারো নিজের তৈরি কিছু টেকনিক ব্যবহার করেন।

আরও পড়ুন

ইংরেজি বানান মনে রাখার শর্ট টেকনিক, ইংরেজি বানান মনে রাখার কৌশল, ইংরেজি বানান মনে রাখার সহজ উপায় ইংরেজি বানান মনে রাখার কৌশলইংরেজি বানান মনে রাখার কৌশলইংরেজি বানান মনে রাখার কৌশলইংরেজি বানান মনে রাখার কৌশলইংরেজি বানান মনে রাখার কৌশলইংরেজি বানান মনে রাখার কৌশল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button